ETV Bharat / bharat

সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা, শহিদ জওয়ান

ফের ভূস্বর্গে জঙ্গি হামলা ৷ সিআরপিএফের কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ৷ প্রাণ গেল এক জওয়ানের ৷ জখম আরও তিন ৷ ঘটনার জন্য লস্কর-ই-তৈবাকে দায়ী করেছেন জম্মু-কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷

CRPF trooper killed in militant attack in Lawaypora, Srinagar
সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা, নিহত জওয়ান
author img

By

Published : Mar 25, 2021, 6:09 PM IST

শ্রীনগর, 25 মার্চ : ফের সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলা ৷ প্রাণ গেল এক জওয়ানের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শ্রীনগর লাগোয়া লাওয়ায়পোরা শহরতলিতে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিন জওয়ান ৷ ঘটনার সত্যতা স্বীকার করে একথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷ তাঁর দাবি, জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা রয়েছে এদিনের হামলার পিছনে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, লাওয়ায়পোরা মেইন চক এলাকায় হঠাৎই সিআরপিএফের কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে একদল জঙ্গি ৷ গুলি লাগে চার জওয়ানের ৷ তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্য়ু হয় একজনের ৷ বাকি তিনজনের চিকিৎসা চলছে ৷ তবে তাঁদেরও আঘাত গুরুতর বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন : শোপিয়ানে খতম 4 জঙ্গি, বন্ধ ইন্টারনেট পরিষেবা

আততায়ীদের পাকড়াও করতে ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী ৷ হামলাকারীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি ৷

উল্লেখ্য, গত 22 মার্চ শোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনাবাহিনীর ৷ নিকেশ করা হয় চার সন্ত্রাসবাদীকে ৷ সেই ঘটনার 48 ঘণ্টা কাটতে না কাটতেই ফের রক্তাক্ত হল ভূস্বর্গ ৷

শ্রীনগর, 25 মার্চ : ফের সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলা ৷ প্রাণ গেল এক জওয়ানের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শ্রীনগর লাগোয়া লাওয়ায়পোরা শহরতলিতে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিন জওয়ান ৷ ঘটনার সত্যতা স্বীকার করে একথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷ তাঁর দাবি, জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা রয়েছে এদিনের হামলার পিছনে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, লাওয়ায়পোরা মেইন চক এলাকায় হঠাৎই সিআরপিএফের কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে একদল জঙ্গি ৷ গুলি লাগে চার জওয়ানের ৷ তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্য়ু হয় একজনের ৷ বাকি তিনজনের চিকিৎসা চলছে ৷ তবে তাঁদেরও আঘাত গুরুতর বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন : শোপিয়ানে খতম 4 জঙ্গি, বন্ধ ইন্টারনেট পরিষেবা

আততায়ীদের পাকড়াও করতে ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী ৷ হামলাকারীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি ৷

উল্লেখ্য, গত 22 মার্চ শোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনাবাহিনীর ৷ নিকেশ করা হয় চার সন্ত্রাসবাদীকে ৷ সেই ঘটনার 48 ঘণ্টা কাটতে না কাটতেই ফের রক্তাক্ত হল ভূস্বর্গ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.