গোয়া, 13 ফেব্রুয়ারি: ভোটের (Goa Assembly Election 2022) কয়েক ঘণ্টা আগে স্টিং অপারেশনের একটি ভিডিয়োকে (Goa TMC on sting operation video) ঘিরে সরগরম গোয়ার রাজনীতি ৷ ওই ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা ভোটের পরে কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ৷ সেই ভিডিয়োটি টুইট করে উত্তাপ আরও চড়ায় আম আদমি পার্টি ৷ যদিও কংগ্রস ও তৃণমূলের দাবি এটি ভুয়ো ভিডিয়ো ৷ রাজনৈতিক ষড়যন্ত্র করেই ভোটের ঠিক আগে এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের (Goa TMC) ৷ তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন গোয়া তৃণমূলের সহ-কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev on sting operation video)।
14 ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় নির্বাচন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই স্টিং অপারেশনের ভিডিয়োকে ঘিরে চড়ল উত্তেজনার পারদ ৷ একটি টিভি চ্যানেলে সেই ভিডিয়ো সম্প্রচারিত হয় ৷ যেখানে দেখা গিয়েছে কংগ্রেস নেতা স্যাভিও ডিসিলভা, সঙ্কল্প আমনকার ও আভের্তানো ফুর্তাদো এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাওকে ৷ ভোটে জিতলে সরকার গঠনের জন্য যে দিকে যাওয়া প্রয়োজন, সে দিকেই তাঁরা যাবেন এবং এ জন্য কী কী আর্থিক সুবিধে পাওয়া যেতে পারে, এবিষয়ে ভিডিয়োতে তাঁদের আলোচনা করতে দেখা যায় ৷ ভিডিয়োটি আম আদমি পার্টি গোয়ার অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা হয় ৷ তারা লেখে, "সাংঘাতিক খবর!! নির্বাচনে জিতলে বিজেপিতে যাওয়ার জন্য কংগ্রেস ও তৃণমূল বিধায়করা টাকার হিসেব নিয়ে আলোচনা ৷"
আরও পড়ুন: Goa Assembly Election 2022 : গোয়ায় তৃণমূলের প্রথম একাদশে নেই লিয়েন্ডার, ফতোরদা থেকে লড়বেন লুইজিনহো
-
SHOCKING NEWS!!!!
— Aam Aadmi Party Goa (@AAPGoa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congress and TMC MLA caught red handed taking money for defecting to BJP, If they win the election.
Watch Nowhttps://t.co/psthUocOjp
">SHOCKING NEWS!!!!
— Aam Aadmi Party Goa (@AAPGoa) February 12, 2022
Congress and TMC MLA caught red handed taking money for defecting to BJP, If they win the election.
Watch Nowhttps://t.co/psthUocOjpSHOCKING NEWS!!!!
— Aam Aadmi Party Goa (@AAPGoa) February 12, 2022
Congress and TMC MLA caught red handed taking money for defecting to BJP, If they win the election.
Watch Nowhttps://t.co/psthUocOjp
ভোটের ঠিক আগে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো এই ভিডিয়ো (Goa TMC claims sting operation video as fake) ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ টুইটারে তাঁর একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়েছে গোয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ৷
-
The video showing our Benaulim candidate Churchill Alemao is fake and politically motivated. We want EC to take the strictest action against @AAPGoa and @BJP4Goa for flouting norms in the silence period pic.twitter.com/jAPAx2ZCNH
— AITC Goa (@AITC4Goa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The video showing our Benaulim candidate Churchill Alemao is fake and politically motivated. We want EC to take the strictest action against @AAPGoa and @BJP4Goa for flouting norms in the silence period pic.twitter.com/jAPAx2ZCNH
— AITC Goa (@AITC4Goa) February 12, 2022The video showing our Benaulim candidate Churchill Alemao is fake and politically motivated. We want EC to take the strictest action against @AAPGoa and @BJP4Goa for flouting norms in the silence period pic.twitter.com/jAPAx2ZCNH
— AITC Goa (@AITC4Goa) February 12, 2022
সেখানে (TMC files complaint to EC) লেখা হয়েছে, "আমাদের বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাওয়ের যে ভিডিয়ো দেখানো হচ্ছে, সেটা ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আমরা চাই সাইলেন্স পিরিয়ডের নিয়ম লঙ্ঘন করার জন্য গোয়া বিজেপি ও গোয়ার আপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন ৷" সুস্মিতা দেবও বলেছেন, ‘‘শেষ দিনের প্রচারের পর সাইলেন্স পিরিয়ডে ভিডিয়োটি ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে না পারেন ৷’’ ভিডিয়োটি ভুয়ো বলেই তা ওই চ্যানেল থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব ৷
আরও পড়ুন : Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক
ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁর দল ৷
-
Sting operation by North Indian channel aired after EC mandated silent period. Not authenticated. FIR filed by EC against channel. DG Media EC doing needful. pic.twitter.com/7VrBHLjtkN
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sting operation by North Indian channel aired after EC mandated silent period. Not authenticated. FIR filed by EC against channel. DG Media EC doing needful. pic.twitter.com/7VrBHLjtkN
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2022Sting operation by North Indian channel aired after EC mandated silent period. Not authenticated. FIR filed by EC against channel. DG Media EC doing needful. pic.twitter.com/7VrBHLjtkN
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2022
ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করেছে কংগ্রেসও ৷ তাদের অভিযোগ, কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি ও আপ যৌথ ভাবে এই ষড়যন্ত্র করেছে ৷
-
STATEMENT
— Goa Congress (@INCGoa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A conspiracy has been hatched by BJP-AAP duo to defame the Congress & three of the party office bearers. With malafied intention, through a news channel called 'Hindi Khabar', they have released a fake, distorted and doctored video during the 48 hour silent period.(1/3)
">STATEMENT
— Goa Congress (@INCGoa) February 12, 2022
A conspiracy has been hatched by BJP-AAP duo to defame the Congress & three of the party office bearers. With malafied intention, through a news channel called 'Hindi Khabar', they have released a fake, distorted and doctored video during the 48 hour silent period.(1/3)STATEMENT
— Goa Congress (@INCGoa) February 12, 2022
A conspiracy has been hatched by BJP-AAP duo to defame the Congress & three of the party office bearers. With malafied intention, through a news channel called 'Hindi Khabar', they have released a fake, distorted and doctored video during the 48 hour silent period.(1/3)