ETV Bharat / bharat

Priyanka Maurya joins BJP : হাত ছেড়ে বিজেপিতে 'লড় সকতি হু' প্রচারের মুখ প্রিয়াঙ্কা

author img

By

Published : Jan 20, 2022, 12:50 PM IST

Updated : Jan 20, 2022, 2:31 PM IST

তিনি কংগ্রেসের প্রচারমুখ ছিলেন ৷ কিন্তু আজ নির্বাচনের কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে পদ্মফুলে যোগ দিলেন প্রিয়াঙ্কা মৌর্য (Priyanka Maurya joins BJP) ৷

Priyanka Maurya in BJP
বিজেপিতে 'লড় সকতি হু'র প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, 20 জানুয়ারি : কংগ্রেসের 'লড়কি হু, লড় সকতি হু'-র প্রচার মুখ প্রিয়াঙ্কা মৌর্য বিজেপিতে যোগ দিলেন ৷ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস ৷ তারপরেই কানাঘুষো শোনা গিয়েছিল, তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন (Former Congress leader Priyanka Maurya joins BJP before UP Assembly Election 2022) ৷ শেষপর্যন্ত বিজেপিতে যোগ দিলেন তিনি ৷

বুধবার লখনউতে তাঁকে গেরুয়া শিবিরের কার্যালয়ে দেখা গিয়েছিল ৷ তাতেই আন্দাজ করা হচ্ছিল যে তিনি হয়ত এবার হাতের সঙ্গ ছাড়বেন ৷ তিনি আক্ষেপ করে বলেন, "কংগ্রেসের উত্তরপ্রদেশ বিধানসভা প্রচারে স্লোগান 'লড়কি হু, লড় সকতি হু' ৷ কিন্তু কংগ্রেস আমায় লড়ার সুযোগ দিল না ৷"

আরও পড়ুন : Former Miss Bikini India : হস্তিনাপুরে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মিস বিকিনি অর্চনা

চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়েছিলেন, তা সত্য়ি হল বৃহস্পতিবার ৷ কংগ্রেসের বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ, কংগ্রেস ঠিকঠাক টিকিট দেয়নি ৷ তাঁর যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়নি ৷ তিনি উত্তরপ্রদেশ মহিলা কংগ্রেসের সহ সভাপতি ছিলেন ৷

কোভিড-19-এর জন্য উত্তরপ্রদেশে বন্ধ রয়েছে 'লড়কি হু, লড় সকতি হু' ম্যারাথন প্রচার ৷ উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচন শুরু 10 ফেব্রুয়ারি থেকে ৷ শেষ হবে 7 মার্চ ৷ ভোটগণনা 10 মার্চ ৷

নয়াদিল্লি, 20 জানুয়ারি : কংগ্রেসের 'লড়কি হু, লড় সকতি হু'-র প্রচার মুখ প্রিয়াঙ্কা মৌর্য বিজেপিতে যোগ দিলেন ৷ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি কংগ্রেস ৷ তারপরেই কানাঘুষো শোনা গিয়েছিল, তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন (Former Congress leader Priyanka Maurya joins BJP before UP Assembly Election 2022) ৷ শেষপর্যন্ত বিজেপিতে যোগ দিলেন তিনি ৷

বুধবার লখনউতে তাঁকে গেরুয়া শিবিরের কার্যালয়ে দেখা গিয়েছিল ৷ তাতেই আন্দাজ করা হচ্ছিল যে তিনি হয়ত এবার হাতের সঙ্গ ছাড়বেন ৷ তিনি আক্ষেপ করে বলেন, "কংগ্রেসের উত্তরপ্রদেশ বিধানসভা প্রচারে স্লোগান 'লড়কি হু, লড় সকতি হু' ৷ কিন্তু কংগ্রেস আমায় লড়ার সুযোগ দিল না ৷"

আরও পড়ুন : Former Miss Bikini India : হস্তিনাপুরে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মিস বিকিনি অর্চনা

চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়েছিলেন, তা সত্য়ি হল বৃহস্পতিবার ৷ কংগ্রেসের বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ, কংগ্রেস ঠিকঠাক টিকিট দেয়নি ৷ তাঁর যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়নি ৷ তিনি উত্তরপ্রদেশ মহিলা কংগ্রেসের সহ সভাপতি ছিলেন ৷

কোভিড-19-এর জন্য উত্তরপ্রদেশে বন্ধ রয়েছে 'লড়কি হু, লড় সকতি হু' ম্যারাথন প্রচার ৷ উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচন শুরু 10 ফেব্রুয়ারি থেকে ৷ শেষ হবে 7 মার্চ ৷ ভোটগণনা 10 মার্চ ৷

Last Updated : Jan 20, 2022, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.