নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: নতুন বর্ষের এমটেক (M Tech) ছাত্রদের জন্য 30 শতাংশ টিউশন ফি কমাল আইআইটি দিল্লি ৷ ছাত্রদের একটি অংশ ফি বৃদ্ধি নিয়ে নীরব প্রতিবাদ করে ৷ তারপরেই আইআইটির অধিকর্তা একটি কমিটি গঠন করেন ৷ সেই কমিটির সুপারিশের পরেই কমানো হল টিউশন ফি ৷
সম্প্রতি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (IIT) বেশ কয়েকটি কোর্সে ফি বৃদ্ধির বিরুদ্ধে ক্যাম্পাসে পড়ুয়ারা নীরব প্রতিবাদে সরব হয় ৷ এরপরই বিজ্ঞপ্তি জারি করে টিউশন ফি কমানোর কথা বলা হয়েছে আইআইটির তরফে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "যেসব পড়ুয়া 2021-22 বা তার পরে দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের জন্য ফি কমানো হল । টিউশন এবং অন্যান্য ফিও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হল । এমটেকের সারা বছরের টিউশন ফি প্রতি সেমিস্টারে 25 হাজার টাকা থেকে কমিয়ে করা হল 17 হাজার 500 টাকা ৷" এছাড়াও অন্যান্য স্নাতকোত্তর (পিজি) কোর্সগুলির টিউশন ফিও কমানো হয়েছে ।
শুক্রবার আইআইটি ক্যাম্পাসের উইন্ড টি করিডোরে বিভিন্ন কোর্সের পড়ুয়ারা জড়ো হয় ৷ তারা পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করে । স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া(SFI), আইআইটি দিল্লি স্টুডেন্টস কালেক্টিভ, আইআইটি-বোম্বে এবং আইআইটি-দিল্লির আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেল(APPSC)-সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় ।
বিক্ষোভকারী পড়ুয়ারা জানান, তারা ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির সমস্যায় জর্জরিত । তাছাড়া করোনাকালেও বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন হয়েছে তাঁদের । এরপর এসএফআই-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়, "ইনস্টিটিউটের এমটেকের নতুন বর্ষের ছাত্র-ছাত্রীদের আগের বছরের তুলনায় 100 শতাংশ বেশি ফি দিতে হচ্ছে । যা আগের বছর ছিল 26 হাজার 450 টাকা (হোস্টেল ফি, মেসের বিল এবং অন্যান্য ফি), এ বছর অস্বাভাবিকভাবে সেটি 53 হাজার 100 টাকায় এসে দাঁড়িয়েছে ৷"
আরও পড়ুন: আইএনএস বিক্রান্তের চমকে দেওয়া 10 তথ্য, শত্রুরা সাবধান !
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি আইআইটি দিল্লি তার ছাত্র-বিরোধী মনোভাব পরিবর্তনের কোনও সিদ্ধান্ত না নেন, তাহলে বিক্ষোভকারীরা এই নীরব প্রতিবাদ চালিয়ে যাবে এবং পরবর্তীকালে এটি বৃহত্তর রূপ নেবে (IIT Delhi effects 30 per cent tuition fee cut following protest by students) ।