মুম্বই, 28 ডিসেম্বর : শিবসেনার মুখপত্র সামনায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার ভাঙার চেষ্টায় কেন্দ্রীয় শক্তিকে ব্যবহার করা হচ্ছে । আর তার 24 ঘণ্টার মধ্যেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী-কে সমন পাঠাল ইডি । পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় (পিএমসি) ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় গতকাল সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষাকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ।
ইডি-র তরফে বর্ষা রাউতকে মঙ্গলবার (29 ডিসেম্বর) এজেন্সির সামনে হাজির হতে বলা হয়েছে ।
- — Sanjay Raut (@rautsanjay61) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="এরপরই এই টুইটটি করেন সঞ্জয় রাউত
— Sanjay Raut (@rautsanjay61) December 27, 2020
">এরপরই এই টুইটটি করেন সঞ্জয় রাউত— Sanjay Raut (@rautsanjay61) December 27, 2020
পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করা হচ্ছে বলে সামনায় অভিযোগ করা হয়েছে রবিবারই । শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, "গণতন্ত্রে রাজনৈতিক পরাজয় স্বাভাবিক ব্যাপার । কিন্তু, মমতাকে ক্ষমতা থেকে সরাতে কেন্দ্রকে যেভাবে ব্যবহার হচ্ছে, তা দুঃখজনক ।"
জানা গিয়েছে, পিএমসি কেলেঙ্কারি মামলায় প্রবীণ রাউত নামে আরও এক অভিযুক্তের স্ত্রী-র সঙ্গে বর্ষা রাউতের 50 লাখ টাকার লেনদেনের অভিযোগ রয়েছে । একই লেনদেনের তদন্তে সহযোগিতা করার জন্য বর্ষা রাউতকে তলব করা হয়েছে, যা সম্পত্তি কেনার জন্য তাঁর নেওয়া ঋণ বলে জানা গিয়েছে ।
এদিকে শিবসেনাকে কটাক্ষ করে বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন বলেন, "কংগ্রেসের সঙ্গে জোট করায় তাদেরই আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবসেনাও মুসলিম লিগের সুরে কথা বলছে ।"
আরও পড়ুন : মমতাকে সরাতে কেন্দ্রীয় ক্ষমতার ব্যবহার ? সরব শিবসেনা