ETV Bharat / bharat

Car Accident: ওড়িশায় গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আশঙ্কাজনক এক

ওড়িশার নবরংপুর (Nabarangpur) জেলায় গাড়ি দুর্ঘটনায় (Car Accident) মৃত্যু হল চারজনের ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে একটি গাড়ি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে ৷ সেই দুর্ঘটনাতেই চারজনের মৃত্যু হয় ৷ আহত একজন ৷

four-killed-and-1-critical-as-car-rams-into-tree-in-nabarangpur
Car Accident: ওড়িশায় গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু, আশঙ্কাজনক এক
author img

By

Published : Dec 3, 2022, 2:26 PM IST

নবরংপুর (ওড়িশা), 3 ডিসেম্বর: গাড়ি দুর্ঘটনায় (Car Accident) প্রাণ গেল চারজনের ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরংপুর (Nabarangpur) জেলায় ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে একটি গাড়ি স্থানীয় সারাগুড়ার কাছে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে ৷ সেই দুর্ঘটনাতেই চারজনের মৃত্যু হয় ৷

পুলিশ জানিয়েছেন, মৃতদের মধ্যে মহম্মদ সাদাম, রবীন হিলা ও সাবান হিলাল ঘটনাস্থলেই মারা যান ৷ আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কোরাপুটের (Koraput) শহিদ লক্ষ্মণ নায়ক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সেখানে মহম্মদ আনসার নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে ৷ অন্যজন এখনও চিকিৎসাধীন ৷

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি উমরকোট থেকে নবরংপুরের দিকে আসছিল ৷ ঘন কুয়াশার কারণে ওই রাস্তায় দৃশ্যমানতা কম ছিল ৷ সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন: ট্রেনের কামরায় গলা এফোঁড়-ওফোঁড় হয়ে ঢুকল শাবল, মৃত যাত্রী

নবরংপুর (ওড়িশা), 3 ডিসেম্বর: গাড়ি দুর্ঘটনায় (Car Accident) প্রাণ গেল চারজনের ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরংপুর (Nabarangpur) জেলায় ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে একটি গাড়ি স্থানীয় সারাগুড়ার কাছে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে ৷ সেই দুর্ঘটনাতেই চারজনের মৃত্যু হয় ৷

পুলিশ জানিয়েছেন, মৃতদের মধ্যে মহম্মদ সাদাম, রবীন হিলা ও সাবান হিলাল ঘটনাস্থলেই মারা যান ৷ আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কোরাপুটের (Koraput) শহিদ লক্ষ্মণ নায়ক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সেখানে মহম্মদ আনসার নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে ৷ অন্যজন এখনও চিকিৎসাধীন ৷

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি উমরকোট থেকে নবরংপুরের দিকে আসছিল ৷ ঘন কুয়াশার কারণে ওই রাস্তায় দৃশ্যমানতা কম ছিল ৷ সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন: ট্রেনের কামরায় গলা এফোঁড়-ওফোঁড় হয়ে ঢুকল শাবল, মৃত যাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.