নন্দুরবার (মহারাষ্ট্র), 23 ডিসেম্বর: দেশের অন্যতম বড় ঘোড়া বিক্রির বাজার নন্দুরবার জেলার সারাংখেদা ৷ এই বাজারে প্রায় তিন হাজার ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন মালিকরা । সম্প্রতি এই বাজারে এসেছে 'রাধা' নামের একটি ঘোড়া ৷ উত্তরপ্রদেশের বারেলি থেকে ওই ঘোড়াটিকে নিয়ে এসেছে তার মালিক ৷ সেটির দাম ধার্য হয়েছে 1 কোটি টাকা। তার সৌন্দর্য থেকে শুরু করে চালচলনে সকলেই আকর্ষিত হয়েছেন ৷ বহুমূল্য এই ঘোড়ার খবর প্রকাশ্যে আসতেই কৌতূহলী জনতা ঘোড়াটিকে এক ঝলক দেখার জন্য ভিড় করছেন বাজারে ৷
'রাধা'র উচ্চতা প্রায় 72 ইঞ্চি (ছয় ফুট)। ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৷ এই রাধা যেখানেই গিয়েছে তার মালিকের জন্য পুরস্কার এনছে । ঘোড়া মালিক নাজিম বলেন, "এটিই দেশের সবচেয়ে লম্বা ঘোড়া । ঘোড়াটি সাদা রঙের মারোয়ার জাতিভুক্ত ৷ খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। তাকে ভুট্টা, সরিষার তেল, বাদাম ও প্রতিদিন 7 লিটার দুধ দেওয়া হয় । এই ঘোড়ার পরিচর্যার জন্য তিন জনকে মোতায়েন করা হয়েছে । একটি ঘোড়ার দাম তার উচ্চতা এবং তার সৌন্দর্য, তার বংশের উপর নির্ভর করে। নাজিম আরও বলেন, "এই ঘোড়ার দাম এক কোটি টাকা । এখনও পর্যন্ত 70 লাখ টাকার দাম পেয়েছি ৷ কিন্তু ঘোড়াটি বিক্রি করতে চাই না ৷ কারণ এটি একটি উন্নত প্রজাতির ঘোড়া ৷ প্রজননের জন্য ব্যবহার করি ৷"
এ বছর সারাংখেদা বাজার কমিটির চেয়ারম্যান জয়পাল সিং রাওয়াল জানিয়েছেন, মোট 4 রাজ্য থেকে ঘোড়া আসছে। ইতিমধ্যেই অনেক দামি ঘোড়া আসতে শুরু করেছে। সারাংখেদা ঘোড়ার জন্য বিখ্যাত হওয়ায় সারা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসেন । প্রথম দিনেই এসেছে বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার ঘোড়া।
আরও পড়ুন: