নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: দিল্লির সীমাপুরীতে গভীর রাতে ফুটপাতে ঘুমন্ত অবস্থায় চাপা দিয়ে চলে গেল ট্রাক ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের (Four killed as truck runs over sleeping people in Delhi) ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷ বর্তমানে তারা জিটিবি হাসপাতালে চিকিৎসাধীন ৷
জানা গিয়েছে, ঘটনাটি রাত 1:51 নাগাদ ঘটে ৷ সেইসময় ডিভাইডারে ঘুমিয়েছিলেন 6 জন ৷ অত্যাধিক গতিতে একটি ট্রাক এসে তাঁদের পিষে দেয় । 6 জনের মধ্যে 2 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ আর গুরুতর আহত অবস্থায় চারজনকে পুলিশ জিটিবি হাসপাতালে ভর্তি করে । চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায় ৷ এখনও দুজনের অবস্থা আশঙ্কাজনক (Horrific Accident in Delhi) ।
আরও পড়ুন: নয়ডায় আবাসনের পাঁচিল চাপা পড়ে 4 শ্রমিকের মৃত্যু, আহত বেশ কয়েকজন
মৃতদের নাম করিম (52), ছোটে খান (25), শাহ আলম (38) ও রাহুল (45) ৷ তাঁরা সকলেই নিউ সীমাপুরি এলাকার বাসিন্দা ৷ শুধুমাত্র রাহুল উত্তরপ্রদেশের সাহিবাদের শালিমার গার্ডেনের বাসিন্দা ৷ আহত একজনও উত্তরপ্রদেশের সাহিবাদের বাসিন্দা ৷ তাঁর নাম মণীশ (16) ৷ অপরজন প্রদীপ (30), তাহিরপুরের বাসিন্দা ৷ পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজের (CCTV Footage) উপর নজর রাখছে । উপযুক্ত ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ অভিযুক্ত চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।