নয়া দিল্লি, 17 জুলাই : সীমান্তে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ৷ বিএসএফ (BSF) আর অন্যান্য প্যারামিলিটারি ফোর্সের জন্য (Paramilitary Force) বিশ্বের মানচিত্রে ভারত গর্বের আসনে প্রতিষ্ঠিত বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নয়াদিল্লিতে বিএসএফ-এর 18তম "বিএসএফ ইনভেসটিচার সেরেমনি"তে (BSF Investiture Ceremony) বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) গুরুত্ব প্রসঙ্গে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বিএসএফ-এর (Border Security Force, BSF) প্রথম ডিরেক্টর-জেনারেল (Director-General) পদ্মবিভূষণ (Padma Vibhushan) কে এফ রুস্তমজি-র (K F Rustamji) স্মরণে 2003 সাল থেকে 16 জুলাই দিনটি "বিএসএফ ইনভেসটিচার সেরেমনি" পালন করা হয় ৷
এই অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে বিএসএফ-এর "ফাউন্ডিং ফাদার" (Founding Father) কে এফ রুস্তমজির সম্পর্কের কথা তুলে তিনি বলেন, "পূর্বতন পূর্ব পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে ৷" এই অত্যাচার রুখতে বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর এখন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ৷ রুস্তমজি সেই অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
আরও পড়ুন : ভারত-বাংলাদেশের বিদেশমন্ত্রীদের দ্বিপাক্ষিক আলোচনায় ‘রোহিঙ্গা সমস্যা’
অন্য বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘ দিন সীমান্তের নিরাপত্তার বিষয়টি অবহেলিত থেকেছে জানিয়ে তিনি বলেন, "এখনও আমাদের 7 হাজার 516 কিমি দীর্ঘ উপকূল সীমান্ত আর 15 হাজার কিলোমিটারের বেশি স্থল সীমান্তে এগিয়ে যেতে হবে ৷" তবে অটল বিহারী বাজপেয়ির আমলে এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ ৷ সীমান্তের নিরাপত্তায় দেশের আধাসামরিক বাহিনীর (Paramilitary Force) উপর ভরসা রাখা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে ৷ আমাদের প্যারামিলিটারি ফোর্সের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটা স্বাধীন প্রতিরক্ষা নীতি (Independent Defence Policy) তৈরি হবে ৷ এই নীতি অনুযায়ী দেশের সার্বভৌমত্বকে কেউ চ্যালেঞ্জ জানালে, সেই এক ভাষায় উত্তর দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
এদিন 27 জন বিএসএফ নিরাপত্তারক্ষীকে পুরস্কৃত করা হয় ৷ এর মধ্যে 14 জন পুলিশ মেডেল পেয়েছেন সাহসিকতার (Gallantry) জন্য আর 13 জন পুলিশ মেডেল পেয়েছেন প্রশংসনীয় কাজের (Meritorious Service) জন্য ৷
দেশের নিরাপত্তায় বহু বিএসএফ জওয়ানের আত্মবলিদানকে স্যালুট জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷