ETV Bharat / bharat

Haryana Violence: নুহের পর অশান্ত গুরুগ্রাম ! একের পর এক দোকানে আগুন - gurugram fresh violence

সোমবার নুহর পর এবার উন্মত্ত জনতার তাণ্ডব হরিয়ানার গুরুগ্রামে ৷ মঙ্গলবার দিনভর, এমনকী রাতেও গুরুগ্রামের বিভিন্ন এলাকায় দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বস্তিও বাদ যায়নি ৷

ETV Bharat
সংঘর্ষের ঘটনা
author img

By

Published : Aug 2, 2023, 9:07 AM IST

Updated : Aug 2, 2023, 9:14 AM IST

গুরুগ্রাম (হরিয়ানা), 2 অগস্ট: উত্তপ্ত হরিয়ানার গুরুগ্রাম ৷ নুহের পর মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটল গুরুগ্রামে ৷ এখানে খানদসা রোডে পতৌদি চকে আসবাবপত্রের দোকান, অন্য সব দোকান, মাংসের দোকানে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে ৷ সূত্রে জানা গিয়েছে, সেক্টর-70-র বহু বস্তিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও দমকল আধিকারিকরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা কারও প্রাণ যায়নি ৷ গুরুগ্রামের বাদশাপুর এলাকায় একদল উত্তেজিত জনতা কমপক্ষে চারটি খাবার দোকান এবং ভাঙাচোরা লোহা বিক্রির দোকানে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ এদিন রাতেই এলাকায় ব়্যাপিড অ্যাকশন ফোর্স বা আরপিএফ বাহিনী মার্চ করে ৷

গুরুগ্রামের পুলিশ, জনতার কাছে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছে ৷ পুলিশ আধিকারিক বরুণ দাহিয়া বলেন, "গুরুগ্রামে হিংসার ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বহু পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ৷ আমজনতা যে কোনও সময় 112-তে ফোন করে পুলিশকে অশান্তির খবর দিতে পারে ৷"

এর আগে সোমবার একটি মিছিলকে কেন্দ্র করে নুহতে রীতিমতো তাণ্ডব চলে ৷ পুলিশ ভিড় সামলাতে গেলে তাদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় ৷ অন্ততপক্ষে 40টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় দু'জন হোমগার্ডের মৃত্যু হয়েছে ৷ এরপর গুরুগ্রামে নতুন করে সংঘর্ষের ঘটনায় দুশ্চিন্তায় প্রশাসন ৷

আরও পড়ুন: নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নুহের ঘটনাকে একটি বৃহত্তর চক্রান্তের অংশ বলে উল্লেখ করেছেন ৷ এদিকে মিছিলে হামলা চালানোর ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তের দাবি তুলেছে কয়েকটি সংগঠন ৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের দাবি, এই হিংসার ঘটনাটি সুপরিকল্পিত ৷ নুহতে ইতিমধ্যেই 144 ধারা জারি করা হয়েছে ৷

পাশাপাশি, মোবাইলের ইন্টারনেট সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে ৷ এখনও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, নুহতে 16 কোম্পানি আধাসামরিক বাহিনী এবং 30 কোম্পানি হরিয়ানা পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনায় 44টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ 70জনকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও ৷

গুরুগ্রাম (হরিয়ানা), 2 অগস্ট: উত্তপ্ত হরিয়ানার গুরুগ্রাম ৷ নুহের পর মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটল গুরুগ্রামে ৷ এখানে খানদসা রোডে পতৌদি চকে আসবাবপত্রের দোকান, অন্য সব দোকান, মাংসের দোকানে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে ৷ সূত্রে জানা গিয়েছে, সেক্টর-70-র বহু বস্তিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও দমকল আধিকারিকরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা কারও প্রাণ যায়নি ৷ গুরুগ্রামের বাদশাপুর এলাকায় একদল উত্তেজিত জনতা কমপক্ষে চারটি খাবার দোকান এবং ভাঙাচোরা লোহা বিক্রির দোকানে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ এদিন রাতেই এলাকায় ব়্যাপিড অ্যাকশন ফোর্স বা আরপিএফ বাহিনী মার্চ করে ৷

গুরুগ্রামের পুলিশ, জনতার কাছে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছে ৷ পুলিশ আধিকারিক বরুণ দাহিয়া বলেন, "গুরুগ্রামে হিংসার ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বহু পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ৷ আমজনতা যে কোনও সময় 112-তে ফোন করে পুলিশকে অশান্তির খবর দিতে পারে ৷"

এর আগে সোমবার একটি মিছিলকে কেন্দ্র করে নুহতে রীতিমতো তাণ্ডব চলে ৷ পুলিশ ভিড় সামলাতে গেলে তাদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় ৷ অন্ততপক্ষে 40টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় দু'জন হোমগার্ডের মৃত্যু হয়েছে ৷ এরপর গুরুগ্রামে নতুন করে সংঘর্ষের ঘটনায় দুশ্চিন্তায় প্রশাসন ৷

আরও পড়ুন: নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নুহের ঘটনাকে একটি বৃহত্তর চক্রান্তের অংশ বলে উল্লেখ করেছেন ৷ এদিকে মিছিলে হামলা চালানোর ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তের দাবি তুলেছে কয়েকটি সংগঠন ৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের দাবি, এই হিংসার ঘটনাটি সুপরিকল্পিত ৷ নুহতে ইতিমধ্যেই 144 ধারা জারি করা হয়েছে ৷

পাশাপাশি, মোবাইলের ইন্টারনেট সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে ৷ এখনও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, নুহতে 16 কোম্পানি আধাসামরিক বাহিনী এবং 30 কোম্পানি হরিয়ানা পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনায় 44টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ 70জনকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও ৷

Last Updated : Aug 2, 2023, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.