ETV Bharat / bharat

Arms recovered : পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঠানো বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার জম্মুতে - বিপুল আগ্নেয়াস্ত্র ও একটি টেলিস্কোপ উদ্ধার

গত প্রায় একবছর ধরে পাকিস্তানের দিক দিয়ে সীমান্তের এই পারে ড্রোনের আনাগোনা বেড়ে গিয়েছে ৷

Arms Consignment recovered
জম্মুতে উদ্ধার পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঠানো বিপুল আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Oct 3, 2021, 1:47 PM IST

জম্মু, 3 অক্টোবর : জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও একটি টেলিস্কোপ উদ্ধার করল পুলিশ ৷ মনে করা হচ্ছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই আগ্নেয়াস্ত্রগুলি এখানে নিয়ে আসা হয়েছিল ৷ জম্মুর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল, 3টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি ৷

জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় 6 কিলোমিটার ভিতরে সৌনজানা গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে ৷ শনিবার রাতে গ্রামবাসীরা পুলিশকে ফোন করে জানান, তাঁরা আকাশে কিছু ওড়ার এবং মাটিতে ভারী কিছু ফেলার শব্দ পেয়েছেন ৷ এরপরই ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ৷ তল্লাশিতে একটি হলুদ ব্যাগ মেলে ৷ সেখান থেকেই ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন : J&K: সোপিয়ানে এনকাউন্টার, নিকেশ এক জঙ্গি

সীমান্তের এই পারে কাদের কাছে ওই আগ্নেয়াস্ত্র পৌঁছনোর কথা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ গত প্রায় একবছর ধরে পাকিস্তানের দিক থেকে সীমান্তের এই পারে ড্রোনের আনাগোনা বেড়ে গিয়েছে ৷ নিরাপত্তা বাহিনী একাধিকবার গুলি করে নামিয়েছে পাকিস্তানের দিক থেকে সীমান্তের এপারে আসা বহু ড্রোনকে ৷ উদ্ধার হয়েছে প্রচুর রাইফেল, আইইডি, স্টিক বম্ব ও মাদক ৷ নিরাপত্তার দিক দিয়ে বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুরক্ষা বাহিনীর কাছে ৷

চলতি বছরের জুন মাসে জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের মাধ্যমে বোমা ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছিল ৷ তারপরেই আরও বাড়ানো হয়েছে সীমান্তের নিরাপত্তা ৷

জম্মু, 3 অক্টোবর : জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র ও একটি টেলিস্কোপ উদ্ধার করল পুলিশ ৷ মনে করা হচ্ছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এই আগ্নেয়াস্ত্রগুলি এখানে নিয়ে আসা হয়েছিল ৷ জম্মুর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল, 3টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি ৷

জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় 6 কিলোমিটার ভিতরে সৌনজানা গ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে ৷ শনিবার রাতে গ্রামবাসীরা পুলিশকে ফোন করে জানান, তাঁরা আকাশে কিছু ওড়ার এবং মাটিতে ভারী কিছু ফেলার শব্দ পেয়েছেন ৷ এরপরই ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ৷ তল্লাশিতে একটি হলুদ ব্যাগ মেলে ৷ সেখান থেকেই ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন : J&K: সোপিয়ানে এনকাউন্টার, নিকেশ এক জঙ্গি

সীমান্তের এই পারে কাদের কাছে ওই আগ্নেয়াস্ত্র পৌঁছনোর কথা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ গত প্রায় একবছর ধরে পাকিস্তানের দিক থেকে সীমান্তের এই পারে ড্রোনের আনাগোনা বেড়ে গিয়েছে ৷ নিরাপত্তা বাহিনী একাধিকবার গুলি করে নামিয়েছে পাকিস্তানের দিক থেকে সীমান্তের এপারে আসা বহু ড্রোনকে ৷ উদ্ধার হয়েছে প্রচুর রাইফেল, আইইডি, স্টিক বম্ব ও মাদক ৷ নিরাপত্তার দিক দিয়ে বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুরক্ষা বাহিনীর কাছে ৷

চলতি বছরের জুন মাসে জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের মাধ্যমে বোমা ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছিল ৷ তারপরেই আরও বাড়ানো হয়েছে সীমান্তের নিরাপত্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.