ETV Bharat / bharat

First Arab Woman Astronaut: মহাকাশের পথে প্রথম আরব মহিলা নভোচারী রায়ানা বার্নাবি

author img

By

Published : May 21, 2023, 8:01 PM IST

প্রথম আরব মুসলিম মহিলা মহাকাশচারী হিসাবে নিজের নাম লেখাতে চলেছেন রায়ানা বার্নাবি ৷ সৌদি আরবের প্রথম মহাকাশ মিশনে যাচ্ছেন তিনি ৷ সঙ্গে রয়েছেন পাইলট আলি আল-কারনি ৷

Rayyanah Barnawi
প্রথম আরব মুসলিম মহিলা মহাকাশচারী

দুবাই, 21 মে: ইতিহাস তৈরি করে মহাকাশে পাড়ি দিচ্ছেন প্রথম আরব মহিলা নভোচারী রায়ানা বার্নাবি ৷ রবিবার অর্থাৎ 21 মে সৌদি আরবের প্রথম মহাকাশ মিশন উৎক্ষেপিত হবে ৷ সেই মিশনের অংশ রায়ানা বার্নাবি ৷ তাঁর সঙ্গে থাকছেন আলি আল-কারনি ৷ সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, দুই মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাত্রা করতে চলেছেন । সৌদি মহাকাশ মিশন কিংডমের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে ধরা হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে সেটি । নাসা স্পেস অপারেশনস এই মাসের শুরুতে বলেছিল যে বিলম্বের পরে 21 মে এই মিশনটি চালু হবে ।

মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটিতে 14টি অগ্রগামী বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে ৷ যা বিজ্ঞানী এবং গবেষকদের আরও মহাকাশ অন্বেষণের জন্য, মানুষের জন্য ও উপযুক্ত পরিস্থিতি প্রদানের জন্য নতুন উপায় তৈরি করতে সাহায্য করবে ৷ এমনটাই এসপিএ রিপোর্টে জানিয়েছে । মহাকাশচারীরা লাইভ ফিডের মাধ্যমে 12 হাজার সৌদি শিক্ষার্থীর সঙ্গে তিনটি শিক্ষামূলক ও সচেতনতামূলক পরীক্ষা পরিচালনা করবেন । এর ফলাফলগুলি শুধুমাত্র মহাকাশ অনুসন্ধানে কিংডমের বৈশ্বিক অবস্থানকে অগ্রসর করবে না, সৌদি গবেষণা কেন্দ্রগুলিকে সাহায্য করবে এবং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে বৈজ্ঞানিক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে ।

একবার মিশনটি সম্পন্ন হলে সেটি কিংডমকে এমন কয়েকটি দেশের মধ্যে স্থান দেবে, যাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে দু'জন মহাকাশচারী থাকবে । কিংডমের মহাকাশচারীদের অনুষ্ঠানটি 2022 সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল এসপিএ অনুসারে, এই মিশন মহাকাশ গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য সৌদি আরবের ভিশন 2030 লক্ষ্যের আওতায় পড়ে । অনুষ্ঠানটির মূল লক্ষ্য, উন্নত মানের শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি, বৈজ্ঞানিক পরীক্ষায় অংশগ্রহণ, আন্তর্জাতিক গবেষণা এবং ভবিষ্যতের মহাকাশ-সম্পর্কিত মিশনের মাধ্যমে মহাকাশের জন্য ভবিষ্যতের মহাকাশচারী এবং প্রকৌশলীদের প্রস্তুত করা ।

আরও পড়ুন: লুনার মিশনের জন্য এক মহিলা ও এক কৃষ্ণাঙ্গ সহ চার মহাকাশচারীর নাম ঘোষণা নাসার

দুবাই, 21 মে: ইতিহাস তৈরি করে মহাকাশে পাড়ি দিচ্ছেন প্রথম আরব মহিলা নভোচারী রায়ানা বার্নাবি ৷ রবিবার অর্থাৎ 21 মে সৌদি আরবের প্রথম মহাকাশ মিশন উৎক্ষেপিত হবে ৷ সেই মিশনের অংশ রায়ানা বার্নাবি ৷ তাঁর সঙ্গে থাকছেন আলি আল-কারনি ৷ সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, দুই মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাত্রা করতে চলেছেন । সৌদি মহাকাশ মিশন কিংডমের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে ধরা হচ্ছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হবে সেটি । নাসা স্পেস অপারেশনস এই মাসের শুরুতে বলেছিল যে বিলম্বের পরে 21 মে এই মিশনটি চালু হবে ।

মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটিতে 14টি অগ্রগামী বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে ৷ যা বিজ্ঞানী এবং গবেষকদের আরও মহাকাশ অন্বেষণের জন্য, মানুষের জন্য ও উপযুক্ত পরিস্থিতি প্রদানের জন্য নতুন উপায় তৈরি করতে সাহায্য করবে ৷ এমনটাই এসপিএ রিপোর্টে জানিয়েছে । মহাকাশচারীরা লাইভ ফিডের মাধ্যমে 12 হাজার সৌদি শিক্ষার্থীর সঙ্গে তিনটি শিক্ষামূলক ও সচেতনতামূলক পরীক্ষা পরিচালনা করবেন । এর ফলাফলগুলি শুধুমাত্র মহাকাশ অনুসন্ধানে কিংডমের বৈশ্বিক অবস্থানকে অগ্রসর করবে না, সৌদি গবেষণা কেন্দ্রগুলিকে সাহায্য করবে এবং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে বৈজ্ঞানিক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে ।

একবার মিশনটি সম্পন্ন হলে সেটি কিংডমকে এমন কয়েকটি দেশের মধ্যে স্থান দেবে, যাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে দু'জন মহাকাশচারী থাকবে । কিংডমের মহাকাশচারীদের অনুষ্ঠানটি 2022 সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল এসপিএ অনুসারে, এই মিশন মহাকাশ গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য সৌদি আরবের ভিশন 2030 লক্ষ্যের আওতায় পড়ে । অনুষ্ঠানটির মূল লক্ষ্য, উন্নত মানের শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি, বৈজ্ঞানিক পরীক্ষায় অংশগ্রহণ, আন্তর্জাতিক গবেষণা এবং ভবিষ্যতের মহাকাশ-সম্পর্কিত মিশনের মাধ্যমে মহাকাশের জন্য ভবিষ্যতের মহাকাশচারী এবং প্রকৌশলীদের প্রস্তুত করা ।

আরও পড়ুন: লুনার মিশনের জন্য এক মহিলা ও এক কৃষ্ণাঙ্গ সহ চার মহাকাশচারীর নাম ঘোষণা নাসার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.