ETV Bharat / bharat

Maharashtra Political Crisis : গুজরাত থেকে অসম, বিজেপি-শাসিত রাজ্যে ঘুরে শিবসেনা না-ছাড়ার কথাই শিন্ডের মুখে - একনাথ শিন্ডে

বালাসাহেব ঠাকরেকে দেখে উদ্বুদ্ধ হয়েই সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন একনাথ । তাঁরই হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে শিন্ডের মুখে । মহারাষ্ট্রের বিক্ষুব্ধ নেতা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি পদ্ম-শিবিবের সঙ্গে সমঝোতার পথই প্রশস্ত করছেন (Eknath Shinde denies to quit Shiv Sena) ।

Maharashtra Political Crisis Update
বিজেপি-শাসিত রাজ্যে ঘুরে শিবসেনা না-ছাড়ার কথাই শিন্ডের মুখে
author img

By

Published : Jun 22, 2022, 9:45 AM IST

Updated : Jun 22, 2022, 10:15 AM IST

কলকাতা, 22 জুন : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে যখন তোড়জোড় চলছে, তখনই গদি ক্রমশ আলগা হচ্ছে মহা বিকাশ আঘাড়ির ৷ সৌজন্যে, জোটের প্রধান শরিক শিবসেনা ও সেই দলেরই অন্যতম নেতা একনাথ শিন্ডে । মঙ্গলবারই কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে চলে গিয়েছিলেন তিনি ৷ বুধবার সেখান থেকে গুয়াহাটি গিয়েছেন মহারাষ্ট্রের 'বিক্ষুব্ধ' নেতা (Eknath Shinde denies to quit Shiv Sena) ।

প্রথমে শোনা গিয়েছিল তাঁর সঙ্গে থাকা বিধায়কের সংখ্যাটা 10 । খানিক পরে শোনা যায় শিন্ডের সঙ্গে রয়েছেন মহা বিকাশ আঘাড়ি 25 জন বিধায়ক । বিজেপি সূত্রে খবর, অসম পৌঁছে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 40-এ । যেই পরিসংখ্যান শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরাও উদ্ভব ঠাকরের চেয়ারের পায়ার জোর নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ।

সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা না বললেও প্রয়াত বালাসাহেব ঠাকরের থেকে হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে শিন্ডের মুখে । মহারাষ্ট্রের বিক্ষুব্ধ নেতা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি পদ্ম-শিবিবের সঙ্গে সমঝোতার পথই প্রশস্ত করছেন ।

শিবসেনা না-ছাড়ার কথাই শিন্ডের মুখে
  • কে এই একনাথ শিন্ডে ?

বালাসাহেব ঠাকরেকে দেখে উদ্বুদ্ধ হয়েই সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন শিন্ডে (Eknath Shinde latest news)। আদতে সাতারার বাসিন্দা হলেও রাজনীতির ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন শিবসেনার ঘাঁটি থানেকে । সেখানে পৌরভোটে জিতেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয় 1997 সালে । পাঁচ বছর পর মহারাষ্ট্র বিধানসভা ভোটে জেতেন । পরপর চারবারের বিধায়ক বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন ।

2014 সালে বিজেপি-শিবসেনা জোট সরকারের মন্ত্রী হন । 2019 সালে উদ্ধব ঠাকরে বিধান পরিষদের সদস্য হওয়ায় বিধানসভার দলনেতার দায়িত্ব পান শিন্ডে। তাঁর এই বিদ্রোহের পরেই শিন্ডেকে পরিষদীয় দলের নেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন শিবসেনা প্রধান । তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে অজয় চৌধুরীকে ।

আরও পড়ুন : শিবসেনায় কোন্দল, বিদ্রোহী একনাথ শিন্ডেকে পরিষদীয় পদ থেকে সরালেন উদ্ধব

উল্লেখ্য, 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বর্তমানে 287 জন বিধায়ক আছেন ৷ সেই হিসেবে ম্যাজিক ফিগার দাঁড়ায় 144 ৷ ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি ও কংগ্রেস জোটের বর্তমান মোট বিধায়ক সংখ্যা 169 ৷ শিবসেনা'র 55, এনসিপি'র 53 ও কংগ্রেস-এর 44 জন বিধায়ক আছেন ৷

কলকাতা, 22 জুন : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে যখন তোড়জোড় চলছে, তখনই গদি ক্রমশ আলগা হচ্ছে মহা বিকাশ আঘাড়ির ৷ সৌজন্যে, জোটের প্রধান শরিক শিবসেনা ও সেই দলেরই অন্যতম নেতা একনাথ শিন্ডে । মঙ্গলবারই কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে চলে গিয়েছিলেন তিনি ৷ বুধবার সেখান থেকে গুয়াহাটি গিয়েছেন মহারাষ্ট্রের 'বিক্ষুব্ধ' নেতা (Eknath Shinde denies to quit Shiv Sena) ।

প্রথমে শোনা গিয়েছিল তাঁর সঙ্গে থাকা বিধায়কের সংখ্যাটা 10 । খানিক পরে শোনা যায় শিন্ডের সঙ্গে রয়েছেন মহা বিকাশ আঘাড়ি 25 জন বিধায়ক । বিজেপি সূত্রে খবর, অসম পৌঁছে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 40-এ । যেই পরিসংখ্যান শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরাও উদ্ভব ঠাকরের চেয়ারের পায়ার জোর নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ।

সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা না বললেও প্রয়াত বালাসাহেব ঠাকরের থেকে হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে শিন্ডের মুখে । মহারাষ্ট্রের বিক্ষুব্ধ নেতা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি পদ্ম-শিবিবের সঙ্গে সমঝোতার পথই প্রশস্ত করছেন ।

শিবসেনা না-ছাড়ার কথাই শিন্ডের মুখে
  • কে এই একনাথ শিন্ডে ?

বালাসাহেব ঠাকরেকে দেখে উদ্বুদ্ধ হয়েই সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন শিন্ডে (Eknath Shinde latest news)। আদতে সাতারার বাসিন্দা হলেও রাজনীতির ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন শিবসেনার ঘাঁটি থানেকে । সেখানে পৌরভোটে জিতেই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয় 1997 সালে । পাঁচ বছর পর মহারাষ্ট্র বিধানসভা ভোটে জেতেন । পরপর চারবারের বিধায়ক বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন ।

2014 সালে বিজেপি-শিবসেনা জোট সরকারের মন্ত্রী হন । 2019 সালে উদ্ধব ঠাকরে বিধান পরিষদের সদস্য হওয়ায় বিধানসভার দলনেতার দায়িত্ব পান শিন্ডে। তাঁর এই বিদ্রোহের পরেই শিন্ডেকে পরিষদীয় দলের নেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন শিবসেনা প্রধান । তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে অজয় চৌধুরীকে ।

আরও পড়ুন : শিবসেনায় কোন্দল, বিদ্রোহী একনাথ শিন্ডেকে পরিষদীয় পদ থেকে সরালেন উদ্ধব

উল্লেখ্য, 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বর্তমানে 287 জন বিধায়ক আছেন ৷ সেই হিসেবে ম্যাজিক ফিগার দাঁড়ায় 144 ৷ ক্ষমতাসীন শিবসেনা-এনসিপি ও কংগ্রেস জোটের বর্তমান মোট বিধায়ক সংখ্যা 169 ৷ শিবসেনা'র 55, এনসিপি'র 53 ও কংগ্রেস-এর 44 জন বিধায়ক আছেন ৷

Last Updated : Jun 22, 2022, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.