ETV Bharat / bharat

Monsoon Arrives in Kerala : সময়ের আগেই আজ কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু - Three days ahead of its normal onset time South west monsoon reaches Kerala

চাষিদের জন্য খুশির খবর ৷ আজ কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে ৷ কাজেই দেশের বাকি অংশে বর্ষা নামতে খুব বেশি দেরি নেই ৷ দেশের বাকি অংশে কখন মৌসুমী বায়ু প্রবেশ করবে, তা জানাবে আইএমডি (Monsoon Arrives in Kerala) ৷

Kerala Monsoon
বর্ষা এল দেশে
author img

By

Published : May 29, 2022, 1:44 PM IST

নয়াদিল্লি, 29 মে : বর্ষা এল দেশে ৷ এমনটাই জানিয়েছে দেশের আবহাওয়া দফতর ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট ৷ আজ রবিবার কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে ৷ 1 জুন মৌসুমী বায়ুর প্রবেশের পূর্বাভাস দিয়েছিল আইএমডি ৷ তার তিনদিন আগে রবিবার সকালেই দেশে বর্ষার আগমন (Three days ahead of its normal onset time South west monsoon reaches Kerala) ৷

  • Southwest Monsoon has set in over Kerala today, the 29th May against the normal date of onset, the 1st June.

    Thus the Southwest Monsoon has set in over Kerala three days ahead of its normal date.

    Detailed press release will be available soon.

    — India Meteorological Department (@Indiametdept) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অধীর অপেক্ষায় থাকে চাষিরা ৷ মৌসুমী বায়ুর প্রভাবে ভালো ফলনের আশায় দিন গোনে দেশের কৃষকেরা ৷ তাই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কৃষিভিত্তিক অর্থনীতির প্রাণ ৷ এর উপরেই নির্ভর করে কৃষক তথা দেশের আপামর জনসাধারণের খাদ্য ভাণ্ডার ৷ তাই সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন চাষিদের জন্য আনন্দের ও স্বস্তির ৷

আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জ মহাপাত্র বলেন, "নির্দিষ্ট সময় 1 জুনের বদলে আজ রবিবার, 29 মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে ৷"

আরও পড়ুন : West Bengal Weather Update : চাঁদিফাটা গরমেও রবিবাসরীয় সন্ধেয় বৃষ্টিতে ভিজবে কলকাতা, সঙ্গে ঝোড়ো হাওয়া

এর আগে আইএমডি জানিয়েছিল 27 মে কেরালায় বর্ষা ঢুকতে পারে ৷ দু'হপ্তা আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অশনির প্রভাবেই আগেভাগে দেশে বর্ষা আসবে, জানিয়েছিল আবহাওয়া দফতর ৷ তবে এই পূর্বাভাসে ত্রুটি থাকায় তা মেলেনি ৷ এনিয়ে আইএমডি একটি টুইটও করেছে ৷ তাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ দেখানো হয়েছে ৷

নয়াদিল্লি, 29 মে : বর্ষা এল দেশে ৷ এমনটাই জানিয়েছে দেশের আবহাওয়া দফতর ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট ৷ আজ রবিবার কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে ৷ 1 জুন মৌসুমী বায়ুর প্রবেশের পূর্বাভাস দিয়েছিল আইএমডি ৷ তার তিনদিন আগে রবিবার সকালেই দেশে বর্ষার আগমন (Three days ahead of its normal onset time South west monsoon reaches Kerala) ৷

  • Southwest Monsoon has set in over Kerala today, the 29th May against the normal date of onset, the 1st June.

    Thus the Southwest Monsoon has set in over Kerala three days ahead of its normal date.

    Detailed press release will be available soon.

    — India Meteorological Department (@Indiametdept) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অধীর অপেক্ষায় থাকে চাষিরা ৷ মৌসুমী বায়ুর প্রভাবে ভালো ফলনের আশায় দিন গোনে দেশের কৃষকেরা ৷ তাই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কৃষিভিত্তিক অর্থনীতির প্রাণ ৷ এর উপরেই নির্ভর করে কৃষক তথা দেশের আপামর জনসাধারণের খাদ্য ভাণ্ডার ৷ তাই সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন চাষিদের জন্য আনন্দের ও স্বস্তির ৷

আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জ মহাপাত্র বলেন, "নির্দিষ্ট সময় 1 জুনের বদলে আজ রবিবার, 29 মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে ৷"

আরও পড়ুন : West Bengal Weather Update : চাঁদিফাটা গরমেও রবিবাসরীয় সন্ধেয় বৃষ্টিতে ভিজবে কলকাতা, সঙ্গে ঝোড়ো হাওয়া

এর আগে আইএমডি জানিয়েছিল 27 মে কেরালায় বর্ষা ঢুকতে পারে ৷ দু'হপ্তা আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অশনির প্রভাবেই আগেভাগে দেশে বর্ষা আসবে, জানিয়েছিল আবহাওয়া দফতর ৷ তবে এই পূর্বাভাসে ত্রুটি থাকায় তা মেলেনি ৷ এনিয়ে আইএমডি একটি টুইটও করেছে ৷ তাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ দেখানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.