ETV Bharat / bharat

ED Raids in 2 States: সেনার জমি দখল মামলায় বাংলা ও ঝাড়খণ্ডের 12টি জায়গায় ইডি অভিযান - ইডি

সেনার জমি দখল করার অভিযোগ সংক্রান্ত একটি মামলার তদন্তে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED Conducting Raids) ৷ সল্টকেল ও ঝাড়খণ্ডের মোট 12টি জায়গায় সেনার জমি জবরদখলের মামলায় এই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷

ed-conducting-raids-at-several-places-in-jharkhand-and-west-bengal
ed-conducting-raids-at-several-places-in-jharkhand-and-west-bengal
author img

By

Published : Nov 4, 2022, 9:51 AM IST

Updated : Nov 4, 2022, 10:59 AM IST

কলকাতা, 4 নভেম্বর: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Conducting Raids) ৷ ইডি সূত্রে খবর, সেনার জমি দখল করার অভিযোগ সংক্রান্ত একটি মামলার তদন্তে এই অভিযান চালানো হয়েছে ৷ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 12টি জায়গায় এই তল্লাশি চালাচ্ছে ইডি ৷

এ দিন ভোর 4টের সময়ে চারটি গাড়িতে ইডি’র গোয়েন্দারা সিজিও কমপ্লেক্স থেকে রওনা দেন ৷ যার মধ্যে সল্টলেকে দুই ব্যবসায়ীর বাড়িতে দু’টি দল হানা দিয়েছে ৷ বাকি দু’টি দল রাজ্যের আরও দু’টি জায়গায় অভিযান চালিয়েছে ৷ ইডি সূত্রে খবর, সেনার জমি জবরদখল করে সেখানে ব্যবসায়ীক কাজকর্ম করা হচ্ছিল বলে অভিযোগ ৷ সেই মামলায় তদন্তভার ইডিকে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, সেনার জমি জবরদখলের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সল্টলেকের দুই ব্যবসায়ীর খোঁজ পায় ৷ সেই মতো এ দিন ভোরেই আচমকাই অভিযানে নামে ইডি ৷

সেনার জমি দখলের এই মামলায় আর্থিক বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে ৷ ইডি সূত্রে খবর, সল্টলেকের বাসিন্দা ওই দুই ব্যবসায়ীর ঝাড়খণ্ডেও একাধিক ব্যবসা রয়েছে ৷ সেই সূত্রেই এ দিন সেখানেও একাধিক জায়গায় ইডি তল্লাশি শুরু করেছে ৷ সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট 12টি জায়গায় ইডি সেনার জমি জবরদখল মামলার তদন্তে অভিযান চালিয়েছে ৷

আরও পড়ুন: নয়া সমন ! সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির

প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাজ্যে একাধিক দুর্নীতি মামলায় ইডি অভিযান চালায় ৷ যেখানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হোক বা চিটফান্ড মামলা ৷ এমনকী অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার মামলাতেও কলকাতার বেশ কয়েক জায়গার তল্লাশি চালায় ইডি ৷ যে তদন্তে 18 কোটির বেশি টাকা উদ্ধার হয় ৷

কলকাতা, 4 নভেম্বর: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Conducting Raids) ৷ ইডি সূত্রে খবর, সেনার জমি দখল করার অভিযোগ সংক্রান্ত একটি মামলার তদন্তে এই অভিযান চালানো হয়েছে ৷ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 12টি জায়গায় এই তল্লাশি চালাচ্ছে ইডি ৷

এ দিন ভোর 4টের সময়ে চারটি গাড়িতে ইডি’র গোয়েন্দারা সিজিও কমপ্লেক্স থেকে রওনা দেন ৷ যার মধ্যে সল্টলেকে দুই ব্যবসায়ীর বাড়িতে দু’টি দল হানা দিয়েছে ৷ বাকি দু’টি দল রাজ্যের আরও দু’টি জায়গায় অভিযান চালিয়েছে ৷ ইডি সূত্রে খবর, সেনার জমি জবরদখল করে সেখানে ব্যবসায়ীক কাজকর্ম করা হচ্ছিল বলে অভিযোগ ৷ সেই মামলায় তদন্তভার ইডিকে দেওয়া হয় ৷ জানা গিয়েছে, সেনার জমি জবরদখলের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সল্টলেকের দুই ব্যবসায়ীর খোঁজ পায় ৷ সেই মতো এ দিন ভোরেই আচমকাই অভিযানে নামে ইডি ৷

সেনার জমি দখলের এই মামলায় আর্থিক বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে ৷ ইডি সূত্রে খবর, সল্টলেকের বাসিন্দা ওই দুই ব্যবসায়ীর ঝাড়খণ্ডেও একাধিক ব্যবসা রয়েছে ৷ সেই সূত্রেই এ দিন সেখানেও একাধিক জায়গায় ইডি তল্লাশি শুরু করেছে ৷ সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট 12টি জায়গায় ইডি সেনার জমি জবরদখল মামলার তদন্তে অভিযান চালিয়েছে ৷

আরও পড়ুন: নয়া সমন ! সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির

প্রসঙ্গত, সাম্প্রতিককালে রাজ্যে একাধিক দুর্নীতি মামলায় ইডি অভিযান চালায় ৷ যেখানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হোক বা চিটফান্ড মামলা ৷ এমনকী অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার মামলাতেও কলকাতার বেশ কয়েক জায়গার তল্লাশি চালায় ইডি ৷ যে তদন্তে 18 কোটির বেশি টাকা উদ্ধার হয় ৷

Last Updated : Nov 4, 2022, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.