ETV Bharat / bharat

Hardik Patel in BJP : হাত ছেড়ে পদ্মে হার্দিক ; বললেন, "জীবনের নতুন অধ্যায় শুরু হল"

author img

By

Published : Jun 2, 2022, 2:09 PM IST

2015 সালে মাত্র 22 বছর বয়সে পাতিদার গোষ্ঠীর সংরক্ষণের দাবিতে আন্দোলন করেছিলেন হার্দিক প্যাটেল ৷ সেই দলের নাম ছিল পাতিদার অনামত আন্দোলন সমিতি ৷ এরপর জেলে যাওয়া, জামিন পাওয়া ৷ গুজরাতে ফিরে 2019-এ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান ৷ আরেকটা নির্বাচন আসছে (Hardik Patel in BJP) ৷

Gujarat BJP Leader Hardik Patel
বিজেপি নেতা হার্দিক প্যাটেল

গান্ধিনগর, 2 জুন : জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরে যোগ দিলেন পাতিদার গোষ্ঠীর নেতা হার্দিক প্যাটেল ৷ এ বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ এর আগে 18 মে কংগ্রেস ছাড়েন তরুণ নেতা ৷ আজ বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেলের উপস্থিতিতে বিজেপি শিবিরে নাম লেখালেন একসময়ের বিজেপি-বিরোধী হার্দিক (Former Congress Leader Hardik Patel officially joins BJP in Gujarat) ৷

আজ সকালে বিজেপিতে আনুষ্ঠানিক যোগ দেওয়ার আগে তিনি লিখেছিলেন, "আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল ৷ আমি একজন ছোটখাটো সৈনিক হিসেবে কাজ করব ৷ আমি কারওর কাছে কোনও পদের জন্য দাবি করিনি ৷ আমি কাজ করব বলে বিজেপিতে যোগ দিচ্ছি ৷"

গুজরাতে কংগ্রেস নেতাদের আটকাতে প্রচার করবেন তিনি, জানিয়েছেন সদ্য-প্রাক্তন কংগ্রেস নেতা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের গর্ব বলে উল্লেখ করে প্যাটেল বলেন, "বিজেপিতে যোগ দিয়ে আমি প্রতিটি দশম দিনে কংগ্রেস নেতা, বিধায়াকদের বিজেপিতে যোগ দেওয়ার কথা জানাব ৷"

আরও পড়ুন : Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

राष्ट्रहित, प्रदेशहित, जनहित एवं समाज हित की भावनाओं के साथ आज से नए अध्याय का प्रारंभ करने जा रहा हूँ। भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेन्द्र भाई मोदी जी के नेतृत्व में चल रहे राष्ट्र सेवा के भगीरथ कार्य में छोटा सा सिपाही बनकर काम करूँगा।

— Hardik Patel (@HardikPatel_) June 2, 2022 ">

2015-য় 22 বছর বয়সে পাতিদার সম্প্রদায়ের (Patidar Anamat Andolan Samiti, PAAS) জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন হার্দিক প্যাটেল ৷ একরাতের মধ্য়ে পাতিদার গোষ্ঠীর হিরো হয়ে যান হার্দিক ৷ সেবার বিদ্রোহ থামাতে তাঁকে জেলে পোরে গুজরাতের বিজেপি সরকার ৷ এমনকি জামিন মিললেও শর্ত ছিল ছ'মাসের আগে গুজরাত ফিরতে পারবেন না তিনি ৷

2017-য় গুজরাতে ফিরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে হার্দিকের ৷ 2019-এ কংগ্রেসে যোগ দেন বিদ্রোহী নেতা হার্দিক প্যাটেল ৷ 2017-22, 5 বছরে দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি৷ গুজরাতের কংগ্রেস নেতা জগদীশ ঠাকুর দাবি করেন, হার্দিক দেশদ্রোহিতার অভিযোগে ফের জেলে যেতে ভয় পেয়েছেন৷ তাই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে ভিড়লেন ৷

আরও পড়ুন : Hardik Patel to Join BJP : আসছে বিধানসভা নির্বাচন, 2 জুন গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল ?

গান্ধিনগর, 2 জুন : জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরে যোগ দিলেন পাতিদার গোষ্ঠীর নেতা হার্দিক প্যাটেল ৷ এ বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ এর আগে 18 মে কংগ্রেস ছাড়েন তরুণ নেতা ৷ আজ বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেলের উপস্থিতিতে বিজেপি শিবিরে নাম লেখালেন একসময়ের বিজেপি-বিরোধী হার্দিক (Former Congress Leader Hardik Patel officially joins BJP in Gujarat) ৷

আজ সকালে বিজেপিতে আনুষ্ঠানিক যোগ দেওয়ার আগে তিনি লিখেছিলেন, "আজ থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল ৷ আমি একজন ছোটখাটো সৈনিক হিসেবে কাজ করব ৷ আমি কারওর কাছে কোনও পদের জন্য দাবি করিনি ৷ আমি কাজ করব বলে বিজেপিতে যোগ দিচ্ছি ৷"

গুজরাতে কংগ্রেস নেতাদের আটকাতে প্রচার করবেন তিনি, জানিয়েছেন সদ্য-প্রাক্তন কংগ্রেস নেতা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের গর্ব বলে উল্লেখ করে প্যাটেল বলেন, "বিজেপিতে যোগ দিয়ে আমি প্রতিটি দশম দিনে কংগ্রেস নেতা, বিধায়াকদের বিজেপিতে যোগ দেওয়ার কথা জানাব ৷"

আরও পড়ুন : Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

2015-য় 22 বছর বয়সে পাতিদার সম্প্রদায়ের (Patidar Anamat Andolan Samiti, PAAS) জন্য সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন হার্দিক প্যাটেল ৷ একরাতের মধ্য়ে পাতিদার গোষ্ঠীর হিরো হয়ে যান হার্দিক ৷ সেবার বিদ্রোহ থামাতে তাঁকে জেলে পোরে গুজরাতের বিজেপি সরকার ৷ এমনকি জামিন মিললেও শর্ত ছিল ছ'মাসের আগে গুজরাত ফিরতে পারবেন না তিনি ৷

2017-য় গুজরাতে ফিরে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে হার্দিকের ৷ 2019-এ কংগ্রেসে যোগ দেন বিদ্রোহী নেতা হার্দিক প্যাটেল ৷ 2017-22, 5 বছরে দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে ৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি৷ গুজরাতের কংগ্রেস নেতা জগদীশ ঠাকুর দাবি করেন, হার্দিক দেশদ্রোহিতার অভিযোগে ফের জেলে যেতে ভয় পেয়েছেন৷ তাই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে ভিড়লেন ৷

আরও পড়ুন : Hardik Patel to Join BJP : আসছে বিধানসভা নির্বাচন, 2 জুন গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.