ETV Bharat / bharat

Gujarat Election Live Updates: গুজরাতে প্রথম দফায় ভোটদানের হার 56.88 %, সারাদিনের আপডেট একনজরে

author img

By

Published : Dec 1, 2022, 8:17 AM IST

Updated : Dec 1, 2022, 6:17 PM IST

শুরু হল গুজরাত নির্বাচন
Gujarat Election Live Updates

17:46 December 01

বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 56.88 %

  • প্রথম দফার ভোটগ্রহণ শেষ হল ৷ বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 56.88 % ৷ জানাল নির্বাচন কমিশন ৷

16:52 December 01

বিকেল 3টে পর্যন্ত ভোটদানের হার 48.65%

  • প্রথম দফায় বিকেল 3টে পর্যন্ত গুজরাতে ভোটদানের হার 48.65% ৷ এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন ৷

16:50 December 01

বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ

  • নবসারির বিজেপি প্রার্থী পীযূষ ভাই প্যাটেলের অভিযোগ, প্রথম দফার ভোটের দিন ভোরে তাঁর উপর হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী ৷ তাঁর গ্রাম ঝারিতে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

15:30 December 01

দুপুর 1টা পর্যন্ত মোট ভোটদানের হার 34.48%

  • দুপুর 1টা পর্যন্ত মোট ভোটদানের হার 34.48% ৷ সর্বোচ্চ ভোট পড়েছে তাপিতে, 46.29%৷ তারপরেই সর্বাধিক ভোটদান হয়েছে ড্যাং-এ, 46.22 ৷ নর্মদায় ভোট পড়েছে 46.16 শতাংশ ৷ এই তিন জেলাই আদিবাসী অধ্যুষিত ৷ সবচেয়ে কম ভোট পড়েছে পোরবন্দরে, 30.06 শতাংশ ৷ সুরাতে 33.40 শতাংশ ও রাজকোটে 32.89 শতাংশ ভোট পড়েছে ৷

14:03 December 01

আজই বিয়ে, তার আগে ভোট দিয়ে গেলেন হবু বর

  • আজই বিয়ে প্রফুলভাই মোরের ৷ তবে তার আগে তাপিতে ভোট দিয়ে গেলেন তিনি ৷ তিনি জানিয়েছেন, ভোট দেওয়ার জন্য তিনি সকালের বিবাহ অনুষ্ঠান পিছিয়ে বিকেলে করে দিয়েছেন ৷ মহারাষ্ট্রে গিয়ে বিয়ে করবেন তিনি ৷ তবে তার আগে ভোটটা দিয়েছেন ৷ কেউ যেন নিজের ভোট নষ্ট না করেন, এই বার্তা দিলেন হবু বর ৷

12:40 December 01

জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

  • "আমার গ্রামের (হানোল) মানুষ সবসময় উন্নয়নের উপর ভরসা রেখেছে ৷ আমি দেখেছি যে গুজরাতে বিজেপির উপর মানুষের আস্থা বেড়েছে ৷ এ বার আমরা নয়া রেকর্ড করব ৷" বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

12:39 December 01

সুরাতে ভোটদান কেন্দ্রীয় মন্ত্রীর

  • কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোশ সুরাতে ভোটদান করে বললেন, "গুজরাতে ডাবল ইঞ্জিন সরকারের জন্য মানুষ ভোট দিচ্ছে ৷ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব ৷"

11:57 December 01

বেলা 11.50 পর্যন্ত ভোট পড়ল 19.13%

  • বেলা 11.50 পর্যন্ত ভোট পড়েছে 19.13%৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷

11:21 December 01

ভোট দিলেন শতায়ু কামুবেন

  • গুজরাতের উমারগ্রামে ভোট দিলেন শতায়ু কামুবেন লালাভাই প্যাটেল । সকালের পর থেকে ধীরে ধীরে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন বাড়তে শুরু করেছে ।

11:03 December 01

উত্তর জামনগর কেন্দ্রে ভোট দিলেন জাদেজারা

  • #GujaratAssemblyPolls | Anirudhsinh Jadeja & Naina Jadeja - father & sister of cricketer Ravindra Jadeja - vote at a polling station in Jamnagar

    Ravindra Jadeja's wife Rivaba Jadeja is BJP candidate from Jamnagar North while Anirudhsinh & Naina campaigned for Congress candidate pic.twitter.com/RxCJGlDUGT

    — ANI (@ANI) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • গুজরাত বিধানসভা নির্বাচনে উত্তর জামনগর কেন্দ্রে ভোট দিলেন ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার বাবা ও মা ।

10:03 December 01

সকাল 9টা পর্যন্ত গড়ে 4.52 শতাংশ ভোট পড়ল গুজরাতে

Gujarat Election Live Updates
সকাল থেকেই শুরু হয়েছে 89টি কেন্দ্রে ভোট
  • সকাল 9টা পর্যন্ত গড়ে 4.52 শতাংশ ভোট পড়ল গুজরাতে। ধ্যাং জেলায় সর্বাধিক 7.76 শতাংশ এবং বারুচ জেলায় সর্বনিম্ন 3.44 শতাংশ ভোট পড়েছে ।

09:24 December 01

সিলিন্ডার নিয়ে ভোটকেন্দ্রে প্রার্থী

  • সাইকেলে সিলিন্ডার চাপিয়ে ভোটকেন্দ্রে গেলেন কংগ্রেস প্রার্থী পরেশ ধনানি ।

08:53 December 01

রেকর্ড হারে ভোট দিন, আহ্বান প্রধানমন্ত্রীর

  • ভোটারদের বিশেষ করে প্রথম ভোটারদের রেকর্ড হারে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

08:39 December 01

বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা

  • বিজেপি প্রার্থী পীযূষ প্যাটেলের গাড়িতে হামলা। মঙ্গলবার সকালে আচমকা তাঁর গাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন । ঘটনার জেরে মাথায় চোট লাগে প্রার্থীর ।

07:37 December 01

শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচন ।

শুরু হয়ে গেল গুজরাত বিধানসভার নির্বাচন । সকাল 8টা থেকে মোদি-শাহ রাজ্যের মসনদ দখলের লড়াই শুরু । গুজরাত ভোটের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে ।

06:02 December 01

শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচন ।

আজ থেকে শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচন । মোদি-শাহের রাজ্য কার দখলে থাকবে তা ঠিক করতে ভোট হবে দু'দফায় । আজ প্রথম দফায় ভোট 19টি জেলার 89টি আসনে । ভোটের লড়াইয়ে আছে বিজেপি থেকে শুরু করে আপ ও কংগ্রেস । আরও কয়েকটি দলও ভোটে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট হচ্ছে আজ । জানুন প্রতি মুহূর্তের আপডেট ।

17:46 December 01

বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 56.88 %

  • প্রথম দফার ভোটগ্রহণ শেষ হল ৷ বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 56.88 % ৷ জানাল নির্বাচন কমিশন ৷

16:52 December 01

বিকেল 3টে পর্যন্ত ভোটদানের হার 48.65%

  • প্রথম দফায় বিকেল 3টে পর্যন্ত গুজরাতে ভোটদানের হার 48.65% ৷ এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন ৷

16:50 December 01

বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ

  • নবসারির বিজেপি প্রার্থী পীযূষ ভাই প্যাটেলের অভিযোগ, প্রথম দফার ভোটের দিন ভোরে তাঁর উপর হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী ৷ তাঁর গ্রাম ঝারিতে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

15:30 December 01

দুপুর 1টা পর্যন্ত মোট ভোটদানের হার 34.48%

  • দুপুর 1টা পর্যন্ত মোট ভোটদানের হার 34.48% ৷ সর্বোচ্চ ভোট পড়েছে তাপিতে, 46.29%৷ তারপরেই সর্বাধিক ভোটদান হয়েছে ড্যাং-এ, 46.22 ৷ নর্মদায় ভোট পড়েছে 46.16 শতাংশ ৷ এই তিন জেলাই আদিবাসী অধ্যুষিত ৷ সবচেয়ে কম ভোট পড়েছে পোরবন্দরে, 30.06 শতাংশ ৷ সুরাতে 33.40 শতাংশ ও রাজকোটে 32.89 শতাংশ ভোট পড়েছে ৷

14:03 December 01

আজই বিয়ে, তার আগে ভোট দিয়ে গেলেন হবু বর

  • আজই বিয়ে প্রফুলভাই মোরের ৷ তবে তার আগে তাপিতে ভোট দিয়ে গেলেন তিনি ৷ তিনি জানিয়েছেন, ভোট দেওয়ার জন্য তিনি সকালের বিবাহ অনুষ্ঠান পিছিয়ে বিকেলে করে দিয়েছেন ৷ মহারাষ্ট্রে গিয়ে বিয়ে করবেন তিনি ৷ তবে তার আগে ভোটটা দিয়েছেন ৷ কেউ যেন নিজের ভোট নষ্ট না করেন, এই বার্তা দিলেন হবু বর ৷

12:40 December 01

জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

  • "আমার গ্রামের (হানোল) মানুষ সবসময় উন্নয়নের উপর ভরসা রেখেছে ৷ আমি দেখেছি যে গুজরাতে বিজেপির উপর মানুষের আস্থা বেড়েছে ৷ এ বার আমরা নয়া রেকর্ড করব ৷" বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

12:39 December 01

সুরাতে ভোটদান কেন্দ্রীয় মন্ত্রীর

  • কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোশ সুরাতে ভোটদান করে বললেন, "গুজরাতে ডাবল ইঞ্জিন সরকারের জন্য মানুষ ভোট দিচ্ছে ৷ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব ৷"

11:57 December 01

বেলা 11.50 পর্যন্ত ভোট পড়ল 19.13%

  • বেলা 11.50 পর্যন্ত ভোট পড়েছে 19.13%৷ জানিয়েছে নির্বাচন কমিশন ৷

11:21 December 01

ভোট দিলেন শতায়ু কামুবেন

  • গুজরাতের উমারগ্রামে ভোট দিলেন শতায়ু কামুবেন লালাভাই প্যাটেল । সকালের পর থেকে ধীরে ধীরে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন বাড়তে শুরু করেছে ।

11:03 December 01

উত্তর জামনগর কেন্দ্রে ভোট দিলেন জাদেজারা

  • #GujaratAssemblyPolls | Anirudhsinh Jadeja & Naina Jadeja - father & sister of cricketer Ravindra Jadeja - vote at a polling station in Jamnagar

    Ravindra Jadeja's wife Rivaba Jadeja is BJP candidate from Jamnagar North while Anirudhsinh & Naina campaigned for Congress candidate pic.twitter.com/RxCJGlDUGT

    — ANI (@ANI) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • গুজরাত বিধানসভা নির্বাচনে উত্তর জামনগর কেন্দ্রে ভোট দিলেন ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার বাবা ও মা ।

10:03 December 01

সকাল 9টা পর্যন্ত গড়ে 4.52 শতাংশ ভোট পড়ল গুজরাতে

Gujarat Election Live Updates
সকাল থেকেই শুরু হয়েছে 89টি কেন্দ্রে ভোট
  • সকাল 9টা পর্যন্ত গড়ে 4.52 শতাংশ ভোট পড়ল গুজরাতে। ধ্যাং জেলায় সর্বাধিক 7.76 শতাংশ এবং বারুচ জেলায় সর্বনিম্ন 3.44 শতাংশ ভোট পড়েছে ।

09:24 December 01

সিলিন্ডার নিয়ে ভোটকেন্দ্রে প্রার্থী

  • সাইকেলে সিলিন্ডার চাপিয়ে ভোটকেন্দ্রে গেলেন কংগ্রেস প্রার্থী পরেশ ধনানি ।

08:53 December 01

রেকর্ড হারে ভোট দিন, আহ্বান প্রধানমন্ত্রীর

  • ভোটারদের বিশেষ করে প্রথম ভোটারদের রেকর্ড হারে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

08:39 December 01

বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা

  • বিজেপি প্রার্থী পীযূষ প্যাটেলের গাড়িতে হামলা। মঙ্গলবার সকালে আচমকা তাঁর গাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন । ঘটনার জেরে মাথায় চোট লাগে প্রার্থীর ।

07:37 December 01

শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচন ।

শুরু হয়ে গেল গুজরাত বিধানসভার নির্বাচন । সকাল 8টা থেকে মোদি-শাহ রাজ্যের মসনদ দখলের লড়াই শুরু । গুজরাত ভোটের প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে ।

06:02 December 01

শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচন ।

আজ থেকে শুরু হল গুজরাত বিধানসভা নির্বাচন । মোদি-শাহের রাজ্য কার দখলে থাকবে তা ঠিক করতে ভোট হবে দু'দফায় । আজ প্রথম দফায় ভোট 19টি জেলার 89টি আসনে । ভোটের লড়াইয়ে আছে বিজেপি থেকে শুরু করে আপ ও কংগ্রেস । আরও কয়েকটি দলও ভোটে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট হচ্ছে আজ । জানুন প্রতি মুহূর্তের আপডেট ।

Last Updated : Dec 1, 2022, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.