ETV Bharat / bharat

Russia-Ukraine War : আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান - Important Announcement from Indian Embassy of Hungary for Stranded Students

আজ ভারতীয় সময় মধ্যরাতে হাঙ্গেরি থেকে অপারেশন গঙ্গার শেষ বিমান রওনা দেবে (Embassy of India in Hungary Begins Its Last Leg of Operation Ganga Flights Today) ৷ তার আগে দূতাবাসের ক্যাম্প এবং যাঁরা নিজেদের ব্যবস্থাপনায় রয়েছেন, এমন ভারতীয় পড়ুয়াদের স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে বুদাপেস্টের হাঙ্গেরিয়া সিটি সেন্টারের রাকোজি ইউটি-90এ পৌঁছতে বলা হয়েছে ৷

embassy-of-india-in-hungary-begins-its-last-leg-of-operation-ganga-flights-today
embassy-of-india-in-hungary-begins-its-last-leg-of-operation-ganga-flights-today
author img

By

Published : Mar 6, 2022, 5:53 PM IST

বুদাপেস্ট (হাঙ্গেরি), 6 মার্চ : ভারতীয় সময় আজ মাঝরাতে অপারেশন গঙ্গার শেষ বিমান আজ হাঙ্গেরির বুদাপেস্ট থেকে রওনা দেবে (Embassy of India in Hungary Begins Its Last Leg of Operation Ganga Flights Today) ৷ তাঁর আগে ইউক্রেনে আটক ভারতীয় পড়ুয়াদের বুদাপেস্টের হাঙ্গেরিয়া সিটি সেন্টারের রাকোজি ইউটি-90-তে পৌঁছতে নির্দেশ দিল হাঙ্গেরির ভারতীয় দূতাবাস ৷ স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে বলা হয়েছে পড়ুয়াদের ৷ হাঙ্গেরির ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটারে একথা জানানো হয়েছে (Important Announcement from Indian Embassy of Hungary for Stranded Students) ৷

আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একাদশ দিন ৷ গতকাল রাশিয়ার তরফে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, ভারত-সহ অন্যান্য দেশের পড়ুয়া এবং নাগরিকদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ৷ তারপর আজ ভারতীয় সময় বেলা সাড়ে 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত আরও এক দফা যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া ৷ এই সময়ের মধ্যে ভারতীয় পড়ুয়াদের সেই দেশ ছাড়তে বলা হয় ৷ এবার হাঙ্গেরির ভারতীয় দূতাবাস থেকে আরও একটি নির্দেশিকা ভারতীয় পড়ুয়াদের জন্য জারি করা হল ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করার নির্দেশ বিদেশ মন্ত্রকের

ওই নির্দেশিকায় বলা হয়েছে, হাঙ্গেরির স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে রাজধানী বুদাপেস্টের সিটি সেন্টারের রাকোজি ইউটি-90-তে ভারতীয় পড়ুয়াদের পৌঁছতে হবে ৷ কারণ, ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার যে, ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছিল ৷ সেই ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান আজ রাতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে (Last Flight of Operation Ganga will Take of From Hungary Tonight) ৷ তাই যে সকল পড়ুয়ারা নিজেদের ব্যবস্থাপনায় অথবা দূতাবাসের ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের ওই সময়ের মধ্যে নির্দিষ্ট এয়ারপোর্টে পৌঁছতে বলা হয়েছে ৷

বুদাপেস্ট (হাঙ্গেরি), 6 মার্চ : ভারতীয় সময় আজ মাঝরাতে অপারেশন গঙ্গার শেষ বিমান আজ হাঙ্গেরির বুদাপেস্ট থেকে রওনা দেবে (Embassy of India in Hungary Begins Its Last Leg of Operation Ganga Flights Today) ৷ তাঁর আগে ইউক্রেনে আটক ভারতীয় পড়ুয়াদের বুদাপেস্টের হাঙ্গেরিয়া সিটি সেন্টারের রাকোজি ইউটি-90-তে পৌঁছতে নির্দেশ দিল হাঙ্গেরির ভারতীয় দূতাবাস ৷ স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে বলা হয়েছে পড়ুয়াদের ৷ হাঙ্গেরির ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটারে একথা জানানো হয়েছে (Important Announcement from Indian Embassy of Hungary for Stranded Students) ৷

আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একাদশ দিন ৷ গতকাল রাশিয়ার তরফে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, ভারত-সহ অন্যান্য দেশের পড়ুয়া এবং নাগরিকদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ৷ তারপর আজ ভারতীয় সময় বেলা সাড়ে 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত আরও এক দফা যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া ৷ এই সময়ের মধ্যে ভারতীয় পড়ুয়াদের সেই দেশ ছাড়তে বলা হয় ৷ এবার হাঙ্গেরির ভারতীয় দূতাবাস থেকে আরও একটি নির্দেশিকা ভারতীয় পড়ুয়াদের জন্য জারি করা হল ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করার নির্দেশ বিদেশ মন্ত্রকের

ওই নির্দেশিকায় বলা হয়েছে, হাঙ্গেরির স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে রাজধানী বুদাপেস্টের সিটি সেন্টারের রাকোজি ইউটি-90-তে ভারতীয় পড়ুয়াদের পৌঁছতে হবে ৷ কারণ, ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার যে, ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছিল ৷ সেই ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান আজ রাতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে (Last Flight of Operation Ganga will Take of From Hungary Tonight) ৷ তাই যে সকল পড়ুয়ারা নিজেদের ব্যবস্থাপনায় অথবা দূতাবাসের ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের ওই সময়ের মধ্যে নির্দিষ্ট এয়ারপোর্টে পৌঁছতে বলা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.