ETV Bharat / bharat

Maa Robot: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর - বিপিন কদম

বিশেষভাবে সক্ষম কিশোরী (Specially Abled Daughter) সন্তানকে খাইয়ে দিতে 'মা রোবট' (Maa Robot) তৈরি করলেন গোয়ার এক দিনমজুর ৷ বিপিন কদম (Bipin Kadam) নামে ওই ব্যক্তিকে প্রশংসায় ভরাল গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ (Goa State Innovation Council) ৷

Goa Daily Wage Worker Builds Maa Robot to feed his Specially Abled Daughter
Maa Robot: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর
author img

By

Published : Sep 25, 2022, 3:46 PM IST

পানাজি, 25 সেপ্টেম্বর: বাড়িতে স্ত্রী অসুস্থ ৷ এদিকে, তাঁদের কিশোরী সন্তান বিশেষভাবে সক্ষম (Specially Abled Daughter) ৷ এই অবস্থায় মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য আস্ত একটি রোবট তৈরি করে ফেললেন গোয়ার এক দিনমজুর ! এখন কারও সাহায্য ছাড়াই শুধুমাত্র যন্ত্রের সহযোগিতায় নিজের খাওয়া সেরে নেয় এই কিশোরী ৷

সন্তানের জন্য এমন আবিষ্কার করে সকলের মন জিতে নিয়েছেন বিপিন কদম (Bipin Kadam) নামে ওই দিনমজুর ৷ তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ (Goa State Innovation Council) ৷ বিপিন তাঁর আবিষ্কারের নাম দিয়েছেন 'মা রোবট' (Maa Robot) ৷ তাঁর এই কৃতিত্ব দেখে অভিভূত গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ কর্তৃপক্ষ ৷ তাদের পক্ষ থেকে বাণিজ্যিকভাবে এই যন্ত্র প্রস্তুতের প্রস্তাব দেওয়া হয়েছে বিপিনকে ৷ এর জন্য তাঁকে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে পর্ষদের তরফে ৷

আরও পড়ুন: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

কীভাবে কাজ করে মা রোবট ? আসলে এই রোবটের মধ্যেই একটি প্লেট আটকানো থাকে ৷ তাতেই খাবার পরিবেশন করে দিতে হয় ৷ এরপর রোবট বিপিনের মেয়েকে খাইয়ে দেয় ৷ কিছু শারীরিক সমস্যার জন্য মেয়েটি তার হাত তুলতে পারে না ৷ রোবটটি কাজ করে নির্দিষ্ট 'ভয়েস কমেন্ট' অনুসারে ৷ বিপিনের মেয়ে যেটা খেতে চায়, সেই খাবারের নাম উচ্চারণ করে ৷ রোবট সেটাই চামচে করে তুলে তাকে খাইয়ে দেয় ! এভাবে ওই কিশোরী তার পছন্দ মতো, ডাল, ভাত, সবজি খেতে পারে ৷

চল্লিশের কোটায় থাকা বিপিন দক্ষিণ গোয়ার পোন্ডা তালুকের অন্তর্গত বেথোরা গ্রামের বাসিন্দা ৷ জনমজুরি খেটে যে টাকা তিনি উপার্জন করেন, তাতে কোনওমতে সংসার চলে ৷ তার উপর স্ত্রী ও মেয়ের চিকিৎসার খরচ রয়েছে ৷ তাঁর পক্ষে পরিচারিকা রাখা সম্ভব নয় ৷ সেই কারণেই রোবট তৈরির ভাবনা মাথায় আসে বিপিনের ৷ তাঁর মেয়ের বয়স 14 বছর ৷ কিন্তু, সে স্পেশাল চাইল্ড ৷ তাই নিজের সব কাজ করতে পারে না ৷ অন্য়ের সাহায্য লাগে ৷

বিপিন জানিয়েছেন, "আগে আমার স্ত্রী-ই মেয়ের দেখাশোনা করতেন ৷ কিন্তু, দু'বছর ধরে তিনিও শয্যাশায়ী ৷ অথচ আমাদের মেয়ে নিজে হাতে খেতে পারে না ৷ আমি দিনমজুর ৷ রোজ মেয়েকে খাওয়ানোর জন্য বাড়ি ফিরে আসতে হত ৷" বিপিনের স্ত্রীই তাঁকে বলেন, এমন একটা ব্যবস্থা করতে, যাতে তাঁদের মেয়ে কারও সাহায্য ছাড়াই নিজের খাবার খেতে পারে ৷ আর তারপরই মা রোবট বানানোর পরিকল্পনা করেন বিপিন ৷ তার জন্য ইন্টারনেট ঘেঁটে এই বিষয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে তাঁকে ৷

পানাজি, 25 সেপ্টেম্বর: বাড়িতে স্ত্রী অসুস্থ ৷ এদিকে, তাঁদের কিশোরী সন্তান বিশেষভাবে সক্ষম (Specially Abled Daughter) ৷ এই অবস্থায় মেয়েকে খাইয়ে দেওয়ার জন্য আস্ত একটি রোবট তৈরি করে ফেললেন গোয়ার এক দিনমজুর ! এখন কারও সাহায্য ছাড়াই শুধুমাত্র যন্ত্রের সহযোগিতায় নিজের খাওয়া সেরে নেয় এই কিশোরী ৷

সন্তানের জন্য এমন আবিষ্কার করে সকলের মন জিতে নিয়েছেন বিপিন কদম (Bipin Kadam) নামে ওই দিনমজুর ৷ তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ (Goa State Innovation Council) ৷ বিপিন তাঁর আবিষ্কারের নাম দিয়েছেন 'মা রোবট' (Maa Robot) ৷ তাঁর এই কৃতিত্ব দেখে অভিভূত গোয়া রাজ্য উদ্ভাবন পরিষদ কর্তৃপক্ষ ৷ তাদের পক্ষ থেকে বাণিজ্যিকভাবে এই যন্ত্র প্রস্তুতের প্রস্তাব দেওয়া হয়েছে বিপিনকে ৷ এর জন্য তাঁকে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে পর্ষদের তরফে ৷

আরও পড়ুন: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

কীভাবে কাজ করে মা রোবট ? আসলে এই রোবটের মধ্যেই একটি প্লেট আটকানো থাকে ৷ তাতেই খাবার পরিবেশন করে দিতে হয় ৷ এরপর রোবট বিপিনের মেয়েকে খাইয়ে দেয় ৷ কিছু শারীরিক সমস্যার জন্য মেয়েটি তার হাত তুলতে পারে না ৷ রোবটটি কাজ করে নির্দিষ্ট 'ভয়েস কমেন্ট' অনুসারে ৷ বিপিনের মেয়ে যেটা খেতে চায়, সেই খাবারের নাম উচ্চারণ করে ৷ রোবট সেটাই চামচে করে তুলে তাকে খাইয়ে দেয় ! এভাবে ওই কিশোরী তার পছন্দ মতো, ডাল, ভাত, সবজি খেতে পারে ৷

চল্লিশের কোটায় থাকা বিপিন দক্ষিণ গোয়ার পোন্ডা তালুকের অন্তর্গত বেথোরা গ্রামের বাসিন্দা ৷ জনমজুরি খেটে যে টাকা তিনি উপার্জন করেন, তাতে কোনওমতে সংসার চলে ৷ তার উপর স্ত্রী ও মেয়ের চিকিৎসার খরচ রয়েছে ৷ তাঁর পক্ষে পরিচারিকা রাখা সম্ভব নয় ৷ সেই কারণেই রোবট তৈরির ভাবনা মাথায় আসে বিপিনের ৷ তাঁর মেয়ের বয়স 14 বছর ৷ কিন্তু, সে স্পেশাল চাইল্ড ৷ তাই নিজের সব কাজ করতে পারে না ৷ অন্য়ের সাহায্য লাগে ৷

বিপিন জানিয়েছেন, "আগে আমার স্ত্রী-ই মেয়ের দেখাশোনা করতেন ৷ কিন্তু, দু'বছর ধরে তিনিও শয্যাশায়ী ৷ অথচ আমাদের মেয়ে নিজে হাতে খেতে পারে না ৷ আমি দিনমজুর ৷ রোজ মেয়েকে খাওয়ানোর জন্য বাড়ি ফিরে আসতে হত ৷" বিপিনের স্ত্রীই তাঁকে বলেন, এমন একটা ব্যবস্থা করতে, যাতে তাঁদের মেয়ে কারও সাহায্য ছাড়াই নিজের খাবার খেতে পারে ৷ আর তারপরই মা রোবট বানানোর পরিকল্পনা করেন বিপিন ৷ তার জন্য ইন্টারনেট ঘেঁটে এই বিষয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.