ETV Bharat / bharat

Muttiah Muralitharan: কর্ণাটকে নরম পানীয়ের কারখানা বানাচ্ছেন মুরলীধরন, বিনিয়োগ করবেন প্রায় 950 কোটি টাকা - সিলন বেভারেজেস

Muralitharan's Ceylon Beverages to set up plant in Karnataka: কর্ণাটকের ধারওয়াড়ে নরম পানীয় ও তার ক্যানের কারখানা বানাচ্ছেন মুথাইয়া মুরলীধরন ৷ এ জন্য তিনি বিনিয়োগ করবেন প্রায় 950 কোটি টাকা ৷

Muttiah Muralitharan
মুথাইয়া মুরলীধরন
author img

By

Published : Aug 10, 2023, 3:12 PM IST

ধারওয়াড়, 10 অগস্ট: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের সিলন বেভারেজেস এ বার ব্যবসা শুরু করছে কর্ণাটকের ধারওয়াড়ে । ইতিমধ্যেই শ্রীলঙ্কায় নরম পানীয় ও এনার্জি ড্রিংক প্রস্তুতকারক শিল্পের সঙ্গে জড়িত মুরলীধরনের সিলন বেভারেজ ক্যান প্রাইভেট লিমিটেড ৷ এ বার তারা ধারওয়াড়ে একটি অ্যালুমিনিয়াম ক্যান এবং পানীয় ভরার ক্যান তৈরির কারখানা স্থাপনের কাজ শুরু করতে চলেছে ৷

প্রায় 950 কোটি টাকা বিনিয়োগ: কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিক বিটি পাতিলের দেওয়া তথ্য অনুসারে, শীঘ্রই তৈরি হবে এই প্লান্ট ৷ এই বিষয়ে মুথাইয়া মুরলীধরন গত সপ্তাহে ধারওয়াড় তালুকের মাম্মিগাট্টি শিল্প এলাকার কাছে জমি পরিদর্শন করেছেন । মুরলীধরন একটি শিল্প ইউনিট স্থাপনের জন্য ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ক্লাস্টারের অধীনে প্রায় 950 কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত আছেন বলে জানা গিয়েছে । প্রায় তিন ধাপে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার ।

আরও পড়ুন: চেন্নাইতে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ছাড়া পেলেন মুথাইয়া মুরলীধরন

প্রথম ধাপে 200 জনের কর্মসংস্থান: প্রথম ধাপে তিনি তাঁর এই প্লান্টের জন্য 256.30 কোটি টাকা বিনিয়োগ করতে চাইছেন । এ জন্য সরকারের কাছে 32 থেকে 36 একর জমির দাবিপত্র জমা দেওয়া হয়েছে । কর্ণাটকের সরকার প্রথম দফায় 13.5 একর জমি বরাদ্দ করেছে । কোম্পানিটি মোট তিন ধাপে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে । কোল্ড ড্রিংকসের জন্য ব্যবহৃত ক্যানও তৈরি করা হবে এই প্লান্টে । এর মাধ্যমে, প্রথম ধাপে এখানে প্রায় 200 জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বিটি পাতিল ৷

জমি পরিদর্শন মুরলীধরনের: মুথাইয়া মুরলীধরন গত 5 অগস্ট মাম্মিগাট্টি শিল্প এলাকা ও জমি পরিদর্শন করেন । সরকারি পর্যায়ে ব্যবসা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিক বিটি পাতিল বলেছেন যে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্লান্টের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ধারওয়াড়, 10 অগস্ট: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের সিলন বেভারেজেস এ বার ব্যবসা শুরু করছে কর্ণাটকের ধারওয়াড়ে । ইতিমধ্যেই শ্রীলঙ্কায় নরম পানীয় ও এনার্জি ড্রিংক প্রস্তুতকারক শিল্পের সঙ্গে জড়িত মুরলীধরনের সিলন বেভারেজ ক্যান প্রাইভেট লিমিটেড ৷ এ বার তারা ধারওয়াড়ে একটি অ্যালুমিনিয়াম ক্যান এবং পানীয় ভরার ক্যান তৈরির কারখানা স্থাপনের কাজ শুরু করতে চলেছে ৷

প্রায় 950 কোটি টাকা বিনিয়োগ: কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিক বিটি পাতিলের দেওয়া তথ্য অনুসারে, শীঘ্রই তৈরি হবে এই প্লান্ট ৷ এই বিষয়ে মুথাইয়া মুরলীধরন গত সপ্তাহে ধারওয়াড় তালুকের মাম্মিগাট্টি শিল্প এলাকার কাছে জমি পরিদর্শন করেছেন । মুরলীধরন একটি শিল্প ইউনিট স্থাপনের জন্য ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ক্লাস্টারের অধীনে প্রায় 950 কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত আছেন বলে জানা গিয়েছে । প্রায় তিন ধাপে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার ।

আরও পড়ুন: চেন্নাইতে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ছাড়া পেলেন মুথাইয়া মুরলীধরন

প্রথম ধাপে 200 জনের কর্মসংস্থান: প্রথম ধাপে তিনি তাঁর এই প্লান্টের জন্য 256.30 কোটি টাকা বিনিয়োগ করতে চাইছেন । এ জন্য সরকারের কাছে 32 থেকে 36 একর জমির দাবিপত্র জমা দেওয়া হয়েছে । কর্ণাটকের সরকার প্রথম দফায় 13.5 একর জমি বরাদ্দ করেছে । কোম্পানিটি মোট তিন ধাপে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে । কোল্ড ড্রিংকসের জন্য ব্যবহৃত ক্যানও তৈরি করা হবে এই প্লান্টে । এর মাধ্যমে, প্রথম ধাপে এখানে প্রায় 200 জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বিটি পাতিল ৷

জমি পরিদর্শন মুরলীধরনের: মুথাইয়া মুরলীধরন গত 5 অগস্ট মাম্মিগাট্টি শিল্প এলাকা ও জমি পরিদর্শন করেন । সরকারি পর্যায়ে ব্যবসা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিক বিটি পাতিল বলেছেন যে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্লান্টের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.