বক্সার ( বিহার), 17 এপ্রিল : এক অদ্ভুত দৃশ্য়ের সাক্ষী থাকল বিহারের বক্সার রেল স্টেশন ৷ কোভিড টেস্টের ভয়ে দৌড় দিল রেল যাত্রীরা ৷ এমন ছবি দেখে অনেকেই হতবাক ৷
কী ঘটেছে
যে ভিডিয়ো প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ রেল স্টেশন থেকে থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন ৷ কারণ একটাই, সেখানে একটি কোভিড টেস্টের ক্য়াম্প করা হয়েছে ৷ এবং স্বাস্থ্য় কর্মীদের তরফে রেল যাত্রীদের কাছে আবেদন করা হচ্ছে, স্টেশন থেকে বেরোনোর আগে যেন তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নেন ৷ করোনা টেস্ট করার ভয়েই স্টেশন থেকে পালাচ্ছেন তাঁরা ৷
-
यह दृश्य कल रात बक्सर स्टेशन का हैं और ये यात्री पुणे -पटना से उतरे हैं और कोरोना जाँच ना कराना पड़े इसलिए भाग रहे हैं @ndtvindia @Anurag_Dwary @suparba pic.twitter.com/cWxDDoP26X
— manish (@manishndtv) April 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">यह दृश्य कल रात बक्सर स्टेशन का हैं और ये यात्री पुणे -पटना से उतरे हैं और कोरोना जाँच ना कराना पड़े इसलिए भाग रहे हैं @ndtvindia @Anurag_Dwary @suparba pic.twitter.com/cWxDDoP26X
— manish (@manishndtv) April 16, 2021यह दृश्य कल रात बक्सर स्टेशन का हैं और ये यात्री पुणे -पटना से उतरे हैं और कोरोना जाँच ना कराना पड़े इसलिए भाग रहे हैं @ndtvindia @Anurag_Dwary @suparba pic.twitter.com/cWxDDoP26X
— manish (@manishndtv) April 16, 2021
কয়েকদিন আগেই বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন, বিহারের প্রতিটি রেল স্টেশনে কোভিড টেস্ট ক্য়াম্প করা হবে ৷ সেই মতো বক্সার রেল স্টেশনেও ক্য়াম্প করা হয়েছিল ৷ এই দৃশ্য় এখন রোজ দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য় করেছেন রেলের এক আধিকারিক ৷
বক্সারের এক কাউন্সিলর জানিয়েছেন, "যখন আমরা রেল যাত্রীদের আটকালাম তখন তারা তর্ক করা শুরু করল ৷ ওই ঘটনার সময় রেলের কোনও পুলিশ ছিল না ৷ তারপর একজন মহিলা পুলিশ কর্মী সেখানে পৌঁছন এবং বলেন তাঁর একার পক্ষে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷"
এদিকে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়তে থাকায় পদক্ষেপ করছেন সেখানকার মুখ্য়মন্ত্রী ৷ ইতিমধ্য়ে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ৷