ETV Bharat / bharat

সৌদি আরবের ঘোষণার পর ভারতীয়দের হজ বাতিল করল কমিটি

সৌদি আরবের তরফে এই বছর হজের জন্য 60 হাজার তীর্থযাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে ৷ তাঁদের সকলকেই সেখানকার নাগরিক কিংবা বাসিন্দা হতে হবে ৷ তাই ভারত এবারের মতো হজ বাতিল করে দিল৷

hajj-committee-cancels-hajj-applications-after-saudi-arabia-bars-foreign-pilgrims
সৌদি আরবের ঘোষণার পর ভারতীয়দের হজ বাতিল করল কমিটি
author img

By

Published : Jun 15, 2021, 8:20 PM IST

নয়াদিল্লি, 15 জুন : 2021 সালে হজে যাওয়ার জন্য যে আবেদন জমা পড়েছিল, সেগুলি বাতিল করে দিল ভারতের হজ কমিটি ৷ সৌদি আরবের তরফে বিদেশি তীর্থযাত্রীর জন্য এবার হজের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ করোনা অতিমারির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই দেশের তরফে জানানো হয়েছে ৷ সেই বিষয়টি জানার পর হজ কমিটির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : কেন্দ্রকে ডোজপ্রতি 150 টাকায় কোভ্যাকসিন বিক্রি করা কঠিন : ভারত বায়োটেক

সৌদি আরবের তরফে এবার হজে 60 হাজার তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ওই তীর্থযাত্রীদের সকলকেই সেখানকার নাগরিক কিংবা বাসিন্দা হতে হবে ৷ বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ 18 থেকে 65 বছর বয়সীদেরই হজের অনুমতি দেওয়া হয়েছে ৷ যাঁরা অংশ নিতে চাইবেন তাঁদের কোনও দীর্ঘমেয়াদী রোগ থাকা চলবে না ৷ আর অবশ্যই ভ্যাকসিন নিতে হবে ৷

hajj-committee-cancels-hajj-applications-after-saudi-arabia-bars-foreign-pilgrims
হজ কমিটির ঘোষণা

সেই কারণে ভারত থেকে এবার হজের অনুমতি বাতিল করা হল বলে জানিয়েছেন হজ কমিটির সিইও ড. মাকসুদ আহমেদ খান ৷ তিনি জানিয়েছেন যে এবার ভারত থেকে হজে যাওয়ার জন্য 60 হাজার আবেদনপত্র জমা পড়েছিল ৷ কোনও আবেদনই গ্রহণ করা হয়নি ৷ আর কোনও অর্থও সংগ্রহ করা হয়নি ৷

আরও পড়ুন : কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ

উল্লেখ্য, প্রতি বছর ভারত থেকে অন্তত 2 লক্ষ মানুষ হজ করতে সৌদি আরবে যান ৷ কিন্তু করোনা অতিমারির জেরে এবার কেউ যেতে পারলেন না ৷ তবে শুধু এবার নয়, গত বছর করোনা অতিমারির জেরে হজে বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব ৷

নয়াদিল্লি, 15 জুন : 2021 সালে হজে যাওয়ার জন্য যে আবেদন জমা পড়েছিল, সেগুলি বাতিল করে দিল ভারতের হজ কমিটি ৷ সৌদি আরবের তরফে বিদেশি তীর্থযাত্রীর জন্য এবার হজের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ করোনা অতিমারির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই দেশের তরফে জানানো হয়েছে ৷ সেই বিষয়টি জানার পর হজ কমিটির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : কেন্দ্রকে ডোজপ্রতি 150 টাকায় কোভ্যাকসিন বিক্রি করা কঠিন : ভারত বায়োটেক

সৌদি আরবের তরফে এবার হজে 60 হাজার তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ওই তীর্থযাত্রীদের সকলকেই সেখানকার নাগরিক কিংবা বাসিন্দা হতে হবে ৷ বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ 18 থেকে 65 বছর বয়সীদেরই হজের অনুমতি দেওয়া হয়েছে ৷ যাঁরা অংশ নিতে চাইবেন তাঁদের কোনও দীর্ঘমেয়াদী রোগ থাকা চলবে না ৷ আর অবশ্যই ভ্যাকসিন নিতে হবে ৷

hajj-committee-cancels-hajj-applications-after-saudi-arabia-bars-foreign-pilgrims
হজ কমিটির ঘোষণা

সেই কারণে ভারত থেকে এবার হজের অনুমতি বাতিল করা হল বলে জানিয়েছেন হজ কমিটির সিইও ড. মাকসুদ আহমেদ খান ৷ তিনি জানিয়েছেন যে এবার ভারত থেকে হজে যাওয়ার জন্য 60 হাজার আবেদনপত্র জমা পড়েছিল ৷ কোনও আবেদনই গ্রহণ করা হয়নি ৷ আর কোনও অর্থও সংগ্রহ করা হয়নি ৷

আরও পড়ুন : কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ

উল্লেখ্য, প্রতি বছর ভারত থেকে অন্তত 2 লক্ষ মানুষ হজ করতে সৌদি আরবে যান ৷ কিন্তু করোনা অতিমারির জেরে এবার কেউ যেতে পারলেন না ৷ তবে শুধু এবার নয়, গত বছর করোনা অতিমারির জেরে হজে বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.