ETV Bharat / bharat

মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ, 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার ডেলিভারি বয় - কোরামঙ্গলা

খাবার ডেলিভারি দিতে গিয়ে রাতের রাস্তায় এক তরুণীকে অশ্লীলভাবে স্পর্শ করে অভিযুক্ত যুবক ৷ তদন্তে নেমে 48 ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

অভিযুক্ত অরুণ
অভিযুক্ত অরুণ
author img

By

Published : Jun 5, 2021, 12:09 PM IST

বেঙ্গালুরু, 5 জুন : রাতে খাবার দিতে যাওয়ার সময় মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ যুবকের ৷ ঘটনাটি ঘটে 31 মে রাতে কোরামঙ্গলা অঞ্চলে ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অরুণ কুমার আর তার ভাই বেঙ্গালুরুর এক খাবার ডেলিভারি সংস্থার প্রধান কার্যালয়ের কর্মী ৷ লকডাউনে ডেলিভারির অর্ডারের সংখ্য়া বাড়ায় অরুণের ভাই সকালে আর অরুণ নিজে রাতে খাবার ডেলিভারি করত ৷ ওই দিন রাতেও খাবার দিতে যাওয়ার সময় উত্তর ভারতীয় এক মহিলাকে পেছন থেকে অশ্লীলভাবে স্পর্শ করে সে ৷ আতঙ্কিত মহিলা সঙ্গে সঙ্গে পুলিশে কন্ট্রোল রুমে খবর দেন আর অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরাল টুইটার

মাদিওয়ালা এসিপি সুধীর হেজের নির্দেশে পুলিশের একটি দল 40 টি সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিরুনি তল্লাশি চালায়, 80টি বাইকের বিষয়ে অনুসন্ধান করে ৷ তাতে ধরা পড়ে যে অভিযুক্ত অরুণ গিয়ার ছাড়া স্কুটার ব্যবহার করছিল ৷ আর ওই খাবার ডেলিভারি করা সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে 80টি বাইক সারা শহরে ঘুরে খাবার দিয়ে আসছে ৷

খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে যে, বাইকটি আসলে অরুণের দাদার ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে এই কাজ অরুণ করেছে ৷ ভিডিয়ো ফুটেজের ভিত্তিতে আর সংগৃহীত প্রমাণের উপর নির্ভর করে 48 ঘণ্টার মধ্যে অরুণকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পরে জানা যায়, অরুণ গত এক মাসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আরও 3-4 জনের সঙ্গে ৷ অরুণ নিজেও স্বীকার করেছে এ ভাবে কোনও মেয়ের শ্লীলতাহানি সে বেশ উপভোগ করত ৷

বেঙ্গালুরু, 5 জুন : রাতে খাবার দিতে যাওয়ার সময় মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ যুবকের ৷ ঘটনাটি ঘটে 31 মে রাতে কোরামঙ্গলা অঞ্চলে ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অরুণ কুমার আর তার ভাই বেঙ্গালুরুর এক খাবার ডেলিভারি সংস্থার প্রধান কার্যালয়ের কর্মী ৷ লকডাউনে ডেলিভারির অর্ডারের সংখ্য়া বাড়ায় অরুণের ভাই সকালে আর অরুণ নিজে রাতে খাবার ডেলিভারি করত ৷ ওই দিন রাতেও খাবার দিতে যাওয়ার সময় উত্তর ভারতীয় এক মহিলাকে পেছন থেকে অশ্লীলভাবে স্পর্শ করে সে ৷ আতঙ্কিত মহিলা সঙ্গে সঙ্গে পুলিশে কন্ট্রোল রুমে খবর দেন আর অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরাল টুইটার

মাদিওয়ালা এসিপি সুধীর হেজের নির্দেশে পুলিশের একটি দল 40 টি সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিরুনি তল্লাশি চালায়, 80টি বাইকের বিষয়ে অনুসন্ধান করে ৷ তাতে ধরা পড়ে যে অভিযুক্ত অরুণ গিয়ার ছাড়া স্কুটার ব্যবহার করছিল ৷ আর ওই খাবার ডেলিভারি করা সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে 80টি বাইক সারা শহরে ঘুরে খাবার দিয়ে আসছে ৷

খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে যে, বাইকটি আসলে অরুণের দাদার ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে এই কাজ অরুণ করেছে ৷ ভিডিয়ো ফুটেজের ভিত্তিতে আর সংগৃহীত প্রমাণের উপর নির্ভর করে 48 ঘণ্টার মধ্যে অরুণকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পরে জানা যায়, অরুণ গত এক মাসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আরও 3-4 জনের সঙ্গে ৷ অরুণ নিজেও স্বীকার করেছে এ ভাবে কোনও মেয়ের শ্লীলতাহানি সে বেশ উপভোগ করত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.