মেষ: আপনার মিশুকে স্বভাব প্রেম জীবনকে উজ্জ্বল করে তুলবে। আবার দুঃসাহসিক স্বভাব আপনার সঙ্গীকে অনুপ্রাণিত করতে পারে । এর ফলে আপনার প্রিয়তমের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হবে ৷ আর্থিক বিষয়গুলিও আজ বুদ্ধিদীপ্ত ভাবে সামলাবেন। যদিও বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনার ব্যাপারে কোনও বন্ধুর পরামর্শ নেওয়া ভালো। পেশাগত ক্ষেত্রে আপনি প্রচেষ্টার পুরষ্কার পেতে পারেন। আপনি সফলভাবে নতুন প্রযুক্তির মাধ্যমে প্রোগ্রাম ও সফটওয়্যার কোড ব্যবহার করতে পারবেন। ঊর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা আপনার দিনকে বিশেষ করে তুলবে।
বৃষ: কাজের চাপ থাকায় জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না । ফলে সঙ্গীকে খুশি করার জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে । আইনজীবীদের জন্য আজকের দিন বেশ ভালো ৷ কোনও মক্কেলের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং ইতিবাচক হতে পারে ৷ তার থেকে প্রচুর অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা আছে । কর্মক্ষেত্রে, উন্নয়নমূলক কার্যকলাপে অংশগ্রহণ করার বিষয়েও প্রশংসা পাবেন । কাজের জায়গায়, যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, ভালো মন্দ দুই দিকই খতিয়ে দেখুন।
মিথুন: আপনার সঙ্গীর আচার-আচরণ নিয়ে নিজস্ব মত প্রকাশ না করলে ব্যক্তিগত জীবন ভালোই কাটবে । প্রিয়জনদের সাহায্যে আপনি পারিবারিক দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে মানসিক চাপও সামলে উঠতে পারেন । আর্থিক বিষয়ে বিচার-বিবেচনামূলক সিদ্ধান্ত গ্রহণ করলে ভবিষ্যত ভালো হবে ৷ সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। গ্রাহকদের সঙ্গে বৈঠক চলাকালীন নিজের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন ৷
কর্কট: আজ বেশ রোম্যান্টিক সময় কাটাবেন ভালোবাসার মানুষের সঙ্গে ৷ প্রেমময় বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য আপনার ভালোবাসার মানুষ আপনার আরও কাছে আসতে পারেন । এর ফলে সম্পর্কের পথ মসৃণ হবে। আর্থিক ক্ষেত্রে আজ শুভ দিন। তবে, কেনাকাটি করার সময়ে আপনার টাকা ফুরিয়ে যেতে পারে । বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে কিছু আশা না করাই ভালো । নেতিবাচক চিন্তা-ভাবনা বা কথাবার্তা থেকে দূরে থাকুন ৷ এর থেকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে ৷
সিংহ: আজ আপনার ভালোবাসার মানুষের মনোযোগ ও গুরুত্ব পাবেন। আনন্দদায়ক মুহূর্ত আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে । আর্থিক ক্ষেত্রে, নতুন কোনও উদ্যোগ কোনও কিছু শুরু করার জন্য প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে । নতুন পেশাগত ও ব্যবসায়িক সংযোগ আপনার আর্থিক শক্তি বাড়াবে। আপনার মনে হবে আপনি প্রবল প্রচেষ্টা করা সত্ত্বেও সেই তুলনায় কম বেতন পাচ্ছেন ৷ যাই হোক, ধৈর্য্য ধরলে সহজেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন।
কন্যা: প্রেম জীবন ঘটনাবিহীন কাটবে। কর্মব্যস্ত হয়ে পড়ার ফলে সঙ্গীকে উপেক্ষা করবেন । কাজেই, তাদের সঙ্গে ভালো সময় কাটানো নিশ্চিত করুন। যদিও আপনার সম্পর্কের ওপরে এর প্রভাব নাও পড়তে পারে । আপনি যে আপনার আয়ের থেকে বেশি খরচ করছেন না তা খতিয়ে দেখার জন্য এটা ভালো সময়। পেশাগত ক্ষেত্রে, অগোচরে থেকে কাজ করা সত্ত্বেও আপনার কাজ লোকের চোখে পড়বে। সহকর্মীদের দিকে মনোযোগ দিন ৷ অধস্তনদের সাহায্য করতে পারেন ৷
তুলা: আপনার বাড়ি বা বাড়ির বাগানে আপনি হয়ত কোনও ব্যক্তিগত অনুষ্ঠান করবেন। প্রিয়তমের সঙ্গে কোনও বিনোদনমূলক অনুষ্ঠানের পরিকল্পনা থাকতে পারে। পুরনো বন্ধুরা একজোট হওয়ায় আপনি চনমনে বোধ করবেন। আর্থিক ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় থাকবে। আজ পর্যন্ত আপনি যে যে বিনিয়োগ করেছেন তা আপনার ভালো বলেই মনে হবে। পেশাগত দিকে আপনি নিজের কর্মদক্ষতাতে শান দেওয়ার সবরকম সুযোগ পাবেন। এর ফলে আপনার দক্ষতা যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কর্মকর্তাকে মুগ্ধ হবেন আপনার কাজে ৷
বৃশ্চিক: একটি দারুণ উদ্দীপনাময় দিন কাটাতে পারবেন আজ ৷ আপনার প্রিয়তম মানুষটি আপনার ও পরিজনদের সুখবর দিতে পারেন। সঙ্গীর থেকে মানসিক সহায়তা পেতে পারেন। ঘরে-বাইরে দু‘জায়গাতেই কাজের চাপ বেড়ে যাওয়ায়, আপনি হয়ত আর্থিক দিকে লক্ষ্য রাখতে পারবেন না। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা-ভাবনা থাকা সত্বেও উদ্যমের অভাবে চিন্তা ভাবনা কাজে লাগাতে পারবেন না ৷ যাই হোক, পরিকল্পনার দিকে জোর দিয়ে আপনার টিমকে কাজের জন্য তৈরি করাতে পারেন।
ধনু: আপনার প্রণয়ীর সঙ্গে ফোনে রোম্যাণ্টিক কথোপকথন বা মিষ্টি মেসেজের আদান-প্রদান আপনাকে আনন্দের চরম পর্যায়ে নিয়ে যাবে। বাস্তববাদী চিন্তার সঙ্গে আবেগযুক্ত হয়ে আপনাকে একজন দায়িত্বশীল স্বামী করে তুলবে। অন্যদের মতামত খোলাখুলি গ্রহণ করলে আপনাকে তা অন্যভাবে চিন্তা করতে সাহায্য করবে। আপনি আপনার অধঃস্তন কর্মচারীদের সাহায্য করবেন আজ । দায়িত্ব বণ্টন এবং ভাগাভাগি আপনার মানসিক চাপ কমিয়ে দেবে ৷ আরও ভালোভাবে কাজ সম্পন্ন করতে সাহায্য করবে।
মকর: প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটাবেন। সঙ্গীর সান্নিধ্যে কাটান সুন্দর মুহূর্তগুলি উপভোগ করার কারণে উদ্বেগ বা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন । আপনার দায়িত্ববোধ আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার পথ তৈরি করে দিতে পারে। বর্তমানের আর্থিক লেনদেন ভবিষ্যতে জন্য ভালো। তবে, অতীতের লগ্নী আজ আপনাকে নতুন কাজ পেতে সাহায্য করতে পারে। দলবদ্ধভাবে কাজ করলে প্রোজেক্ট সফলভাবে শেষ হওয়ার সম্ভাবনা আছে। বুদ্ধি দিয়ে সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
কুম্ভ: নিজের যত্ন নেওয়া বা গ্রুমিং আপনাকে সঙ্গীর ভালোবাসা পেতে সাহায্য করতে পারে। তবে, নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আর্থিক পরিকল্পনার ব্যাপারে বিনিয়োগ মূল গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। কীভাবে আপনার সঞ্চয় বিনিয়োগ করবেন তা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে নিজেকে ভালো দেখাতে চাওয়ার পাশাপাশি যেসব কাজে যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রয়োজন ৷ সেসব ক্ষেত্রেও নিজের সেরাটি দেওয়ার চেষ্টি করতে পারেন। কাজের ক্ষেত্রে সময় বেশি লাগলেও আপনি আজ সুষ্ঠ কাজের গতি বজায় রাখতে সক্ষম হতে পারেন।
মীন: আপনি ক্ষমাশীল চরিত্রের হলে আপনার সম্পর্কের ক্ষেত্রে সাহায্য হতে পারে। শান্তিপূর্ণভাবে ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনার করার জন্য বেশ ভালো সময়। খরচের ব্যাপারে চিন্তা করার আপনার কোনও কারণই নেই, কারণ আর্থিক দিক থেকে ভালো অবস্থানে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ ভালো কাজে সময় বেশি লাগে। তবে, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে।