মেষ: আজ আপনার ভাগ্য সহায় থাকবে না । প্রিয়তমের সঙ্গে শান্তি বজায় রাখতে রাগ নিয়ন্ত্রণে রাখুন । শান্ত ও চাপমুক্ত থাকতে গান শুনুন । সঙ্গীকে আপনার ভাবনা চিন্তার কথা জানান । আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য শুভ । বাড়তি উপার্জনের চেষ্টা করলেও সফল হবেন । বড় প্রকল্প শুরু করার জন্য আজ দিনটি আদর্শ ৷
বৃষ: আজ শরীর খুব একটা ভালো যাবে না। আপনি শরীরের যত্ন নিতে চাইলেও খুব একটা লাভ হবে না ৷ অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো ৷ মানসিক চাপ মুক্ত থাকুন ৷ সম্পর্ককে আজ সতর্কতার সঙ্গে সামলান। আজ দিনটি আপনার জন্য খুবই চাপ যুক্ত । তবে সমস্যার সমাধান করতে আপনার বেশি সময় লাগতে পারে।
মিথুন: আজ আপনার উপর অনেক নতুন দায়িত্ব আসবে ৷ যেকোনও লেনদেনে আজ মুনাফা হবে । স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সঙ্গীর বাসনা ও প্রত্যাশার দিকে মন দিতে চাইবেন। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার মূলমন্ত্র হলো সমঝোতা । আপনি সঙ্গীকে বুঝতে পারলে সবকিছু মসৃণভাবে এগোবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে চাইলে বেগ পেতে হবে ৷ যদিও দিনের শেষে তা করতে আপনি সফল হবেন।
কর্কট: মতপার্থক্য এড়াতে আপনাকে বেশ কিছু বিষয়ে সমঝোতা করতে হবে । সংক্ষেপে বলতে গেলে, আজ খুব সাবধানে থাকতে হবে। মধুর সম্পর্ক বজায় রাখার জন্য রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করুন ৷ আপনার ইতিবাচক মনোভাবের কারণে বাধা পেরিয়ে সম্পর্ক মজবুত হবে ৷ আজকে আপনি ব্যাঙ্ক থেকে কিছু পূর্ব-অনুমোদিত ঋণের প্রস্তাব পেতে পারেন ৷ প্রয়োজন অনুযায়ী ঋণ নিন ৷
সিংহ: সম্পর্ক সামলানোর জন্য প্রয়োজনীয় কৌশল অবলম্বন করুন । মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য শক্তি ও সময় ব্যয় করতে পারেন ৷ আজ সন্ধ্যায় প্রিয়তমের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন ৷ উদ্বেগজনক আর্থিক পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞের মতামত প্রয়োজন ৷ কোনও সমস্যার সমাধান খুঁজতে ইন্টারনেটের ব্যবহার জরুরি ৷ আপনাকে সঠিক সময়ে সুযোগের সদব্যবহার করতে হবে ৷
কন্যা: যদি মানবিকতার জন্য সকলের কাছে আপনি প্রিয় । আজ মূল্যবোধ ও বাস্তববাদিতার সংমিশ্রনে একটি মিশ্র দিন। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য কৌশল তৈরি করুন। বিষটির মূল চিত্র দেখুন। হোমথিয়েটার বা বড় টিভি কেনার জন্য আজ ভালো দিন ৷ কেননা আপনি বাড়িতে পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন ৷ পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে ৷
তুলা: চাকরিপ্রার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন ৷ পরিশ্রম করলে তবেই সাফল্য আসবে ৷ নিলামে ডাক দেওয়া বা সিলবন্ধ টেন্ডার জমা আজ না দেওয়াই ভালো ৷ কোনও শুভ দিন দেখে এইগুলি জমা দিন ৷ ভালোবাসার মানুষের সঙ্গে বিতর্কের সম্ভাবনা আছে ৷ যা আপনার সম্পর্ককে চাপের মধ্যে রাখবে।
বৃশ্চিক: আজ আপনি একঘেয়ে রোজকার কাজ থেকে একটু ছুটি নিয়ে রান্না বা বাগান করার মতো সৃজনশীল কাজে হাত দেবেন ৷ আপনি শুধু পরিশ্রম নয় বুদ্ধি দিয়ে কাজ করতে চাইবেন । আজ সবকিছুতেই মুনাপা অর্জন করতে চাইবেন ৷ কাজেই আপনি জীবনকে একটু অন্যভাবে দেখবেন। আপনি ইতিবাচক ফল পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠবেন। অফিসে কোনওরকম বাধা ছাড়াই কাজ সম্পন্ন হবে।
ধনু: রোম্যান্স ও পারিবারিক জীবন সমৃদ্ধ হয়ে উঠবে আজ। আপনার প্রিয়তমের সঙ্গে আপনি হয়ত নতুন যাত্রা শুরু করবেন। বুঝে শুনে ব্যয় করলে আপনার ভালো হবে ৷ আবেগতাড়িত হয়ে না ভেবেচিন্তে খরচ করলে আপনার কষ্টার্জিত সঞ্চয় শেষ হয়ে যাবে। অফিসে জমে থাকা কাজ শেষ করুন । শুরুর দিকে দিনটি চ্যালেঞ্জিং মনে হলেও, আপনার প্রবল আত্মবিশ্বাসের সাহায্যে আপনি সেই ছবি পালটে দিতে সফল হবেন।
মকর: আজ দিনটি আপনার জন্য খুবই সন্তোষজনক হবে। যোগাসনের সাহায্যে আপনার জীবনসঙ্গীর আবেগ নিয়ন্ত্রণে থাকবে ৷ যার ফলে মজবুত সম্পর্কের রাস্তা প্রশস্ত হবে। আজ বিশেষ কোনও ব্যক্তিকে মুগ্ধ করার জন্য খরচ করতে হতে পারে ৷ কাজেই আপনার পকেট বেশ অনেকটাই খালি হয়ে যাবে। পেশার ক্ষেত্রে আপনি ব্যবহারিক ও দার্শনিক ভাবনাচিন্তাকে একসঙ্গে নিয়েই চলতে পারবেন। আজ ভেবে চিন্তে কাজ করা ভালো ৷
কুম্ভ: প্রিয়তমের সঙ্গে গাড়িতে করে দূরে ঘুরতে যাওয়া আপনাদের প্রেমের সম্পর্ককে নতুন জীবন দেবে। মানসিক সমর্থন আপনাদের কাছাকাছি নিয়ে আসবে। আপনি কাজ করার থেকে ভাবনাচিন্তা করে বেশি সময় ও শক্তি ব্যয় করবেন ৷ আয়ের বিকল্প উপায় পেয়ে যাবেন ৷ যা আর্থিক ভবিষ্যৎ আরও সুনিশ্চিত করবে । কাজের ক্ষেত্রে, আপনার কঠোর পরিশ্রমের ফল লাভ করার জন্য আজ আদর্শ দিন।
মীন: আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গির ফলে আপনার প্রিয়তমের সঙ্গে সংঘাত হতে পারে ৷ মতপার্থক্য দেখা দিতে পারে । যাই হোক পরিবারের সদস্যদের সাহায্যে সমস্যাগুলির সমাধান করে ফেলার এটিই আদর্শ সময় । নক্ষত্রেরা এই ইঙ্গিত দেয় যে আপনার সংস্থানগুলিকে শুধুমাত্র ফলদায়ক কার্যকলাপে কাজে লাগালে অসাধারণ লাভ পাওয়া যাবে। কর্মক্ষেত্রে দীর্ঘ মেয়াদী লক্ষ্যের দিকে মনোনিবেশের পাশাপাশি ও বাস্তববাদী রাস্তা অনুসরণ করলে ভালো কাজ হতে পারে। প্রবল কর্মব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনার অনেক সময় ব্যয় হতে পারে।