Covid-19 : দ্বিতীয় ঢেউয়ে গর্ভবতী এবং প্রসূতিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন : আইসিএমআর - Coronavirus
আইসিএমআরের (ICMR) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আগের বছরের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে গর্ভবতী ও প্রসূতি মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন । সমীক্ষায় তাঁদের টিকাকরণ অত্যন্ত জরুরি বলা হয়েছে ৷ গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) কো-মর্বিডিটি থাকা গর্ভবতীদের টিকাকরণের পরামর্শ দেয় ৷ তবে ক্লিনিক্যাল ট্রায়ালের অভাবে কেন্দ্র তা এখনও প্রসূতিদের টিকাকরণের অনুমতি দেয়নি ৷ এ-নিয়ে আলোচনা চালাচ্ছে এনটিএজিআই ৷
নয়াদিল্লি, 17 জুন : ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, কোভিডের প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে দেশে গর্ভবতী এবং প্রসূতি মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ গত বছরের তুলনায় এ-বছর কোভিড আক্রান্ত গর্ভবতী এবং প্রসূতিদের মধ্যে মৃত্যুহারও বেড়েছে ৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তাঁদের মধ্যে সংক্রমণের হারও বেশি দেখা গিয়েছে ৷
আইসিএমআর 1 হাজার 530 জন গর্ভবতী এবং প্রসূতি মহিলার উপর একটি সমীক্ষা চালায় ৷ তার মধ্যে 1 হাজার 143 জনকে নেওয়া হয় গত বছর এবং দ্বিতীয় ওয়েভ আসার পর নেওয়া হয় 387 জনকে ৷ সমীক্ষা দলের এক প্রতিনিধি জানান, গত বছরের তুলনায় এবছর গর্ভবতী এবং প্রসূতিদের মধ্যে সংক্রমণের হার 28.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কেস ফেটালিটি রেট (CFR) বা মৃত্যুহারও দ্বিতীয় ওয়েভে বেড়েছে ৷ গত বছর মৃত্যুহার ছিল 0.7 শতাংশ ৷ এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 5.7 শতাংশ ৷ এখনও পর্যন্ত সিংহভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কোভিড নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্র বিকল হয়ে তাঁদের মৃত্যু ঘটেছে ৷
আইসিএমআর জানিয়েছে, সমীক্ষায় দেখা গর্ভবতী ও প্রসূতিদের টিকাকরণ অত্যন্ত জরুরি ৷ তাই তাঁদের ভ্যাকসিনেশনেটেড করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ তবে ক্লিনিক্যাল ট্রায়াল ডেটার অভাবের কারণে প্রসূতিদের এখনও টিকা দেওয়ার অনুমতি দেয়নি কেন্দ্র । ন্যাশানাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ (NTAGI) বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে ।
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কো-মর্বিডিটি থাকা গর্ভবতীদের টিকাকরণের পরামর্শ দিয়েছে ৷ পাশাপাশি করোনার আক্রান্ত হবার সম্ভাবনা প্রবল যাঁদের ক্ষেত্রে তাঁদেরকেও টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে হু ৷
আরও পড়ুন : Covid-19 Variant : 'ডেল্টা প্লাস' তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে, উদ্বিগ্ন মহারাষ্ট্র