ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতির সঠিক মোকাবিলা করেছে কেন্দ্রীয় সরকার: রাষ্ট্রপতি - বাজেট অধিবেশন

শুক্রবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন৷ উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি ৷ তাঁর মতে, ভারত সরকার যেভাবে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করেছে তাতে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে ৷

Government  efficiently dealt Corona pandemic: Prez Kovind
কোরোনা পরিস্থিতির সঠিক মোকাবিলা করেছে ভারত সরকার: রাষ্ট্রপতি
author img

By

Published : Jan 29, 2021, 2:29 PM IST

দিল্লি, 29 জানুয়ারি: কোরোনা পরিস্থিতির সুষ্ঠু মোকাবিলার জন্য় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘‘কোভিডের ফলে যেসব ক্ষেত্রের মানুষ কর্মহীন হয়েছেন, সেইসব ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার৷’’

রাষ্ট্রপতি মনে করেন, কেন্দ্রের সঠিক সিদ্ধান্তই বহু মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সঠিক সময় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেই দেশের বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল ৷ এর জেরে নতুন করে আক্রান্তের সংখ্য়া দ্রুত কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও৷’’

এদিনের বক্তৃতা শুরুর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়-সহ বিশিষ্টদের প্রয়াণে শোকজ্ঞাপন করেন রাষ্ট্রপতি৷

আরও পড়ুন: দেশের ভবিষ্যতের চাবিকাঠি বাজেট অধিবেশন : প্রধানমন্ত্রী

16 জানুয়ারি দেশজুড়ে কোরোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই কর্মসূচিকে বিশ্বের বৃহত্তম কর্মযজ্ঞ বলে আখ্যা দেন তিনি৷ প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যুক্ত ব্য়ক্তি-সহ কোরোনা যোদ্ধাদের টিকাকরণ করা হয়৷

দিল্লি, 29 জানুয়ারি: কোরোনা পরিস্থিতির সুষ্ঠু মোকাবিলার জন্য় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘‘কোভিডের ফলে যেসব ক্ষেত্রের মানুষ কর্মহীন হয়েছেন, সেইসব ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার৷’’

রাষ্ট্রপতি মনে করেন, কেন্দ্রের সঠিক সিদ্ধান্তই বহু মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সঠিক সময় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেই দেশের বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল ৷ এর জেরে নতুন করে আক্রান্তের সংখ্য়া দ্রুত কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও৷’’

এদিনের বক্তৃতা শুরুর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়-সহ বিশিষ্টদের প্রয়াণে শোকজ্ঞাপন করেন রাষ্ট্রপতি৷

আরও পড়ুন: দেশের ভবিষ্যতের চাবিকাঠি বাজেট অধিবেশন : প্রধানমন্ত্রী

16 জানুয়ারি দেশজুড়ে কোরোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই কর্মসূচিকে বিশ্বের বৃহত্তম কর্মযজ্ঞ বলে আখ্যা দেন তিনি৷ প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যুক্ত ব্য়ক্তি-সহ কোরোনা যোদ্ধাদের টিকাকরণ করা হয়৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.