আগরতলা (ত্রিপুরা), 3 নভেম্বর : মানুষের সমর্থন আর বিজেপির (BJP) সঙ্গে নেই ৷ তাই ত্রিপুরায় ডিওয়াইএফআই (DYFI) আয়োজিত রক্তদান শিবিরে (Blood Donation Camp) আক্রমণ করছে গেরুয়া শিবির ৷ বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar) ৷
এদিন ত্রিপুরার রাজধানী আগরতলায় আয়োজিত এক রক্তদান শিবিরে হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি ৷ সিপিএমের (CPIM) এই নেতার বক্তব্য, চিকিৎসক যে কোনও রোগীকেই সুস্থ করতে প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বলেন ৷ তাই রাজ্যে রক্তের সংকট মেটাতে সিপিএমের যুব সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করছে ৷ এর জন্য অনেক বাধা আসছে ৷ তার পরও এই শিবিরের আয়োজন করা হচ্ছে ৷
তাঁর অভিযোগ, অথচ সেই শিবিরে হামলা হচ্ছে ৷ মানুষের সমর্থন না থাকার কারণেই এই ভাবে হামলা করা হচ্ছে বলে তাঁর দাবি ৷ 2018 সাল থেকেই এই ধরনের হামলা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷ তবে ইদানীং সংখ্যা কমেছে বলেও তিনি জানান ৷
এদিন যে শিবিরে হাজির হয়েছিলেন মানিক সরকার ৷ সেখানে আগেও শিবির করতে গিয়ে ডিওয়াইএফআই কর্মীরা হামলার মুখে পড়েন বলে অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর দাবি, এই ধরনের শিবির আয়োজন করতে গেলে স্থানীয়দের সমর্থনের প্রয়োজন হয় ৷ তাই যাঁরা শিবিরে যোগ দিয়ে রক্তদান করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷
বিজেপির বিরুদ্ধে সিপিএমের এই বর্ষীয়ান নেতার অভিযোগ, বেকার যুবক-যুবতীদের বিপথে পরিচালিত করছে গেরুয়া শিবির ৷ সেই কারণেই রক্তদান শিবিরে হামলা হচ্ছে ৷ তাঁর দাবি, ভয় থেকেই বিজেপি এসব করছে ৷ ত্রিপুরার মানুষ এই অত্যাচার সহ্য করবে না বলেই তাঁর বিশ্বাস ৷ তাঁর আশা, মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে ৷
প্রসঙ্গত, মানিক সরকার এখন ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতা ৷ তিনি ছিলেন ত্রিপুরার নবম মুখ্যমন্ত্রী ৷ 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের হারে তাঁর সরকারের পতন হয়৷ ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব (Biplab Deb) ৷ মাস কয়েক আগে তাঁকে সরিয়ে মানিক সাহাকে (Manik Saha) ত্রিপুরার মুখ্যমন্ত্রী করেছে বিজেপি ৷ আগামী ফেব্রুয়ারি-মার্চেই ওই রাজ্যে বিধানসভা ভোট (Tripura Assembly Elections 2023) ৷ এখন দেখার সেখানে বামফ্রন্টের ফল কী হয় !
আরও পড়ুন: আগ্রাসী মনোভাব রুখতে কাউন্টার অ্যাটাকে যেতে হবে, মত মানিক সরকারের