ETV Bharat / bharat

Mother-in-law Beaten to Death: বিবাদের জেরে পুরুষের ছদ্মবেশে ঘুমন্ত শাশুড়িকে পিটিয়ে হত্যা, গ্রেফতার বউমা - শাশুড়ি

শাশুড়ির সঙ্গে ঝামেলার জেরে ঘুমের মধ্যে তাঁকে পিটিয়ে হত্যা বউমার ৷ ঘটনাটি তামিলনাড়ুর ৷

woman kills Mother in law
শাশুড়িকে পিটিয়ে হত্যা বউমার
author img

By

Published : May 31, 2023, 2:04 PM IST

তিরুনেলভেলি(তামিলনাড়ু), 31 মে: পুরুষের ছদ্মবেশে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ বউমার বিরুদ্ধে ৷ অভিযুক্ত মহিলার নাম মহালক্ষ্মী ৷ বয়স 27 বছর। প্রাথমিক তদন্তের পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সীতাপালপানাল্লুরের কাছে ভাদুকানাপট্টি গ্রামে । মৃতের নাম সীতারামলক্ষ্মী ৷ বয়স 58 বছর ৷ তাঁর স্বামী শানমুগাভেল পঞ্চায়েতের সহ-সভাপতি ছিলেন ।

জানা গিয়েছে, 29 মে ভোরে মহালক্ষ্মী বাড়িতে ঢোকে । সে সময় সীতারামলক্ষ্মী ঘুমের মধ্যে ছিলেন। তিনি একজন যুবকের বেশে সেখানে আসেন এবং ঘুমন্ত অবস্থায় শাশুড়িকে প্রথমে মারধর করেন ৷ তারপর পালিয়ে যাওয়ার আগে জোর করে তাঁর গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে নেন । তবে প্রথমে অভিযুক্তকে পুরুষ মনে হলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে জানা যায় অনুপ্রবেশকারী আর কেউ নয় নিহতের পুত্রবধূ মহালক্ষ্মী ।

এই ঘটনা সামনে আসার পরই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং মহালক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করে । সীতারামলক্ষ্মীকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর মহালক্ষ্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে । পুলিশ জানিয়েছে, মৃতের ছেলে রামাসামির সঙ্গে মহালক্ষ্মীর বিয়ে হওয়ার পর থেকেই শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া হত । যাতে মা ও বউয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় তাই রামাসামি তাঁর দুই ছেলে ও মহালক্ষ্মীকে নিয়ে পাশে থাকা নিজেদের আর একটা বাড়িতে চলে যান । তা সত্ত্বেও দু'জনের মধ্যে ঝগড়া মেটার নাম নেয় না ।

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে খুন, স্বীকার মহিলার

সূত্রের খবর, প্রায় 10 দিন আগে শাশুড়ি ও বউমার মধ্যে ব্যাপক ঝামেলা হয় ৷ আর তার জেরেই মহালক্ষ্মী তাঁর শাশুড়িকে মারধরের পরিকল্পনা করে । পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মী ঘুমন্ত অবস্থায় সীতারামলক্ষ্মীকে ভারী বস্তু দিয়ে আঘাত করে । তারপর পুলিশকে বিভ্রান্ত করার জন্য তিনি সীতারামলক্ষ্মীর সোনার চেন কেড়ে নিয়ে পালিয়ে যান । পুলিশ বাড়িতে বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রহস্যের পর্দা ফাঁস করে । ভিডিয়োটিতে দেখা গিয়েছে মহালক্ষ্মী হেলমেট পরে একজন পুরুষের পোশাকে বাড়িতে প্রবেশ করছেন । মহালক্ষ্মীকে আদালতে হাজির করা হয়েছিল ৷ আদালত তাঁকে জেল হেফাজত দিয়েছে ৷

তিরুনেলভেলি(তামিলনাড়ু), 31 মে: পুরুষের ছদ্মবেশে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ বউমার বিরুদ্ধে ৷ অভিযুক্ত মহিলার নাম মহালক্ষ্মী ৷ বয়স 27 বছর। প্রাথমিক তদন্তের পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সীতাপালপানাল্লুরের কাছে ভাদুকানাপট্টি গ্রামে । মৃতের নাম সীতারামলক্ষ্মী ৷ বয়স 58 বছর ৷ তাঁর স্বামী শানমুগাভেল পঞ্চায়েতের সহ-সভাপতি ছিলেন ।

জানা গিয়েছে, 29 মে ভোরে মহালক্ষ্মী বাড়িতে ঢোকে । সে সময় সীতারামলক্ষ্মী ঘুমের মধ্যে ছিলেন। তিনি একজন যুবকের বেশে সেখানে আসেন এবং ঘুমন্ত অবস্থায় শাশুড়িকে প্রথমে মারধর করেন ৷ তারপর পালিয়ে যাওয়ার আগে জোর করে তাঁর গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে নেন । তবে প্রথমে অভিযুক্তকে পুরুষ মনে হলেও সিসিটিভি ফুটেজ খতিয়ে জানা যায় অনুপ্রবেশকারী আর কেউ নয় নিহতের পুত্রবধূ মহালক্ষ্মী ।

এই ঘটনা সামনে আসার পরই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং মহালক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করে । সীতারামলক্ষ্মীকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর মহালক্ষ্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে । পুলিশ জানিয়েছে, মৃতের ছেলে রামাসামির সঙ্গে মহালক্ষ্মীর বিয়ে হওয়ার পর থেকেই শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া হত । যাতে মা ও বউয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় তাই রামাসামি তাঁর দুই ছেলে ও মহালক্ষ্মীকে নিয়ে পাশে থাকা নিজেদের আর একটা বাড়িতে চলে যান । তা সত্ত্বেও দু'জনের মধ্যে ঝগড়া মেটার নাম নেয় না ।

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে খুন, স্বীকার মহিলার

সূত্রের খবর, প্রায় 10 দিন আগে শাশুড়ি ও বউমার মধ্যে ব্যাপক ঝামেলা হয় ৷ আর তার জেরেই মহালক্ষ্মী তাঁর শাশুড়িকে মারধরের পরিকল্পনা করে । পুলিশ জানিয়েছে, মহালক্ষ্মী ঘুমন্ত অবস্থায় সীতারামলক্ষ্মীকে ভারী বস্তু দিয়ে আঘাত করে । তারপর পুলিশকে বিভ্রান্ত করার জন্য তিনি সীতারামলক্ষ্মীর সোনার চেন কেড়ে নিয়ে পালিয়ে যান । পুলিশ বাড়িতে বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রহস্যের পর্দা ফাঁস করে । ভিডিয়োটিতে দেখা গিয়েছে মহালক্ষ্মী হেলমেট পরে একজন পুরুষের পোশাকে বাড়িতে প্রবেশ করছেন । মহালক্ষ্মীকে আদালতে হাজির করা হয়েছিল ৷ আদালত তাঁকে জেল হেফাজত দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.