নয়াদিল্লি, 20 জুন: সোমবার চতুর্থবারের জন্য ইডি (Enforcement Directorate)-র গোয়েন্দাদের সামনে হাজিরা দিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) তাঁকে জেরা করা হবে ৷
উল্লেখ্য, গত সপ্তাহেই পর পর তিনবার রাহুলকে তাদের দিল্লির সদর দফতরে ডেকে এনে জেরা করেছে ED ৷ চতুর্থ দফায় গত শুক্রবার তাঁকে জেরা করার কথা ছিল ৷ কিন্তু, রাহুলের আবেদনেই শুক্রবারের বদলে সোমবার তাঁকে জেরা করার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা ৷ এই একই ঘটনায় রাহুলের মা তথা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধিকেও (Sonia Gandhi) সমন পাঠিয়েছেন তাঁরা ৷ কিন্তু, করোনায় আক্রান্ত হওয়ার পর সনিয়ার কিছু শারীরিক সমস্যা দেখা দেয় ৷ আপাতত চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ নেত্রী ৷ যদিও কংগ্রেস সূত্রে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, সুস্থ হলেই ইডি-র মুখোমুখি হবেন সনিয়া ৷
এ দিকে, রাহুল ও সনিয়াকে সমন পাঠানো নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে কংগ্রেস ৷ দলের অভিযোগ, কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তুলতেই তাদের দুই শীর্ষ নেতাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ এর প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে দলের পক্ষ থেকে বিক্ষোভ, মিছিল, অবস্থান করা হয়েছে ৷
কংগ্রেস সূত্রে খবর, এই ইস্যুতে প্রতিবাদ, আন্দোলন চলবে ৷ তবে, তার চরিত্রে কিছুটা বদল আনা হয়েছে ৷ রাজধানীর রাজপথের বদলে রবিবার দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) ঘাঁটি গাড়ে কংগ্রেস ৷ ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme)-এর বিরোধিতাতেও সুর চড়ায় তারা ৷
দলীয় নেতৃত্বের বক্তব্য, যেভাবে আন্দোলনকারীদের ধরপাকড় করা হচ্ছে, তাতে রাস্তায় নেতা, কর্মীদের সংখ্যা কমে যাচ্ছে ৷ কিন্তু, প্রদর্শন জোরালো করতে লোকবল আবশ্যিক ৷ সেই কারণেই রাজপথ আগলে বিক্ষোভ দেখানোর বদলে ভবিষ্যতে যন্তর মন্তরের মতো জায়গায় জমায়েত আরও বাড়াতে চাইছে কংগ্রেস ৷ একইসঙ্গে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদের সুর যতটা সম্ভব চড়ানোর কথা ভাবছে দলীয় নেতৃত্ব ৷
এই প্রসঙ্গে রবিবার কংগ্রেসের অন্যতম নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, "আগামিকাল লক্ষ লক্ষ কংগ্রেসকর্মী গোটা দেশে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাবেন ৷ তাঁরা অগ্নিপথ প্রকল্প এবং সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে মোদি সরকারের উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তুলবেন ৷ সন্ধ্যায় কংগ্রেসের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ৷"
প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেসের সদর দফতরে ঢুকে পড়েন পুলিশকর্মীরা ৷ এছাড়া, প্রতিবাদ কর্মসূচির সময়েও তাঁরা কংগ্রেসের নেতা, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ৷ রাষ্ট্রপতিকে এ বিষয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন আর এক কংগ্রেস নেতা অজয় মাকেন ৷