ETV Bharat / bharat

Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সির অপব্যবহার বন্ধ নিশ্চিত করতে হবে, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর

ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) যাতে ভুল হাতে না চলে যায় তা খেয়াল রাখতে হবে ৷ কারণ এটা দেশের যুবসমাজকে ভুল পথে চালিত করতে পারে ৷ তাই এনিয়ে সতর্ক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Narendra Modi on Cryptocurrency
Narendra Modi on Cryptocurrency
author img

By

Published : Nov 18, 2021, 11:27 AM IST

Updated : Nov 18, 2021, 12:50 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর : ক্রিপ্টোকারেন্সি যাতে ভুল হাতে না পড়ে তা সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ৷ বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এদিন দ্য সিডনি ডায়ালগে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে মোদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলেন, "ক্রিপ্টোকারেন্সি কোনও ভাবেই ভুল হাতে যাতে না যায়, তা আটকাতে হবে ৷ পাশাপাশি এই ক্রিপ্টো আমাদের যুবসমাজকেও নষ্ট করতে পারে ৷ তা যাতে না হয়, তার প্রতিও যত্নশীল হতে হবে ৷"

এদিন প্রধানমন্ত্রী 'ভারতের প্রযুক্তি : বিবর্তন এবং বিপ্লব' থিমের উপর বক্তব্য রাখছিলেন । বলেন, "আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রযুক্তি এবং ডেটা নতুন অস্ত্র হয়ে উঠছে ।" অনিয়ন্ত্রিত ক্রিপ্টোবাজারগুলি অর্থ তছরুপ এবং সন্ত্রাসী সংগঠনগুলির জন্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্র যাতে তৈরি না হয় তা নিয়ে আগেই আশঙ্কা তৈরি হয়েছেন ৷ তা নিয়ে গত শনিবারই বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI), অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক-সহ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেন তিনি ৷ এদিন বিশ্ব দরবারেও ক্রিপ্টোর অপব্যবহার রোখার আবেদন জানালেন ৷

এদিন প্রযুক্তি এবং তথ্য নতুন অস্ত্র হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেন মোদি ৷ বলেন, "ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ব্যবহারের ক্ষেত্রে সব গণতান্ত্রিক দেশের একত্রে কাজ করা উচিত ৷ এটা নিশ্চিত করা জরুরি যাতে এগুলির অপব্যবহার না হয় ৷ নাহলে তা যুবসমাজকে বিপথে নিয়ে যেতে পারে ৷"

সরকার ক্রিপ্টোকারেন্সিতে করা বিনিয়োগগুলি পরিচালনা ও তদারকি করার জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরির পদক্ষেপ করছে ।

আরও পড়ুন : China : ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিষিদ্ধ ঘোষণা করল চিন

নয়াদিল্লি, 18 নভেম্বর : ক্রিপ্টোকারেন্সি যাতে ভুল হাতে না পড়ে তা সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ৷ বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এদিন দ্য সিডনি ডায়ালগে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে মোদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বলেন, "ক্রিপ্টোকারেন্সি কোনও ভাবেই ভুল হাতে যাতে না যায়, তা আটকাতে হবে ৷ পাশাপাশি এই ক্রিপ্টো আমাদের যুবসমাজকেও নষ্ট করতে পারে ৷ তা যাতে না হয়, তার প্রতিও যত্নশীল হতে হবে ৷"

এদিন প্রধানমন্ত্রী 'ভারতের প্রযুক্তি : বিবর্তন এবং বিপ্লব' থিমের উপর বক্তব্য রাখছিলেন । বলেন, "আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রযুক্তি এবং ডেটা নতুন অস্ত্র হয়ে উঠছে ।" অনিয়ন্ত্রিত ক্রিপ্টোবাজারগুলি অর্থ তছরুপ এবং সন্ত্রাসী সংগঠনগুলির জন্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্র যাতে তৈরি না হয় তা নিয়ে আগেই আশঙ্কা তৈরি হয়েছেন ৷ তা নিয়ে গত শনিবারই বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI), অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক-সহ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেন তিনি ৷ এদিন বিশ্ব দরবারেও ক্রিপ্টোর অপব্যবহার রোখার আবেদন জানালেন ৷

এদিন প্রযুক্তি এবং তথ্য নতুন অস্ত্র হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেন মোদি ৷ বলেন, "ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন ব্যবহারের ক্ষেত্রে সব গণতান্ত্রিক দেশের একত্রে কাজ করা উচিত ৷ এটা নিশ্চিত করা জরুরি যাতে এগুলির অপব্যবহার না হয় ৷ নাহলে তা যুবসমাজকে বিপথে নিয়ে যেতে পারে ৷"

সরকার ক্রিপ্টোকারেন্সিতে করা বিনিয়োগগুলি পরিচালনা ও তদারকি করার জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরির পদক্ষেপ করছে ।

আরও পড়ুন : China : ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিষিদ্ধ ঘোষণা করল চিন

Last Updated : Nov 18, 2021, 12:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.