ETV Bharat / bharat

Artificial Rains: দিল্লির বিষবায়ু মোকাবিলায় 'কৃত্রিম বৃষ্টি' আনছে আইআইটি-কানপুর, বিষয়টা কী ? - দিল্লিতে বায়ু দূষণ

IIT Kanpur invents artificial rains: দিল্লির দূষণ মোকাবিলায় এ বার হাতিয়ার হতে চলেছে কৃত্রিম বৃষ্টি, যা ক্লাউড সিডিং নামেও পরিচিত ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি - কানপুরের একটি দল এই বিশেষ পদ্ধতি আনছে ৷ লিখেছেন সৌরভ শর্মা।

Artificial Rains
কৃত্রিম বৃষ্টি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 5:06 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর: দিল্লির বাতাস যেভাবে ক্রমাগত বিষাক্ত হয়ে পড়ছে, তার মোকাবিলায় 'কৃত্রিম বৃষ্টি' আনার ব্যবস্থা করে ফেলল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-কানপুর ৷ গবেষকরা বলছেন যে, আইআইটি কানপুর বিশেষ পদ্ধতির মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত করবে, তা দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু দূষণ রোধে কার্যকরী সমাধান হতে পারে ৷ এই অনন্য প্রকল্পের পিছনে যে মানুষটি রয়েছেন তিনি হলেন, আইআইটি-কানপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল ।

ক্লাউড সিডিং নামে পরিচিত কৃত্রিম বৃষ্টি আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যা মেঘের মধ্যে মাইক্রোফিজিক্যাল প্রক্রিয়াগুলিকে পরিবর্তন করে বৃষ্টিপাত হওয়ার জন্য তৈরি করা হয়েছে । এই পদ্ধতিটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য দেশে ব্যবহৃত হচ্ছে ৷ এই পদ্ধতি সাম্প্রতিক সময়ে জলের অভাব, খরা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলি মোকাবিলার জন্য ব্যবহৃত হয় ৷

চলতি বছরের জুলাইয়ে পরিচালিত সফল পরীক্ষার পরে এ বার বাস্তবে এই পদ্ধতি প্রয়োগের জন্য প্রস্তুত আইআইটি-কানপুর । তাদের দল কত বছর ধরে এই নিয়ে কাজ করছে এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক মণীন্দ্র বলেন যে, "তাঁরা পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন । বিমানের ডানাগুলিতে কিছু পরিবর্তন করা হয়েছিল (যেটি আইআইটি কানপুরে রয়েছে এবং মেঘের মধ্যে লবণ সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে) এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কিছু অংশ আমদানি করতে হয়েছে । মার্কিন যন্ত্রাংশ আমদানির জন্য আলোচনা অনেকটা সময় ব্যয় করেছিল এবং সেই সময় কোভিডও হানা দেয় । তাই তারা আমাদের অনেক সময় ব্যয় করেছে ।"

আরও পড়ুন: দিল্লি-এনসিআরের দূষণে ঢেকে গিয়েছে তাজমহল, বিপাকে পর্যটকরা

রাজধানীর আকাশে বিমান ওড়ানোর অনুমোদনের জন্য ডিজিসিএ-র অনুমতি লাগে ৷ এ প্রসঙ্গে অধ্যাপক আগরওয়াল বলেন, যখনই বিমান ওড়ানোর প্রয়োজন হবে, তখনই অনুমতি চাওয়া হবে ৷ তাঁর কথায়, "আইআইটি-কানপুরের একটি বিমান আছে এবং আমরা এর ডানাগুলিতে কিছু পরিবর্তন করেছি যাতে তার মাধ্যমে মেঘের মধ্যে লবণ ছিটানো যায় । এবং একটি বিমানের পাখায় সেই পরিবর্তনের জন্য ডিজিসিএর অনুমোদন প্রয়োজন এবং আমরা একটি অনুমোদন পেয়েছি ।"

সেপ্টেম্বরে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছিলেন যে, শহরে বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য শীতকালীন কর্ম পরিকল্পনায় ক্লাউড সিডিংয়ের চেষ্টা করার প্রস্তুতি নিচ্ছে সরকার ।

রাজনৈতিক দলগুলি তাদের দোষারোপের খেলা চালিয়ে যাওয়ার সময়ও এতটুকু কমেনি দূষণ ৷ সোমবার স্যাটেলাইট চিত্রগুলি ছয়টি সমীক্ষা রাজ্যে 2,914টি অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা সনাক্ত করেছে, যার মধ্যে পঞ্জাবের 2,060টি, হরিয়ানায় 65টি, উত্তরপ্রদেশে 87টি, দিল্লিতে শূন্য, রাজস্থানে 47টি এবং মধ্যপ্রদেশে 655টি রয়েছে ৷ 15 সেপ্টেম্বর থেকে 6 নভেম্বরের মধ্যে এই ধরনের মোট 29,641টি ঘটনা ঘটেছে ।

নয়াদিল্লি, 7 নভেম্বর: দিল্লির বাতাস যেভাবে ক্রমাগত বিষাক্ত হয়ে পড়ছে, তার মোকাবিলায় 'কৃত্রিম বৃষ্টি' আনার ব্যবস্থা করে ফেলল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-কানপুর ৷ গবেষকরা বলছেন যে, আইআইটি কানপুর বিশেষ পদ্ধতির মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত করবে, তা দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু দূষণ রোধে কার্যকরী সমাধান হতে পারে ৷ এই অনন্য প্রকল্পের পিছনে যে মানুষটি রয়েছেন তিনি হলেন, আইআইটি-কানপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল ।

ক্লাউড সিডিং নামে পরিচিত কৃত্রিম বৃষ্টি আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যা মেঘের মধ্যে মাইক্রোফিজিক্যাল প্রক্রিয়াগুলিকে পরিবর্তন করে বৃষ্টিপাত হওয়ার জন্য তৈরি করা হয়েছে । এই পদ্ধতিটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য দেশে ব্যবহৃত হচ্ছে ৷ এই পদ্ধতি সাম্প্রতিক সময়ে জলের অভাব, খরা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলি মোকাবিলার জন্য ব্যবহৃত হয় ৷

চলতি বছরের জুলাইয়ে পরিচালিত সফল পরীক্ষার পরে এ বার বাস্তবে এই পদ্ধতি প্রয়োগের জন্য প্রস্তুত আইআইটি-কানপুর । তাদের দল কত বছর ধরে এই নিয়ে কাজ করছে এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক মণীন্দ্র বলেন যে, "তাঁরা পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন । বিমানের ডানাগুলিতে কিছু পরিবর্তন করা হয়েছিল (যেটি আইআইটি কানপুরে রয়েছে এবং মেঘের মধ্যে লবণ সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে) এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কিছু অংশ আমদানি করতে হয়েছে । মার্কিন যন্ত্রাংশ আমদানির জন্য আলোচনা অনেকটা সময় ব্যয় করেছিল এবং সেই সময় কোভিডও হানা দেয় । তাই তারা আমাদের অনেক সময় ব্যয় করেছে ।"

আরও পড়ুন: দিল্লি-এনসিআরের দূষণে ঢেকে গিয়েছে তাজমহল, বিপাকে পর্যটকরা

রাজধানীর আকাশে বিমান ওড়ানোর অনুমোদনের জন্য ডিজিসিএ-র অনুমতি লাগে ৷ এ প্রসঙ্গে অধ্যাপক আগরওয়াল বলেন, যখনই বিমান ওড়ানোর প্রয়োজন হবে, তখনই অনুমতি চাওয়া হবে ৷ তাঁর কথায়, "আইআইটি-কানপুরের একটি বিমান আছে এবং আমরা এর ডানাগুলিতে কিছু পরিবর্তন করেছি যাতে তার মাধ্যমে মেঘের মধ্যে লবণ ছিটানো যায় । এবং একটি বিমানের পাখায় সেই পরিবর্তনের জন্য ডিজিসিএর অনুমোদন প্রয়োজন এবং আমরা একটি অনুমোদন পেয়েছি ।"

সেপ্টেম্বরে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছিলেন যে, শহরে বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য শীতকালীন কর্ম পরিকল্পনায় ক্লাউড সিডিংয়ের চেষ্টা করার প্রস্তুতি নিচ্ছে সরকার ।

রাজনৈতিক দলগুলি তাদের দোষারোপের খেলা চালিয়ে যাওয়ার সময়ও এতটুকু কমেনি দূষণ ৷ সোমবার স্যাটেলাইট চিত্রগুলি ছয়টি সমীক্ষা রাজ্যে 2,914টি অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা সনাক্ত করেছে, যার মধ্যে পঞ্জাবের 2,060টি, হরিয়ানায় 65টি, উত্তরপ্রদেশে 87টি, দিল্লিতে শূন্য, রাজস্থানে 47টি এবং মধ্যপ্রদেশে 655টি রয়েছে ৷ 15 সেপ্টেম্বর থেকে 6 নভেম্বরের মধ্যে এই ধরনের মোট 29,641টি ঘটনা ঘটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.