দ্বারভাঙা, 25 ডিসেম্বর: বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি ৷ আর তাতেই বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ে ব্লেড নিয়ে আক্রমণ প্রথম শ্রেণির এক পড়ুয়ার ৷ গুরুতর আহত অবস্থায় জখম পড়ুয়াকে ভরতি করতে হল হাসপাতালে ৷ শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা জেলার বহেরি থানা এলাকার একটি স্কুলে ৷ জানা গিয়েছে প্রথম শ্রেণির এই দুই ছাত্রের মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকত ৷ সেই ঝগড়াই এদিন চরমে ওঠে ৷ যার পরিণাম ভয়ঙ্কর ৷
দুই ছাত্রের বয়স মাত্র 6 ৷ তাদের এই বিবাদের সঠিক কারণ অবশ্য সামনে আসেনি ৷ তবে জানা গিয়েছে, খুব সামান্য বিষয় নিয়ে ক্লাসে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ তারপর সেই নিয়েই শুরু হয়ে যায় মারামারি ৷ উত্তেজিত হয়ে বন্ধুর ঘাড়ে ব্লেড চালিয়ে দেয় ওই প্রথম শ্রেণির পড়ুয়া ৷
রক্তাক্ত অবস্থায় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় গুরুতর আহত ছাত্রটিকে ৷ কিন্তু চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি ৷ প্রাথমিক চিকিৎসার পর ভালো চিকিৎসার জন্য় তাকে বড় হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ ছাত্রটিকে ভর্তি করা হয় দ্বারভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত ছাত্রটির মা ৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, "কিছু বাচ্চা এসে আমায় ঘটনাটি জানায় । কি কারণে ওদের মধ্যে মারামারি হয়েছে তা জানিনা । আপাতত হাসপাতালে চিকিৎসার পর ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি ।" এ প্রসঙ্গে বহেরি থানার ইনচার্জ বরুণ গোস্বামীর সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, "ঘটনা নিয়ে কোনও তথ্য পাইনি ৷ এই নিয়ে যদি কোনও অভিযোগ সামনে আসে তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷"
আরও পড়়ুন: