ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 19th June: আর্থিক পরিস্থিতি অনিশ্চিত মিথুনের, কর্মক্ষেত্র শুভ সিংহের; বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে - মেষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Jun 19, 2023, 12:00 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আপনার প্রেম জীবন সমস্যা মুক্ত থাকবে ৷ স্বাভাবিক জীবনযাপন হয়ত আপনার একঘেয়ে লাগবে । অর্থাগম ঘটবে না কিন্তু আপনার মাথায় আরও বেশি অর্থ উপার্জনের চিন্তা ঘুরবে ৷ কাজেই আপনি বিশাল কিছু পরিকল্পনা করতে পারেন । বিভ্রান্তি এড়াতে চাইলে চিন্তাগুলিকে সুসংগঠিত করুন । সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে । আজ নক্ষত্রের শক্তি আপনাকে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনি উপকারী স্বভাবের হলেও আপনার আত্মকেন্দ্রিক পন্থা হয়ত আপনার ভালোবাসার ব্যক্তিটির পছন্দ হবে না । সম্পর্কের ক্ষেত্রে আপনাকে উদারমনা হতে হবে । আপনার জীবনসঙ্গীর প্রয়োজনগুলি আপনাকে বুঝতে হবে । আপনার স্বচ্ছন্দ স্বভাব সম্পর্ককে মসৃণ রাখবে । আপনি নিরাপত্তা পাওয়ার চেষ্টা করবেন । এর ফলে আর্থিক অনেক সুযোগ আপনি হারাবেন । সময় ঠিক করে সামলানো খুবই গুরুত্বপূর্ণ হবে । নমনীয় থাকার চেষ্টা করুন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনি সম্ভবত আপনার আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত থাকবেন । আরও উপার্জনের জন্য কী করতে হবে তা আপনি ঠিক করতে পারবেন না । অর্থ সঞ্চয়ের উপায় নিয়েও আপনি বিভ্রান্ত থাকবেন । সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি সবকিছু গুলিয়ে ফেলতে পারেন । যদিও কোনও গুরুতর সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না । আপনার হাতে যদিও অনেক কাজ থাকবে, তথ্য বিশ্লেষণ ও সংগ্রহের কাজে আপনি এগিয়ে থাকবেন । আপনি কাজের গতি শেষ অবধি বাড়াতে পারবেন ও আপনার কর্মক্ষমতা ভালো ফল এনে দেবে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: প্রেমের ক্ষেত্রে অমায়িক হন ও মানিয়ে নিতে শিখুন । প্রিয়তমের সঙ্গে সাবলীল কথোপকথন আপনাকে আরও খুশি করে তুলবে । আপনি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন । ভুলভাল জিনিসের জন্য আপনাকে অনেক অর্থ খরচ করতে হতে পারে । ভালো রোজগারের থেকে টাকা খরচের সম্ভাবনা বেশি । হাস্যকর ব্যাপার এই যে খরচ করে আপনার ভালো লাগবে । মিটিং রুমে আপনি অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন । আপনি সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য আপনি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চাইবেন । আবেগঘণ পুনর্মিলনের প্রতিশ্রুতি সর্বক্ষণই আপনার মনের গোপন কোণে ঘুরে বেড়াবে । আপনার হৃদয়ের আগুণে আপনার সঙ্গীর মনও প্রজ্জ্বলিত হয়ে উঠবে । আপনার এত লাভ হবে যে তা আপনি কর গুনে শেষ করতে পারবেন না । আপনার ভালো স্বভাবের জন্য সহকর্মীরাও আপনার প্রশংসা করবে । লোকের ওপর কর্তৃত্ব ফলাবেন না । লোকজন আপনার ওপর ভরসা করবে না ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: চাকরির জায়গায় অনেক কিছু হওয়ার ফলে আপনাকে হয়ত প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ বাতিল করতে হবে । চিন্তা করবেন না, প্রেমে ধৈর্য একটি বড় ব্যাপার । পেশাদারী বৃত্তের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক ও যোগাযোগ থাকলে তা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে । ব্যবসায়িক উদ্যোগে কাজ করা ও তার আর্থিক দিকটি প্রস্তুত করার জন্যও এটি ভালো সময় । অফিসে আপনার অসাধারণ সময় কাটবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: প্রেম জীবনে বেশি স্পর্শকাতর না হওয়া ভালো । মনে রাখবেন, কোন কিছুই অতিরিক্ত পরিমাণে ভালো নয়, এমনকী তা যদি ভাবপ্রবণতা হয়, তাও না! আজ আপনি অতিরিক্ত খরচ করবেন না ৷ কিন্তু খুব বেশি রোজগারও করবেন না । আপনি সামঞ্জস্যে বিশ্বাস করেন এবং হিসাব-নিকাশের খাতায় সামঞ্জস্য আছে দেখে আপনি স্বস্তি পাবেন । আজ অসাধারণ সফটওয়্যার বানানোর সঠিক মানসিকতা আপনার থাকবে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি হয়ত আপনার প্রিয় মানুষের থেকে দূরে থাকবেন ও তার আকাঙ্ক্ষা সঠিকভাবে বোঝার জন্য ভিডিও চ্যাট করতে চাইবেন । আপনি এতই চনমনে মেজাজে থাকবেন যে মুখে হাসি নিয়ে ভালোবাসার মানুষের মন জয় করে নিতে চাইবেন । বিনিয়োগের দিক থেকে দিনটি ভালো নয় ৷ কাজেই নতুন কিছু শুরু করার চেষ্টা করবেন না । শান্ত থাকুন ও মনে মনে চিন্তা করুন যে কী কী উপায় ও পদ্ধতিতে আর্থিক অবস্থা ভালো করে তোলা যায় ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: ভালোবাসার মানুষকে নিজের যাদুতে মুগ্ধ করে আপনি দিন শেষ করবেন । অন্যদের জন্য অর্থ খরচের মেজাজে থাকবেন । অসাধারণ উপহার দিয়ে সঙ্গীকে অবাক করে দিন । এটি আপনার চিরাচরিত স্বভাবের সঙ্গে মেলে না । কাজেই কাজে বেরোনোর আগে শক্তি সঞ্চয় করে নিন । সফটওয়্যার ডিজাইন থেকে বিরত থাকুন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনার প্রেমের জীবনে চাপ সামলানোর মূল উপায় হতে পারে উপলব্ধি করা । নিশ্চিত হোন যে আপনি আপনার প্রিয়জনকে খুশি করার জন্য স্বাস্থ্যকর বিকল্পগুলি পছন্দ করেছেন ৷ ব্যয় বাড়তে পারে কারণ আপনি আজ প্রয়োজনীয় এবং অ-প্রয়োজনীয় জিনিসের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবেন না । কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা হতে পারে । কোনও সহকর্মী ঝগড়া করার জন্য মুখিয়ে থাকতে পারে । সজাগ থাকুন এবং আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করুন না-হলে দেওয়ালে পিঠ ঠেকে যেতে পারে।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: দিনটি ইতিবাচক ভাবে শুরু নাও হতে পারে ৷ আপনি সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নিতে পারেন যা আপনাকে একে অপরের কাছে আনবে ৷ আপনার সম্পত্তির মূল্য বিশ্লেষণ করার জন্য দিনটি ভালো হতে পারে । আপনি সম্ভবত ভালো কেনা বেচা ও বাণিজ্য করতে পারবেন। খামখেয়ালি মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারলে দিনটা অনেক বেশি আনন্দে কাটবে ৷ আপনি কৌশলে একাধিক কাজ পরিচালনা করতে সক্ষম হতে পারেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটাতে আপনি কাজের পরে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন । আজ দুর্দান্ত খাবার রান্না করে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন । বাড়ির সাজসজ্জার ব্যয়, পরিবার এবং বন্ধুদের জন্য খরচ হতে পারে । আজ আপনার উপার্জনের সম্ভাবনা ভালো নয় । কাজের জায়গায় আপনি কর্মব্যস্ত দিন কাটাবেন । নিজস্ব মতামতের অভাব আপনাকে বৈঠকের সময় সহকর্মীদের মতে মত দিতে বাধ্য করবে ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আপনার প্রেম জীবন সমস্যা মুক্ত থাকবে ৷ স্বাভাবিক জীবনযাপন হয়ত আপনার একঘেয়ে লাগবে । অর্থাগম ঘটবে না কিন্তু আপনার মাথায় আরও বেশি অর্থ উপার্জনের চিন্তা ঘুরবে ৷ কাজেই আপনি বিশাল কিছু পরিকল্পনা করতে পারেন । বিভ্রান্তি এড়াতে চাইলে চিন্তাগুলিকে সুসংগঠিত করুন । সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে । আজ নক্ষত্রের শক্তি আপনাকে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনি উপকারী স্বভাবের হলেও আপনার আত্মকেন্দ্রিক পন্থা হয়ত আপনার ভালোবাসার ব্যক্তিটির পছন্দ হবে না । সম্পর্কের ক্ষেত্রে আপনাকে উদারমনা হতে হবে । আপনার জীবনসঙ্গীর প্রয়োজনগুলি আপনাকে বুঝতে হবে । আপনার স্বচ্ছন্দ স্বভাব সম্পর্ককে মসৃণ রাখবে । আপনি নিরাপত্তা পাওয়ার চেষ্টা করবেন । এর ফলে আর্থিক অনেক সুযোগ আপনি হারাবেন । সময় ঠিক করে সামলানো খুবই গুরুত্বপূর্ণ হবে । নমনীয় থাকার চেষ্টা করুন ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনি সম্ভবত আপনার আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত থাকবেন । আরও উপার্জনের জন্য কী করতে হবে তা আপনি ঠিক করতে পারবেন না । অর্থ সঞ্চয়ের উপায় নিয়েও আপনি বিভ্রান্ত থাকবেন । সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি সবকিছু গুলিয়ে ফেলতে পারেন । যদিও কোনও গুরুতর সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না । আপনার হাতে যদিও অনেক কাজ থাকবে, তথ্য বিশ্লেষণ ও সংগ্রহের কাজে আপনি এগিয়ে থাকবেন । আপনি কাজের গতি শেষ অবধি বাড়াতে পারবেন ও আপনার কর্মক্ষমতা ভালো ফল এনে দেবে ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: প্রেমের ক্ষেত্রে অমায়িক হন ও মানিয়ে নিতে শিখুন । প্রিয়তমের সঙ্গে সাবলীল কথোপকথন আপনাকে আরও খুশি করে তুলবে । আপনি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন । ভুলভাল জিনিসের জন্য আপনাকে অনেক অর্থ খরচ করতে হতে পারে । ভালো রোজগারের থেকে টাকা খরচের সম্ভাবনা বেশি । হাস্যকর ব্যাপার এই যে খরচ করে আপনার ভালো লাগবে । মিটিং রুমে আপনি অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন । আপনি সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য আপনি তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চাইবেন । আবেগঘণ পুনর্মিলনের প্রতিশ্রুতি সর্বক্ষণই আপনার মনের গোপন কোণে ঘুরে বেড়াবে । আপনার হৃদয়ের আগুণে আপনার সঙ্গীর মনও প্রজ্জ্বলিত হয়ে উঠবে । আপনার এত লাভ হবে যে তা আপনি কর গুনে শেষ করতে পারবেন না । আপনার ভালো স্বভাবের জন্য সহকর্মীরাও আপনার প্রশংসা করবে । লোকের ওপর কর্তৃত্ব ফলাবেন না । লোকজন আপনার ওপর ভরসা করবে না ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: চাকরির জায়গায় অনেক কিছু হওয়ার ফলে আপনাকে হয়ত প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎ বাতিল করতে হবে । চিন্তা করবেন না, প্রেমে ধৈর্য একটি বড় ব্যাপার । পেশাদারী বৃত্তের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক ও যোগাযোগ থাকলে তা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে । ব্যবসায়িক উদ্যোগে কাজ করা ও তার আর্থিক দিকটি প্রস্তুত করার জন্যও এটি ভালো সময় । অফিসে আপনার অসাধারণ সময় কাটবে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: প্রেম জীবনে বেশি স্পর্শকাতর না হওয়া ভালো । মনে রাখবেন, কোন কিছুই অতিরিক্ত পরিমাণে ভালো নয়, এমনকী তা যদি ভাবপ্রবণতা হয়, তাও না! আজ আপনি অতিরিক্ত খরচ করবেন না ৷ কিন্তু খুব বেশি রোজগারও করবেন না । আপনি সামঞ্জস্যে বিশ্বাস করেন এবং হিসাব-নিকাশের খাতায় সামঞ্জস্য আছে দেখে আপনি স্বস্তি পাবেন । আজ অসাধারণ সফটওয়্যার বানানোর সঠিক মানসিকতা আপনার থাকবে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি হয়ত আপনার প্রিয় মানুষের থেকে দূরে থাকবেন ও তার আকাঙ্ক্ষা সঠিকভাবে বোঝার জন্য ভিডিও চ্যাট করতে চাইবেন । আপনি এতই চনমনে মেজাজে থাকবেন যে মুখে হাসি নিয়ে ভালোবাসার মানুষের মন জয় করে নিতে চাইবেন । বিনিয়োগের দিক থেকে দিনটি ভালো নয় ৷ কাজেই নতুন কিছু শুরু করার চেষ্টা করবেন না । শান্ত থাকুন ও মনে মনে চিন্তা করুন যে কী কী উপায় ও পদ্ধতিতে আর্থিক অবস্থা ভালো করে তোলা যায় ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: ভালোবাসার মানুষকে নিজের যাদুতে মুগ্ধ করে আপনি দিন শেষ করবেন । অন্যদের জন্য অর্থ খরচের মেজাজে থাকবেন । অসাধারণ উপহার দিয়ে সঙ্গীকে অবাক করে দিন । এটি আপনার চিরাচরিত স্বভাবের সঙ্গে মেলে না । কাজেই কাজে বেরোনোর আগে শক্তি সঞ্চয় করে নিন । সফটওয়্যার ডিজাইন থেকে বিরত থাকুন ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আপনার প্রেমের জীবনে চাপ সামলানোর মূল উপায় হতে পারে উপলব্ধি করা । নিশ্চিত হোন যে আপনি আপনার প্রিয়জনকে খুশি করার জন্য স্বাস্থ্যকর বিকল্পগুলি পছন্দ করেছেন ৷ ব্যয় বাড়তে পারে কারণ আপনি আজ প্রয়োজনীয় এবং অ-প্রয়োজনীয় জিনিসের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবেন না । কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা হতে পারে । কোনও সহকর্মী ঝগড়া করার জন্য মুখিয়ে থাকতে পারে । সজাগ থাকুন এবং আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করুন না-হলে দেওয়ালে পিঠ ঠেকে যেতে পারে।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: দিনটি ইতিবাচক ভাবে শুরু নাও হতে পারে ৷ আপনি সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নিতে পারেন যা আপনাকে একে অপরের কাছে আনবে ৷ আপনার সম্পত্তির মূল্য বিশ্লেষণ করার জন্য দিনটি ভালো হতে পারে । আপনি সম্ভবত ভালো কেনা বেচা ও বাণিজ্য করতে পারবেন। খামখেয়ালি মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারলে দিনটা অনেক বেশি আনন্দে কাটবে ৷ আপনি কৌশলে একাধিক কাজ পরিচালনা করতে সক্ষম হতে পারেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় কাটাতে আপনি কাজের পরে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন । আজ দুর্দান্ত খাবার রান্না করে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন । বাড়ির সাজসজ্জার ব্যয়, পরিবার এবং বন্ধুদের জন্য খরচ হতে পারে । আজ আপনার উপার্জনের সম্ভাবনা ভালো নয় । কাজের জায়গায় আপনি কর্মব্যস্ত দিন কাটাবেন । নিজস্ব মতামতের অভাব আপনাকে বৈঠকের সময় সহকর্মীদের মতে মত দিতে বাধ্য করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.