চিরালা (অন্ধ্রপ্রদেশ), 17 ডিসেম্বর: সোশাল মিডিয়ার রমরমার যুগে জন্মদিন, বিবাহবার্ষিকী সেলিব্রেশন তো আকছার হচ্ছে ৷ এসবের বাইরে গিয়েও ভ্যালেন্টাইনস ডে বা প্রেমের সপ্তাহ পালনও অত্যন্ত স্বাভাবিক ঘটনা এ যুগে ৷ মৃত্যুর পর প্রিয়জনদের তরফে মৃত্যুবার্ষিকীও পালন হয়ে থাকে ৷ কিন্তু ধরুন জীবিত অবস্থায় কেউ যদি তার মৃত্যুদিন পালন করেন? তাহলে বিষয়টি যে বেশ ইন্টারেস্টিং, তা বলাই বাহুল্য ৷ আর এমনই এক তাজ্জব ঘটনার সাক্ষী রইল অন্ধ্রপ্রদেশ (Bizarre incident in Andhra Pradesh) ৷
সে রাজ্যের বাপতালা জেলার অন্তর্গত চিরালার বাসিন্দা ডঃ পালেতি রামা রাও (Dr. Paleti Rama Rao) ৷ এলাকায় চিকিৎসক হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে তাঁর ৷ তিনি আবার চিরালার প্রাক্তন মন্ত্রীও বটে ৷ বছর তেষট্টির প্রাক্তন মন্ত্রী এবং চিকিৎসক ডঃ রামা রাও-ই এখন চর্চার শিরোনামে ৷ কারণ, সম্প্রতি এই চিকিৎসক তাঁর মৃত্যুদিন পালন করলেন ধুমধামের সঙ্গে (Doctor from Chirala celebrates death anniversary while alive) ৷
আরও পড়ুন: আমেদাবাদ পৌরনিগমের গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ভিক্ষুক
ডঃ রামা রাও তাঁর মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণীতে সম্প্রতি জানিয়েছেন, আর মাত্র 12 বছর বাঁচবেন তিনি, অর্থাৎ 75 বছরে মৃ্ত্যু হবে তাঁর ৷ আর মৃত্যুর আগে প্রত্যেক বছর এভাবেই ঘটা করে মৃত্যুদিন পালন করে যাবেন তিনি ৷ তাই মৃত্যুর আগে দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালনেও আয়োজনের কোনও ত্রুটি রাখেননি তিনি ৷ শহরের একটি হল ভাড়া করে লোকজনকে ভূরিভোজও করালেন ৷ সবমিলিয়ে চিরালা সাক্ষী রইল এক অদ্ভূত ঘটনার ৷ আমন্ত্রিতদের ওই চিকিৎসক আশ্বস্ত করেছেন আগামী বছরও একইভাবে তাঁর মৃত্যুদিন পালনে মাতবেন তিনি ৷