ETV Bharat / bharat

Bharat series : গাড়ির নম্বর প্লেটে নতুন বিএইচ সিরিজ, অন্য রাজ্যে যেতে লাগবে না অনুমতি - সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক

ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির নম্বর প্লেটের জন্য নতুন বিএইচ সিরিজ চালু করা হচ্ছে ৷ নতুন সিরিজের নম্বর প্লেটের শুরুতেই থাকবে প্রথম রেজিস্ট্রেশনের বছর, তারপর লেখা থাকবে বিএইচ, তারপর চার সংখ্যার নির্দিষ্ট নম্বর এবং সবশেষে আরও দু’টি অ্যালফাবেট (YY BH #### XX) ৷ এর ফলে গাড়ি নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ঝক্কি কমবে বলেই দাবি সরকার পক্ষের ৷

Govt brings new 'BH' registration series for personal vehicles to ensure seamless transfer across states
Bharat series : গাড়ির নম্বর প্লেটে আসছে নতুন বিএইচ সিরিজ, অনুমতি ছাড়াই যাওয়া যাবে অন্য রাজ্যে
author img

By

Published : Aug 28, 2021, 7:06 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট : ব্যক্তিগত মালিকানাধীনে থাকা গাড়ির মালিকদের জন্য স্বস্তি ৷ এবার আর দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাতায়াত করতে আলাদা করে অনুমতি নিতে হবে না ৷ তার জন্য আগামী দিনে নতুন সিরিজের নম্বর প্লেট আনার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক ৷ যার নাম দেওয়া হয়েছে ভারত সিরিজ (Bharat series) ৷ এই নম্বরগুলিতে সংশ্লিষ্ট রাজ্যের জন্য বরাদ্দ অ্য়ালফাবেটের বদলে ভারত (BHARAT) শব্দটির প্রথম দু’টি অক্ষর ‘বিএইচ’ (BH) লেখা থাকবে ৷ যাঁরা নতুন গাড়ি কিনবেন, তাঁরা এই নতুন বিএইচ সিরিজের নম্বর প্লেট পাওয়ার সুবিধা পাবেন ৷ তবে এখনই সকলের জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে না ৷

আরও পড়ুন : Mamata-Nitin : রাজ্যে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানার দাবি নিয়ে নিতিনের দরবারে মমতা

এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক ৷ তাতে জানানো হয়েছে, আপাতত ‘‘ভলান্টারি হিসাবে কিছু মানুষকে তাঁদের ব্যক্তিগত গাড়ির জন্য বিএইচ সিরিজের নম্বর প্লেট দেওয়া হবে ৷ যেমন, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিক, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্র ও রাজ্য় সরকার পোষিত কোনও সংস্থার কর্মচারীরা এই সুবিধা পাবেন ৷ আবার বেসরকারি বিভিন্ন সংস্থা বা সংগঠন, যাদের ন্যূনতম চারটি রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে আধিকারিকরা রয়েছেন, তাদেরও এই সিরিজের নম্বর প্লেট ব্যবহার করতে দেওয়া হবে ৷’’ এর ফলে গাড়ি নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ঝক্কি কমবে বলেই দাবি সরকার পক্ষের ৷

আরও পড়ুন : Climate Change : জলবায়ুর পরিবর্তন নিয়ে বই লিখে হইচই ফেলে দিল 10 বছরের শিরিষ

সড়ক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, নতুন সিরিজের নম্বর প্লেটের শুরুতেই থাকবে প্রথম রেজিস্ট্রেশনের বছর, তারপর লেখা থাকবে বিএইচ, তারপর চার সংখ্যার নির্দিষ্ট নম্বর এবং সবশেষে আরও দু’টি অ্যালফাবেট (YY BH #### XX) ৷

নয়াদিল্লি, 28 অগস্ট : ব্যক্তিগত মালিকানাধীনে থাকা গাড়ির মালিকদের জন্য স্বস্তি ৷ এবার আর দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাতায়াত করতে আলাদা করে অনুমতি নিতে হবে না ৷ তার জন্য আগামী দিনে নতুন সিরিজের নম্বর প্লেট আনার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক ৷ যার নাম দেওয়া হয়েছে ভারত সিরিজ (Bharat series) ৷ এই নম্বরগুলিতে সংশ্লিষ্ট রাজ্যের জন্য বরাদ্দ অ্য়ালফাবেটের বদলে ভারত (BHARAT) শব্দটির প্রথম দু’টি অক্ষর ‘বিএইচ’ (BH) লেখা থাকবে ৷ যাঁরা নতুন গাড়ি কিনবেন, তাঁরা এই নতুন বিএইচ সিরিজের নম্বর প্লেট পাওয়ার সুবিধা পাবেন ৷ তবে এখনই সকলের জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে না ৷

আরও পড়ুন : Mamata-Nitin : রাজ্যে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানার দাবি নিয়ে নিতিনের দরবারে মমতা

এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক ৷ তাতে জানানো হয়েছে, আপাতত ‘‘ভলান্টারি হিসাবে কিছু মানুষকে তাঁদের ব্যক্তিগত গাড়ির জন্য বিএইচ সিরিজের নম্বর প্লেট দেওয়া হবে ৷ যেমন, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিক, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্র ও রাজ্য় সরকার পোষিত কোনও সংস্থার কর্মচারীরা এই সুবিধা পাবেন ৷ আবার বেসরকারি বিভিন্ন সংস্থা বা সংগঠন, যাদের ন্যূনতম চারটি রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে আধিকারিকরা রয়েছেন, তাদেরও এই সিরিজের নম্বর প্লেট ব্যবহার করতে দেওয়া হবে ৷’’ এর ফলে গাড়ি নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ঝক্কি কমবে বলেই দাবি সরকার পক্ষের ৷

আরও পড়ুন : Climate Change : জলবায়ুর পরিবর্তন নিয়ে বই লিখে হইচই ফেলে দিল 10 বছরের শিরিষ

সড়ক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, নতুন সিরিজের নম্বর প্লেটের শুরুতেই থাকবে প্রথম রেজিস্ট্রেশনের বছর, তারপর লেখা থাকবে বিএইচ, তারপর চার সংখ্যার নির্দিষ্ট নম্বর এবং সবশেষে আরও দু’টি অ্যালফাবেট (YY BH #### XX) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.