চিতোরগড়(রাজস্থান), 30 এপ্রিল: কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের হল । মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে রাবণ বলায় রাজস্থানের চিতোরগড়ে শনিবার এই অভিযোগটি দায়ের হয়। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দু'দিন আগে একটি জনসমাবেশ থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে 'রাবণ' বলে আক্রমণ করেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দায়ের হয়েছে অভিযোগ ৷ পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে । কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক সুরেন্দ্র সিং জাদাওয়াতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার চিতোরগড়ে বিজেপির 'জন আক্রোশ' সমাবেশে গজেন্দ্র সিং শেখাওয়াত অশোক গেহলটকে 'রাজস্থানের রাজনীতির রাবণ' হিসাবে বর্ণনা করেছিলেন ৷ সেখানকার জনগণকে রাজস্থানে রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য সংকল্প করতে বলেছিলেন তিনি । এই প্রসঙ্গে সুরেন্দ্র সিং জাদাওয়াত বলেন, "এমন অবমাননাকর ভাষা ব্যবহার করার জন্য আমি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে । মুখ্যমন্ত্রী গেহলত একজন গান্ধীবাদী নেতা । তিনবার রাজ্যের দায়িত্ব নিয়েছেন । এমন পরিস্থিতিতে করা এই মন্তব্যে হাজার হাজার কংগ্রেস কর্মী মানসিকভাবে আঘাত হয়েছেন।"
এফআইআরে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার উল্লেখ করা হয়েছে । এফআইআর অনুসারে, বিজেপি 27 এপ্রিল একটি জনসভার আয়োজন করেছিল ৷ যেখানে সুরেন্দ্র সিং শেখাওয়াত প্রধান বক্তা ছিলেন ৷ তিনি সেখানে 'উস্কানিমূলক' বক্তব্য দেন । এমনকী তিনি মুখ্যমন্ত্রী অশোক গেহলট সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিদ্বেষ ছড়ান বলেও অভিযোগ করা হয়েছে । এফআইআরে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রীকে 'রাজনীতির রাবণ' বলে সম্বোধন করে তাঁর খ্যাতি নষ্ট করার চেষ্টা করেছেন । তাছাড়া মুখ্যমন্ত্রীর পক্ষে এই মন্তব্য অপমানজনক।
আরও পড়ুন: কোটি কোটি ভারতীয়ের মনের কথাই 'মন কি বাত', 100তম এপিসোডে বললেন মোদি