ETV Bharat / bharat

Raksha Bandhan 2023: বিশেষ দিনে দিল্লির স্কুলে মোদি, প্রধানমন্ত্রীকে রাখি পরাল ছাত্রীরা

PM Narendra Modi Raksha Bandhan Cerebration: দিল্লির স্কুলে ছাত্রীদের হাত থেকে রাখি পরে দিনটি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অতি উৎসাহের সঙ্গে তাঁর হাতে রাখি বাঁধলেন পড়ুয়ারা ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 2:30 PM IST

Updated : Aug 30, 2023, 4:38 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: দিল্লির একটি স্কুলে গিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর হাতে রাখি বাঁধল স্কুলের ছোট ছোট ছাত্রীরা ৷ বুধবার ক্লাসে প্রবেশের সঙ্গে সঙ্গে এদিন প্রধানমন্ত্রীকে হাসিমুখে অভ্যর্থনা জানায় পড়ুয়ারা ৷ এরপর একে একে তাঁর হাতে রাখি বাঁধতে এগিয়ে আসে শিক্ষার্থীরা । প্রধানমন্ত্রীকে রাখি পরানোর জন্য পড়ুয়াদের মধ্যে এদিন উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ তবে মোদিও তাদের স্নেহময় হাসি দিয়ে স্বাগত জানান । ছাত্রীরা রাখি বাঁধতে এগিয়ে এলে তিনি সবার সঙ্গে আলাপচারিতা করেন ৷ ওই সমস্ত পড়ুয়াদের নাম এবং তারা কোন ক্লাসে পড়ে তাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী ৷

পাশাপাশি এদিন আরও এক সুন্দর মূহূর্তের সাক্ষী থেকেছেন নরেন্দ্র মোদি ৷ তিনি নত হয়ে আশীর্বাদ করতে গেলে তাঁর মুখে হামি দিয়ে দেয় একটি ছোট্ট পড়ুয়া । তাতে হেসে ওঠেন মোদি ৷ স্কুলের ছাত্রীদের থেকে চেয়ারে বসে রাখি বাঁধতে দেখা গিয়েছে এদিন প্রধানমন্ত্রীকে । এই অনুষ্ঠানের পর স্কুলছাত্রী ও শিক্ষকদের সঙ্গে একটি গ্রুপ ছবির জন্যও পোজ দেন তিনি । মোদিকে পরানোর জন্য বিশেষ রাখি তৈরি করা হয়েছিল ৷ যেগুলি ছাত্রীরা প্রধানমন্ত্রীর কব্জিতে বেঁধে দেয় ৷ সেই রাখিগুলির উপর মোদির ছবি রয়েছে ৷

প্রসঙ্গত, ভাই এবং বোনের মধ্যে চিরন্তন বন্ধনকে উদযাপন করে পালিত হয় রাখিবন্ধন ৷ এই উৎসবটি দেশজুড়ে অতি আড়ম্বর এবং উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে । একদিকে প্রধানমন্ত্রী যখন পড়ুয়াদের সঙ্গে দিনটি উদযাপন করলেন ৷ অন্যদিকে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সিআরপিএফ জওয়ানদের রাখি বাঁধতে দেখা গেল স্কুলছাত্রীদের । উপত্যকার সাম্বা জেলায়ও বিএসএফ জওয়ানরা স্কুলের পড়ুয়াদের সঙ্গে রাখি উদযাপন করেন ৷

আরও পড়ুন: দেশবাসীকে রাখির শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে মোদি-মমতার

এর আগে সকালে দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "আমার পরিবারের সকল সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা । বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতিফলন এই রাখিবন্ধন উৎসব ৷ এটি আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন । আমি কামনা করি এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে আরও বাড়িয়ে তুলুক ।"

নয়াদিল্লি, 30 অগস্ট: দিল্লির একটি স্কুলে গিয়ে রাখিবন্ধন উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর হাতে রাখি বাঁধল স্কুলের ছোট ছোট ছাত্রীরা ৷ বুধবার ক্লাসে প্রবেশের সঙ্গে সঙ্গে এদিন প্রধানমন্ত্রীকে হাসিমুখে অভ্যর্থনা জানায় পড়ুয়ারা ৷ এরপর একে একে তাঁর হাতে রাখি বাঁধতে এগিয়ে আসে শিক্ষার্থীরা । প্রধানমন্ত্রীকে রাখি পরানোর জন্য পড়ুয়াদের মধ্যে এদিন উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ তবে মোদিও তাদের স্নেহময় হাসি দিয়ে স্বাগত জানান । ছাত্রীরা রাখি বাঁধতে এগিয়ে এলে তিনি সবার সঙ্গে আলাপচারিতা করেন ৷ ওই সমস্ত পড়ুয়াদের নাম এবং তারা কোন ক্লাসে পড়ে তাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী ৷

পাশাপাশি এদিন আরও এক সুন্দর মূহূর্তের সাক্ষী থেকেছেন নরেন্দ্র মোদি ৷ তিনি নত হয়ে আশীর্বাদ করতে গেলে তাঁর মুখে হামি দিয়ে দেয় একটি ছোট্ট পড়ুয়া । তাতে হেসে ওঠেন মোদি ৷ স্কুলের ছাত্রীদের থেকে চেয়ারে বসে রাখি বাঁধতে দেখা গিয়েছে এদিন প্রধানমন্ত্রীকে । এই অনুষ্ঠানের পর স্কুলছাত্রী ও শিক্ষকদের সঙ্গে একটি গ্রুপ ছবির জন্যও পোজ দেন তিনি । মোদিকে পরানোর জন্য বিশেষ রাখি তৈরি করা হয়েছিল ৷ যেগুলি ছাত্রীরা প্রধানমন্ত্রীর কব্জিতে বেঁধে দেয় ৷ সেই রাখিগুলির উপর মোদির ছবি রয়েছে ৷

প্রসঙ্গত, ভাই এবং বোনের মধ্যে চিরন্তন বন্ধনকে উদযাপন করে পালিত হয় রাখিবন্ধন ৷ এই উৎসবটি দেশজুড়ে অতি আড়ম্বর এবং উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে । একদিকে প্রধানমন্ত্রী যখন পড়ুয়াদের সঙ্গে দিনটি উদযাপন করলেন ৷ অন্যদিকে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সিআরপিএফ জওয়ানদের রাখি বাঁধতে দেখা গেল স্কুলছাত্রীদের । উপত্যকার সাম্বা জেলায়ও বিএসএফ জওয়ানরা স্কুলের পড়ুয়াদের সঙ্গে রাখি উদযাপন করেন ৷

আরও পড়ুন: দেশবাসীকে রাখির শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে মোদি-মমতার

এর আগে সকালে দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "আমার পরিবারের সকল সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা । বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতিফলন এই রাখিবন্ধন উৎসব ৷ এটি আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন । আমি কামনা করি এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে আরও বাড়িয়ে তুলুক ।"

Last Updated : Aug 30, 2023, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.