ETV Bharat / bharat

Go First Flight উড়ানের একঘণ্টা পরেই বাজল বিপদঘণ্টা, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ গো ফার্স্টের বিমানের

92 জন যাত্রী নিয়ে কোয়েম্বাটোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ টেকঅফের এক ঘণ্টা পরেই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার বিপদঘণ্টা বেজে ওঠে । সঙ্গে সঙ্গে আপৎকালীন অবতরণ করেন চালক (Go First Bengaluru Male flight makes an Emergency Landing) ৷

Go First Bengaluru Male flight
Go First Bengaluru Male flight
author img

By

Published : Aug 12, 2022, 5:46 PM IST

Updated : Aug 12, 2022, 6:50 PM IST

কোয়েম্বাটোর, 12 অগস্ট: বেঙ্গালুরু থেকে মালে (মলদ্বীপ) যাওয়ার পথে জরুরি অবতরণ করল গো ফার্স্ট-এর বিমান ৷ জানা গিয়েছে, আজ দুপুর 12টায় 92 জন যাত্রী নিয়ে কোয়েম্বাটোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি (Go First Bengaluru-Male flight makes an Emergency Landing) ৷

টেকঅফের এক ঘণ্টা পরেই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার বিপদঘণ্টা বেজে ওঠে । সঙ্গে সঙ্গে আপৎকালীন অবতরণ করেন চালক ৷ বিমানবন্দর সূত্রে খবর, সমস্ত যাত্রীরাই নিরাপদে রয়েছেন ৷ গো ফার্স্টের মুখপাত্র জানিয়েছেন, বেলা 12টা নাগাদ বিমানচালক ওভারহিট অ্যালার্মের আওয়াজ শুনতে পান । সঙ্গে সঙ্গেই তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান ।

আরও পড়ুন : কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

গত সপ্তাহে, গো ফার্স্টেরই একটি বিমান টেক-অফের কয়েক মিনিটের মধ্যে একটি পাখির সঙ্গে ধাক্কা খেয়ে আমেদাবাদে অবতরণ করে । তার কয়েকদিন আগেই, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি-গুয়াহাটির ফ্লাইটের উইন্ডশিল্ডে মাঝ-রাস্তাতেই ফাটল ধরেছিল ।

  • A Go First flight, carrying 92 passengers, from Bengaluru to Malé (Maldives) had an emergency landing today at 12pm at Coimbatore airport after the engine overheat warning bell rang, an hour after the takeoff. All passengers safely disembarked: Airport officials pic.twitter.com/sBqSRTBHA5

    — ANI (@ANI) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একাধিক প্রযুক্তিগত ত্রুটির রিপোর্টের পরে, দিনকয়েক আগেই বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ৷ সম্প্রতি যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপে পড়েছে আরেক উড়ান সংস্থা স্পাইসজেট ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

কোয়েম্বাটোর, 12 অগস্ট: বেঙ্গালুরু থেকে মালে (মলদ্বীপ) যাওয়ার পথে জরুরি অবতরণ করল গো ফার্স্ট-এর বিমান ৷ জানা গিয়েছে, আজ দুপুর 12টায় 92 জন যাত্রী নিয়ে কোয়েম্বাটোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি (Go First Bengaluru-Male flight makes an Emergency Landing) ৷

টেকঅফের এক ঘণ্টা পরেই ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার বিপদঘণ্টা বেজে ওঠে । সঙ্গে সঙ্গে আপৎকালীন অবতরণ করেন চালক ৷ বিমানবন্দর সূত্রে খবর, সমস্ত যাত্রীরাই নিরাপদে রয়েছেন ৷ গো ফার্স্টের মুখপাত্র জানিয়েছেন, বেলা 12টা নাগাদ বিমানচালক ওভারহিট অ্যালার্মের আওয়াজ শুনতে পান । সঙ্গে সঙ্গেই তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুমতি চান ।

আরও পড়ুন : কম খরচের স্পাইসজেট বিমানেই সবচেয়ে বেশি দুর্ঘটনা, সতর্কবাণী শোনাল মন্ত্রক

গত সপ্তাহে, গো ফার্স্টেরই একটি বিমান টেক-অফের কয়েক মিনিটের মধ্যে একটি পাখির সঙ্গে ধাক্কা খেয়ে আমেদাবাদে অবতরণ করে । তার কয়েকদিন আগেই, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি-গুয়াহাটির ফ্লাইটের উইন্ডশিল্ডে মাঝ-রাস্তাতেই ফাটল ধরেছিল ।

  • A Go First flight, carrying 92 passengers, from Bengaluru to Malé (Maldives) had an emergency landing today at 12pm at Coimbatore airport after the engine overheat warning bell rang, an hour after the takeoff. All passengers safely disembarked: Airport officials pic.twitter.com/sBqSRTBHA5

    — ANI (@ANI) August 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একাধিক প্রযুক্তিগত ত্রুটির রিপোর্টের পরে, দিনকয়েক আগেই বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ৷ সম্প্রতি যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর (Directorate General of Civil Aviation) কোপে পড়েছে আরেক উড়ান সংস্থা স্পাইসজেট ৷ 8 সপ্তাহের জন্য স্পাইসজেট 50 শতাংশ কম বিমান ওড়াবে, গত মাসে নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

Last Updated : Aug 12, 2022, 6:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.