অমৃতসর, 19 ডিসেম্বর : অমৃতসরের স্বর্ণমন্দিরে গণপিটুনিতে নিহত (Golden Temple Lynching) যুবকের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷ যদিও ইতিমধ্যেই খুন হওয়া যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এসিপি সঞ্জীব কুমার জানিয়েছেন, শনিবারের ওই ঘটনার পর স্বর্ণমন্দিরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ সপ্তাহান্তে ভক্তসমাগম যেমন হয়, তেমনই হচ্ছে ৷ পরিস্থিতি স্বাভাবিক আছে ৷ নিহত যুবকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছে পুলিশ ৷
আরও পড়ুন : Desecrate Golden Temple: স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা, গণপিটুনিতে মৃত যুবক
প্রত্যক্ষদর্শীদের যে বয়ান সামনে এসেছে, তা থেকে জানা গিয়েছে, শনিবার সন্ধে ছ’টা নাগাদ বছর পঁচিশের এক যুবক স্বর্ণমন্দিরের ভিতরের সংরক্ষিত অংশে ঢোকার চেষ্টা করেন ৷ তিনি রেলিং টপকে একেবারে গুরু গ্রন্থ সাহিবের কাছে পৌঁছে যান ৷ এমনকী, গ্রন্থ সাহিবের তলোয়ারটিও (সিরি সাহিব) হাতে তুলে নেন ওই যুবক ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্দিরে আসা ভক্তরা ৷ তাঁদের অভিযোগ ছিল, ওই যুবক গুরু গ্রন্থ সাহিবের পবিত্রতা নষ্ট করেছেন ৷ ঘটনার পরই অভিযুক্ত যুবককে ধরে মারতে শুরু করেন ভক্তদের একাংশ ৷ এর জেরেই মৃত্য়ু হয় ওই যুবকের ৷
আরও পড়ুন : Militant killed in Srinagar encounter: শ্রীনগরে বাহিনীর সঙ্গে গুলির লড়াই, এনকাউন্টারে মৃত জঙ্গি
গোটা ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা ৷ কড়া ভাষায় ঘটনার নিন্দাও করেছেন তিনি ৷ দুঃখ প্রকাশের পাশাপাশি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন মনজিন্দর ৷ অন্যদিকে, কেন্দ্রীয় সরকার যাতে এই ঘটনায় পৃথক তদন্তের নির্দেশ দেয়, সেই দাবিতে সরব হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ৷