ETV Bharat / bharat

Maharashtra Paper Leak Case: মহারাষ্ট্রে দ্বাদশের অংক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার 5 - Maths Paper Leak Case

মহারাষ্ট্রে গত 3 মার্চ দ্বাদশের অংকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল (Maharashtra Paper Leak Case) ৷ সেই ঘটনায় শনিবার রাতে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে দু’জন স্কুল শিক্ষক বলে খবর ৷

Maharashtra Paper Leak Case ETV BHARAT
Maharashtra Paper Leak Case ETV BHARAT
author img

By

Published : Mar 5, 2023, 8:22 PM IST

বুলধানা(মহারাষ্ট্র), 5 মার্চ: গত শুক্রবার অর্থাৎ, 3 মার্চ পরীক্ষার 30 মিনিট মহারাষ্ট্রের দ্বাদশ শ্রেণির অংকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় (12th Maths Paper Leak Case in Maharashtra) ৷ সেই ঘটনায় বুলধানা জেলার পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে ধৃতদের মধ্যে 2 জন একটি বেসরকারি স্কুলের শিক্ষক ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে তিনজন বুলধানা জেলার সিন্দখেদ রাজা তালুকের ভান্ডারি গ্রামের বাসিন্দা ৷ আর ধৃত 2 শিক্ষকের বাড়ি যথাক্রমে সিন্দখেদ রাজা তালুকের শেনদুরজান গ্রাম ও নিকটবর্তী লোনার তালুকের কিংগাঁও জাট্টু গ্রামে ৷

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, দ্বাদশের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে ৷ এই ঘটনায় মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়, বোর্ড এবং অন্যান্য নির্দিষ্ট পরীক্ষা আইন 1982 অনুযায়ী, ধারা 5 এবং 6 এর অধীনে মামলা রুজু করা হয় ৷ সিন্দখেদ রাজা পঞ্চায়েত সমিতির শিক্ষা বিভাগের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ এর তদন্ত শুরু করে ৷ পাশাপাশি, মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত করছে ৷

তবে, 3 মার্চের অংক পরীক্ষা বাতিল করা হবে না বলে জানিয়েছে মহারাষ্ট্র শিক্ষা দফতর ৷ কারণ হিসেবে বলা হয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ায়, তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি ৷ ফলে কোনও পরীক্ষার্থী অসাধু উপায় নিলেও, তা কার্যকর করতে পারেনি ৷ যে এলাকায় প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে ছিল, সেখানে পরীক্ষার্থীদের সকাল সাড়ে 10টার সময় পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ আর তার পরে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে ৷ ফলে তা কোনও পরীক্ষার্থী পর্যন্ত পৌঁছয়নি ৷

Maharashtra Paper Leak Case ETV BHARAT
ফাঁস হওয়া উচ্চমাধ্যমিকের অংকের প্রশ্নপত্রের ছবি

আরও পড়ুন: চারবছর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাস্কর ! প্রশ্ন ফাঁসে সামনে এল নয়া তথ্য

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে মহারাষ্ট্র বিধানসভায় ৷ যখন বিরোধী দলনেতা অজিত পাওয়ার বিধানসভার অধিবেশনে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি অধ্যক্ষকে দেখান ৷ এরপরেই একনাথ শিণ্ডের এনডিএ জোট সরকারকে নিশানা করে বিরোধীরা ৷ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারির দাবি জানানো হয় ৷ এরপর অধ্যক্ষের নির্দেশে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পুরো বিষয়ে তদন্তের আশ্বাস দেন ৷ শিক্ষা দফতরও এই ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করেছে ৷

বুলধানা(মহারাষ্ট্র), 5 মার্চ: গত শুক্রবার অর্থাৎ, 3 মার্চ পরীক্ষার 30 মিনিট মহারাষ্ট্রের দ্বাদশ শ্রেণির অংকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় (12th Maths Paper Leak Case in Maharashtra) ৷ সেই ঘটনায় বুলধানা জেলার পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে ধৃতদের মধ্যে 2 জন একটি বেসরকারি স্কুলের শিক্ষক ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে তিনজন বুলধানা জেলার সিন্দখেদ রাজা তালুকের ভান্ডারি গ্রামের বাসিন্দা ৷ আর ধৃত 2 শিক্ষকের বাড়ি যথাক্রমে সিন্দখেদ রাজা তালুকের শেনদুরজান গ্রাম ও নিকটবর্তী লোনার তালুকের কিংগাঁও জাট্টু গ্রামে ৷

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, দ্বাদশের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে ৷ এই ঘটনায় মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়, বোর্ড এবং অন্যান্য নির্দিষ্ট পরীক্ষা আইন 1982 অনুযায়ী, ধারা 5 এবং 6 এর অধীনে মামলা রুজু করা হয় ৷ সিন্দখেদ রাজা পঞ্চায়েত সমিতির শিক্ষা বিভাগের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ এর তদন্ত শুরু করে ৷ পাশাপাশি, মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত করছে ৷

তবে, 3 মার্চের অংক পরীক্ষা বাতিল করা হবে না বলে জানিয়েছে মহারাষ্ট্র শিক্ষা দফতর ৷ কারণ হিসেবে বলা হয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ায়, তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি ৷ ফলে কোনও পরীক্ষার্থী অসাধু উপায় নিলেও, তা কার্যকর করতে পারেনি ৷ যে এলাকায় প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে ছিল, সেখানে পরীক্ষার্থীদের সকাল সাড়ে 10টার সময় পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ আর তার পরে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে ৷ ফলে তা কোনও পরীক্ষার্থী পর্যন্ত পৌঁছয়নি ৷

Maharashtra Paper Leak Case ETV BHARAT
ফাঁস হওয়া উচ্চমাধ্যমিকের অংকের প্রশ্নপত্রের ছবি

আরও পড়ুন: চারবছর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাস্কর ! প্রশ্ন ফাঁসে সামনে এল নয়া তথ্য

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে মহারাষ্ট্র বিধানসভায় ৷ যখন বিরোধী দলনেতা অজিত পাওয়ার বিধানসভার অধিবেশনে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি অধ্যক্ষকে দেখান ৷ এরপরেই একনাথ শিণ্ডের এনডিএ জোট সরকারকে নিশানা করে বিরোধীরা ৷ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারির দাবি জানানো হয় ৷ এরপর অধ্যক্ষের নির্দেশে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পুরো বিষয়ে তদন্তের আশ্বাস দেন ৷ শিক্ষা দফতরও এই ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.