ETV Bharat / bharat

Goa TMC on sting operation video: ভোটের আগেই স্টিং অপারেশনের ভিডিয়ো ঘিরে উত্তাল গোয়া, এফআইআর তৃণমূলের

ভোটের (Goa Assembly Election 2022) আগেই স্টিং অপারেশনের ভিডিয়ো ঘিরে উত্তাল গোয়া (Goa TMC on sting operation video) ৷ ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ করা হয়েছে এফআইআরও (Sushmita Dev on sting operation video)৷

Goa TMC claims sting operation video as fake, files complaint to EC
ভোটের আগেই স্টিং অপারেশনের ভিডিয়ো ঘিরে উত্তাল গোয়া, এফআইআর তৃণমূলের
author img

By

Published : Feb 13, 2022, 2:21 PM IST

গোয়া, 13 ফেব্রুয়ারি: ভোটের (Goa Assembly Election 2022) কয়েক ঘণ্টা আগে স্টিং অপারেশনের একটি ভিডিয়োকে (Goa TMC on sting operation video) ঘিরে সরগরম গোয়ার রাজনীতি ৷ ওই ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা ভোটের পরে কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ৷ সেই ভিডিয়োটি টুইট করে উত্তাপ আরও চড়ায় আম আদমি পার্টি ৷ যদিও কংগ্রস ও তৃণমূলের দাবি এটি ভুয়ো ভিডিয়ো ৷ রাজনৈতিক ষড়যন্ত্র করেই ভোটের ঠিক আগে এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের (Goa TMC) ৷ তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন গোয়া তৃণমূলের সহ-কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev on sting operation video)।

14 ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় নির্বাচন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই স্টিং অপারেশনের ভিডিয়োকে ঘিরে চড়ল উত্তেজনার পারদ ৷ একটি টিভি চ্যানেলে সেই ভিডিয়ো সম্প্রচারিত হয় ৷ যেখানে দেখা গিয়েছে কংগ্রেস নেতা স্যাভিও ডিসিলভা, সঙ্কল্প আমনকার ও আভের্তানো ফুর্তাদো এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাওকে ৷ ভোটে জিতলে সরকার গঠনের জন্য যে দিকে যাওয়া প্রয়োজন, সে দিকেই তাঁরা যাবেন এবং এ জন্য কী কী আর্থিক সুবিধে পাওয়া যেতে পারে, এবিষয়ে ভিডিয়োতে তাঁদের আলোচনা করতে দেখা যায় ৷ ভিডিয়োটি আম আদমি পার্টি গোয়ার অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা হয় ৷ তারা লেখে, "সাংঘাতিক খবর!! নির্বাচনে জিতলে বিজেপিতে যাওয়ার জন্য কংগ্রেস ও তৃণমূল বিধায়করা টাকার হিসেব নিয়ে আলোচনা ৷"

আরও পড়ুন: Goa Assembly Election 2022 : গোয়ায় তৃণমূলের প্রথম একাদশে নেই লিয়েন্ডার, ফতোরদা থেকে লড়বেন লুইজিনহো

ভোটের ঠিক আগে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো এই ভিডিয়ো (Goa TMC claims sting operation video as fake) ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ টুইটারে তাঁর একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়েছে গোয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ৷

  • The video showing our Benaulim candidate Churchill Alemao is fake and politically motivated. We want EC to take the strictest action against @AAPGoa and @BJP4Goa for flouting norms in the silence period pic.twitter.com/jAPAx2ZCNH

    — AITC Goa (@AITC4Goa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে (TMC files complaint to EC) লেখা হয়েছে, "আমাদের বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাওয়ের যে ভিডিয়ো দেখানো হচ্ছে, সেটা ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আমরা চাই সাইলেন্স পিরিয়ডের নিয়ম লঙ্ঘন করার জন্য গোয়া বিজেপি ও গোয়ার আপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন ৷" সুস্মিতা দেবও বলেছেন, ‘‘শেষ দিনের প্রচারের পর সাইলেন্স পিরিয়ডে ভিডিয়োটি ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে না পারেন ৷’’ ভিডিয়োটি ভুয়ো বলেই তা ওই চ্যানেল থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক

ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁর দল ৷

  • Sting operation by North Indian channel aired after EC mandated silent period. Not authenticated. FIR filed by EC against channel. DG Media EC doing needful. pic.twitter.com/7VrBHLjtkN

    — Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করেছে কংগ্রেসও ৷ তাদের অভিযোগ, কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি ও আপ যৌথ ভাবে এই ষড়যন্ত্র করেছে ৷

  • STATEMENT
    A conspiracy has been hatched by BJP-AAP duo to defame the Congress & three of the party office bearers. With malafied intention, through a news channel called 'Hindi Khabar', they have released a fake, distorted and doctored video during the 48 hour silent period.(1/3)

    — Goa Congress (@INCGoa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গোয়া, 13 ফেব্রুয়ারি: ভোটের (Goa Assembly Election 2022) কয়েক ঘণ্টা আগে স্টিং অপারেশনের একটি ভিডিয়োকে (Goa TMC on sting operation video) ঘিরে সরগরম গোয়ার রাজনীতি ৷ ওই ভিডিয়োয় দেখা যায়, কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা ভোটের পরে কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ৷ সেই ভিডিয়োটি টুইট করে উত্তাপ আরও চড়ায় আম আদমি পার্টি ৷ যদিও কংগ্রস ও তৃণমূলের দাবি এটি ভুয়ো ভিডিয়ো ৷ রাজনৈতিক ষড়যন্ত্র করেই ভোটের ঠিক আগে এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের (Goa TMC) ৷ তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন গোয়া তৃণমূলের সহ-কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev on sting operation video)।

14 ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় নির্বাচন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই স্টিং অপারেশনের ভিডিয়োকে ঘিরে চড়ল উত্তেজনার পারদ ৷ একটি টিভি চ্যানেলে সেই ভিডিয়ো সম্প্রচারিত হয় ৷ যেখানে দেখা গিয়েছে কংগ্রেস নেতা স্যাভিও ডিসিলভা, সঙ্কল্প আমনকার ও আভের্তানো ফুর্তাদো এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাওকে ৷ ভোটে জিতলে সরকার গঠনের জন্য যে দিকে যাওয়া প্রয়োজন, সে দিকেই তাঁরা যাবেন এবং এ জন্য কী কী আর্থিক সুবিধে পাওয়া যেতে পারে, এবিষয়ে ভিডিয়োতে তাঁদের আলোচনা করতে দেখা যায় ৷ ভিডিয়োটি আম আদমি পার্টি গোয়ার অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা হয় ৷ তারা লেখে, "সাংঘাতিক খবর!! নির্বাচনে জিতলে বিজেপিতে যাওয়ার জন্য কংগ্রেস ও তৃণমূল বিধায়করা টাকার হিসেব নিয়ে আলোচনা ৷"

আরও পড়ুন: Goa Assembly Election 2022 : গোয়ায় তৃণমূলের প্রথম একাদশে নেই লিয়েন্ডার, ফতোরদা থেকে লড়বেন লুইজিনহো

ভোটের ঠিক আগে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো এই ভিডিয়ো (Goa TMC claims sting operation video as fake) ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ টুইটারে তাঁর একটি ভিডিয়ো বার্তা পোস্ট করা হয়েছে গোয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ৷

  • The video showing our Benaulim candidate Churchill Alemao is fake and politically motivated. We want EC to take the strictest action against @AAPGoa and @BJP4Goa for flouting norms in the silence period pic.twitter.com/jAPAx2ZCNH

    — AITC Goa (@AITC4Goa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানে (TMC files complaint to EC) লেখা হয়েছে, "আমাদের বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাওয়ের যে ভিডিয়ো দেখানো হচ্ছে, সেটা ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আমরা চাই সাইলেন্স পিরিয়ডের নিয়ম লঙ্ঘন করার জন্য গোয়া বিজেপি ও গোয়ার আপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন ৷" সুস্মিতা দেবও বলেছেন, ‘‘শেষ দিনের প্রচারের পর সাইলেন্স পিরিয়ডে ভিডিয়োটি ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে না পারেন ৷’’ ভিডিয়োটি ভুয়ো বলেই তা ওই চ্যানেল থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক

ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁর দল ৷

  • Sting operation by North Indian channel aired after EC mandated silent period. Not authenticated. FIR filed by EC against channel. DG Media EC doing needful. pic.twitter.com/7VrBHLjtkN

    — Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করেছে কংগ্রেসও ৷ তাদের অভিযোগ, কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি ও আপ যৌথ ভাবে এই ষড়যন্ত্র করেছে ৷

  • STATEMENT
    A conspiracy has been hatched by BJP-AAP duo to defame the Congress & three of the party office bearers. With malafied intention, through a news channel called 'Hindi Khabar', they have released a fake, distorted and doctored video during the 48 hour silent period.(1/3)

    — Goa Congress (@INCGoa) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.