ETV Bharat / bharat

House Collapsed : প্রবল বর্ষণে কর্নাটকে বাড়ি ভেঙে মৃত 7

ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গত 5 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কর্নাটকের বেশ কয়েকটি জেলায় ৷

House Collapsed
প্রবল বর্ষণে কর্নাটকে বাড়ি ভেঙে মৃত 7
author img

By

Published : Oct 6, 2021, 9:50 PM IST

Updated : Oct 6, 2021, 10:11 PM IST

বেঙ্গালুরু, 6 অক্টোবর : প্রবল বৃষ্টির জেরে কর্নাটকের বেলাগভি জেলার বাদালা আঙ্কালাগি গ্রামে বাড়ি ভেঙে মৃত্যু হল 7 জনের ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গত 5 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে কর্নাটকের বেশ কয়েকটি জেলায় ৷

আরও পড়ুন : Rahul-Priyanka lakhimpur : লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

জানা গিয়েছে, লাগাতার বর্ষণের জেরে বুধবার সন্ধ্যায় হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি ৷ বাড়ির 5 বাসিন্দার ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ ধ্বংসাবশেষের নীচে আটকে পড়েন আরও 3 জন ৷ উদ্ধারকারী দল এসে তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু হাসপাতালে মৃত্যু আরও 2 জনের ৷ মৃতরা হলেন, গঙ্গাভা ভীমাপ্পা খন্নাগাভি (50), সত্য়ভা অর্জুন খনগাভি (45), পুজা অর্জুন খনাগাভি (8) , সবিতা ভীমাপ্পা খনাগাভি (28), কেশবা ভিট্টল কোলেপ্পানাভার (8), লক্ষ্মী অর্জুন খনাগাভি (15) ও অর্জুন খনাগাভি ৷ ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ ৷

বেঙ্গালুরু, 6 অক্টোবর : প্রবল বৃষ্টির জেরে কর্নাটকের বেলাগভি জেলার বাদালা আঙ্কালাগি গ্রামে বাড়ি ভেঙে মৃত্যু হল 7 জনের ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গত 5 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে কর্নাটকের বেশ কয়েকটি জেলায় ৷

আরও পড়ুন : Rahul-Priyanka lakhimpur : লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

জানা গিয়েছে, লাগাতার বর্ষণের জেরে বুধবার সন্ধ্যায় হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি ৷ বাড়ির 5 বাসিন্দার ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ ধ্বংসাবশেষের নীচে আটকে পড়েন আরও 3 জন ৷ উদ্ধারকারী দল এসে তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু হাসপাতালে মৃত্যু আরও 2 জনের ৷ মৃতরা হলেন, গঙ্গাভা ভীমাপ্পা খন্নাগাভি (50), সত্য়ভা অর্জুন খনগাভি (45), পুজা অর্জুন খনাগাভি (8) , সবিতা ভীমাপ্পা খনাগাভি (28), কেশবা ভিট্টল কোলেপ্পানাভার (8), লক্ষ্মী অর্জুন খনাগাভি (15) ও অর্জুন খনাগাভি ৷ ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ ৷

Last Updated : Oct 6, 2021, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.