ভদোহী, 21 নভেম্বর: কৃষি আইন প্রত্যাহারের (Farm Law Repeal) কথা ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । কিন্তু তাঁর দলের নেতা-মন্ত্রীদের গলাতেই অন্য সুর । তাঁদের দাবি, প্রয়োজনে ফের ফিরিয়ে আনা হবে বিতর্কিত তিনটি কৃষি আইন ।
শনিবার উত্তরপ্রদেশের উন্নাওয়ে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ । তিনি বলেন, ‘‘পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ স্লোগান তুলছিলেন যাঁরা, কৃষি আইন প্রত্যাহার করে তাঁদের ধাক্কা দিয়েছেন মোদি । বিল তো ফের আনা যেতেই পারে ।’’
আরও পড়ুন: Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর
-
#WATCH | Bhadohi: Rajasthan Gov Kalraj Mishra says,"Govt tried to explain to farmers the pros of #FarmLaws. But they were adamant about repeal.Govt felt that it should be taken back&formed again later if needed but right now they should repeal as farmers are demanding..." (20.11) pic.twitter.com/3wHjXYaf2q
— ANI UP (@ANINewsUP) November 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Bhadohi: Rajasthan Gov Kalraj Mishra says,"Govt tried to explain to farmers the pros of #FarmLaws. But they were adamant about repeal.Govt felt that it should be taken back&formed again later if needed but right now they should repeal as farmers are demanding..." (20.11) pic.twitter.com/3wHjXYaf2q
— ANI UP (@ANINewsUP) November 21, 2021#WATCH | Bhadohi: Rajasthan Gov Kalraj Mishra says,"Govt tried to explain to farmers the pros of #FarmLaws. But they were adamant about repeal.Govt felt that it should be taken back&formed again later if needed but right now they should repeal as farmers are demanding..." (20.11) pic.twitter.com/3wHjXYaf2q
— ANI UP (@ANINewsUP) November 21, 2021
সাংবিধানিক পদে অধিষ্ঠিত, রাজস্থানের রাজ্যেপাল কলরাজ মিশ্রের (Kalraj Mishra) গলাতেও একই সুর ধরা পড়ে । তিনি বলেন, ‘‘কৃষকদের আইনের কার্যকারিতা বোঝানোর চেষ্টা করেছিল সরকার । কিন্তু প্রত্যাহারের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা । আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । তাতেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রয়োজনে পরে ফের আইন ফিরিয়ে আনা যাবে ।’’
শুধু সাক্ষী মহারাজ, কলরাজ মিশ্র নন, পরিস্থিতি থিতিয়ে এলে কৃষি আইন ফেরানোর সম্ভাবনা উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বাংলায় দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। কৃষি আইনের পক্ষে তাঁর বক্তব্য, ‘‘কৃষকদের শোষণ থেকে মুক্তি দিতেই আইন এনেছিল সরকার । নিশ্চয়ই কৃষকরা তা বুঝবেন । তখন ফের কৃষি আইন ফিরিয়ে আনা হবে । দেশ যখন জাগবে, ফের আইন আনা হবে ৷’’
আরও পড়ুন: Independence Special : জেনারেল ডায়ারকে নিকেশ করে ব্রিটিশদের ঘুম কেড়েছিলেন উধম সিং