ETV Bharat / bharat

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোশ্যালিজম , ভাইরাল বিয়ের ভিডিয়ো - তামিলনাডুর সালেম

দুই ভিন্ন ঘরানার রাজনৈতিক পরিবারের মেলবন্ধনের সাক্ষী থাকল দেশ ৷ চার হাত এক হল মমতা বন্দ্যোপাধ্যায় ও সোশ্যালিজমের ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাধলেন সোশ্যালিজম
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাধলেন সোশ্যালিজম
author img

By

Published : Jun 13, 2021, 7:49 PM IST

সালেম ( তামিলনাডু) , 13 জুন : নির্ধারিত দিনেই বিয়ের পিঁড়িতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাজগোজ করে ছাদনাতলাতেও এলেন বর সোশ্যালিজম ৷ এই করোনা পরিস্থিতিতেও খুশিতে মজলেন বর-কনে দু'জনেই ৷

11 জুন তাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্র রীতিমতো ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ কনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় দেখে চমকে উঠেছিলেন নেটাগরিকরা ৷ হইহই রব উঠেছিল ৷ কিন্তু ভুল ভাঙে অচিরেই ৷ ইনি তামিলনাডুর সালেমের বাসিন্দা পি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হবু বর স্থানীয় বাসিন্দা এএম সোশ্যালিজম ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোশ্যালিজম

বর-কনে উভয়ের পরিবারই ঘোর রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত ৷ তবে ভিন্ন মতাদর্শে ৷ কনের দাদু কংগ্রেসী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই তিনি নাতনির নামকরণ করেছিলেন ৷ অন্যদিকে কমিউনিস্ট সোশ্যালিজমের দুই ভাইয়ের নাম কমিউনিজম , লেনিনিজম ৷ অন্যদিকে এঁদের বাবা মোহন 2016 সালের বিধানসভা নির্বাচনে ভিরাপান্ডি কেন্দ্র থেকে পিপল ওয়েলফেয়ার পার্টির তরফে দাঁড়িয়েওছিলেন ৷

আরও পড়ুন : মমতা ব্যানার্জির সঙ্গে সোশ্যালিজমের বিয়ে, ভাইরাল নিমন্ত্রণ পত্র

সালেম ( তামিলনাডু) , 13 জুন : নির্ধারিত দিনেই বিয়ের পিঁড়িতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাজগোজ করে ছাদনাতলাতেও এলেন বর সোশ্যালিজম ৷ এই করোনা পরিস্থিতিতেও খুশিতে মজলেন বর-কনে দু'জনেই ৷

11 জুন তাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্র রীতিমতো ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ কনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় দেখে চমকে উঠেছিলেন নেটাগরিকরা ৷ হইহই রব উঠেছিল ৷ কিন্তু ভুল ভাঙে অচিরেই ৷ ইনি তামিলনাডুর সালেমের বাসিন্দা পি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হবু বর স্থানীয় বাসিন্দা এএম সোশ্যালিজম ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোশ্যালিজম

বর-কনে উভয়ের পরিবারই ঘোর রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত ৷ তবে ভিন্ন মতাদর্শে ৷ কনের দাদু কংগ্রেসী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই তিনি নাতনির নামকরণ করেছিলেন ৷ অন্যদিকে কমিউনিস্ট সোশ্যালিজমের দুই ভাইয়ের নাম কমিউনিজম , লেনিনিজম ৷ অন্যদিকে এঁদের বাবা মোহন 2016 সালের বিধানসভা নির্বাচনে ভিরাপান্ডি কেন্দ্র থেকে পিপল ওয়েলফেয়ার পার্টির তরফে দাঁড়িয়েওছিলেন ৷

আরও পড়ুন : মমতা ব্যানার্জির সঙ্গে সোশ্যালিজমের বিয়ে, ভাইরাল নিমন্ত্রণ পত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.