ভুবনেশ্বর, 3 নভেম্বর: ইটিভি ভারতের এক মহিলা সাংবাদিককে চড় মারার ও হেনস্থা করার অভিযোগ উঠল সঞ্জয় নায়েক ওরফে টুটু নায়েকের বিরুদ্ধে ৷ অভিযোগ, শুক্রবার একটি অনুষ্ঠানের খবর করতে ভুবনেশ্বরের একটি থিয়েটারে যান ওই সাংবাদিক, তখন তাঁর সঙ্গে ওই ঘটনা ঘটে ৷ নিগৃহীত সাংবাদিকেক নাম দেবস্মিতা রাউত ৷ তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷
দেবস্মিতা রাউতের অভিযোগ, সিনেমা প্রযোজক সঞ্জয় নায়েক কোনও কারণ ছাড়াও তাঁকে চড় মারেন ও হেনস্থা করেন ৷ ঘটনাটি এতই আকস্মিক ছিল যে দেবস্মিতার হাত থেকে তাঁর মোবাইলও মাটিতে পড়ে যায় ৷ দেবস্মিতার কথায়, "যখন আমি ফোনটি তুলতে যাই তখন তিনি আবার পিছন থেকে আমায় আঘাত করেন ৷ আমি জানি না উনি কেন এরকম করলেন ৷"
আরও পড়ুন: 'ভালো থেকো', প্রথম ছবির পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে কলকাতায় বিদ্যা
এই ঘটনার পর ক্ষমা না চেয়ে উলটে হাসতে হাসতে সেখান থেকে চলে যান বলেও অভিযোগ দেবস্মিতা রাউতের ৷ এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখথা হচ্ছে ৷ তবে এই প্রথম নয়, এর আগেও বিতরকে জড়িয়েছেন সঞ্জয় নায়েক নামে ওই প্রযোজক ৷ অভিনেতা মনোজ মিশ্রর উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়েও সম্প্রতি বিতর্কে নাম জড়ায় এই প্রযোজকের ৷