নয়াদিল্লি, 1 এপ্রিল : গোটা এপ্রিল মাসজুড়েই চলবে করোনার টিকাকরণ ৷ এমনকি, সরকারি ছুটির দিনগুলিতেও এই প্রক্রিয়া বন্ধ করা হবে না ৷ সমস্ত সরকারি ও বেসরকারি কেন্দ্রে টিকা পাবেন সাধারণ মানুষ ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ ঘোষণার বাস্তবায়নে যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে নয়াদিল্লির তরফে ৷ দেশজুড়ে করোনার টিকাকরণে গতি আনতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর ৷
পিআইবি-র তরফে একটি বিবৃতি প্রকাশ করে বৃহস্পতিবার জানানো হয়, 31 মার্চেই সবক’টি রাজ্য় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এবিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ টিকাকরণ কেন্দ্রগুলির ব্য়বহার বাড়িয়ে টিকাকরণে জোয়ার আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা ৷
আরও পড়ুন : কর্নাটকে গত মাসে 500 শিশু করোনায় আক্রান্ত
দেশের প্রবীণ ও অসুস্থ নাগরিক, যাঁদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা সবথেকে বেশি, তাঁদের বাঁচাতে সরকারের সবথেকে বড় অস্ত্র টিকাকরণ ৷ কেন্দ্রের তরফে স্থির করা হয়েছে, এদিন থেকে 45 বছরের বেশি বয়সি সমস্ত নাগরিককেই করোনার টিকা দেওয়া হবে ৷ টিকাকরণ প্রশাসন সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে দেশজুড়ে ফের দাপট বেড়েছে কোভিড-19 ভাইরাসের ৷ শুধুমাত্র বৃহস্পতিবারই নতুন করে 72 হাজার 330 জন করোনা রোগীর খোঁজ মিলেছে ৷ গত বছরের অক্টোবর মাসের পর দৈনিক সংক্রমণের নিরিখে যা সর্বাধিক ৷ এর জেরে ভারতে সামগ্রিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 কোটি 22 লাখ 21 হাজার 665 ৷