ETV Bharat / bharat

Covid Spike in Delhi : ফের চোখ রাঙাচ্ছে করোনা, 48 ঘণ্টায় দিল্লিতে দ্বিগুণ বাড়ল সংক্রমণ

দেশে দৈনিক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও দিল্লিতে পরিস্থিতি কিছুটা অন্যরকম ৷ সেখানে কোভিড পরিস্থিতি উল্টোমুখে হাঁটছে (Covid Spike in Delhi) ৷ সুতরাং, সবসময় সতর্ক ও সচেতন থাকতে বলছেন বিশেষজ্ঞরা ৷

Corona Cases in Delhi rise
দিল্লিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী
author img

By

Published : Apr 14, 2022, 8:06 AM IST

Updated : Apr 14, 2022, 8:13 AM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল : দ্বিগুণ হল কোভিড-19 সংক্রমণ ৷ বুধবার দিল্লিতে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 299 জন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 137 ৷ আর দৈনিক সংক্রমণের হার 2.49 শতাংশ, জানিয়েছে রাজধানীর স্বাস্থ্য দফতর ৷ এক সপ্তাহের মধ্যে হঠাৎই 0.5 শতাংশ থেকে 2.70 শতাংশে পৌঁছেছে সংক্রমের হার ৷ চিকিৎসকরা অবশ্য এ নিয়ে দুশ্চিন্তা বা আতঙ্কিত হতে বারণ করছেন এবং কোভিড বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছেন ৷

সোমবার দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল 2.70 শতাংশ, যা গত দু'মাসে সর্বোচ্চ ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সোমবার জানান, সরকার কোভিড পরিস্থিতির উপর চোখ রাখছে ৷ কোভিড-19-এর নতুন কোনও ভ্যারিয়্যান্টের সন্ধান না পেলে চিন্তা করার প্রয়োজন নেই ৷

আরও পড়ুন : Effects Of Vaccination : হৃদপিণ্ডের জন্য় অন্যান্য ভ্যাকসিনের থেকে কম ঝুঁকিপূর্ণ কোভিড ভ্য়াকসিন

বুধবার বুলেটিনে জানানো হয়েছে, রাজধানীতে করোনা সংক্রমণের মোট সংখ্যা ছিল 18 লক্ষ 66 হাজার 380 ৷ মৃতের সংখ্যা 26 হাজার 158 ৷ আগের দিন 12 হাজার 22 সংখ্যক কোভিড-19 পরীক্ষা করা হয়েছে ৷ রবিবার 141 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং একজন সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ে 14 জানুয়ারি করোনা সংক্রমণের হার 30.6 শতাংশে পৌঁছেছিল ৷ সেই সময় ওমিক্রন ভ্যারিয়্যান্টে হু হু করে সংক্রমণ বেড়েছিল ৷

নয়াদিল্লি, 14 এপ্রিল : দ্বিগুণ হল কোভিড-19 সংক্রমণ ৷ বুধবার দিল্লিতে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 299 জন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 137 ৷ আর দৈনিক সংক্রমণের হার 2.49 শতাংশ, জানিয়েছে রাজধানীর স্বাস্থ্য দফতর ৷ এক সপ্তাহের মধ্যে হঠাৎই 0.5 শতাংশ থেকে 2.70 শতাংশে পৌঁছেছে সংক্রমের হার ৷ চিকিৎসকরা অবশ্য এ নিয়ে দুশ্চিন্তা বা আতঙ্কিত হতে বারণ করছেন এবং কোভিড বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছেন ৷

সোমবার দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল 2.70 শতাংশ, যা গত দু'মাসে সর্বোচ্চ ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সোমবার জানান, সরকার কোভিড পরিস্থিতির উপর চোখ রাখছে ৷ কোভিড-19-এর নতুন কোনও ভ্যারিয়্যান্টের সন্ধান না পেলে চিন্তা করার প্রয়োজন নেই ৷

আরও পড়ুন : Effects Of Vaccination : হৃদপিণ্ডের জন্য় অন্যান্য ভ্যাকসিনের থেকে কম ঝুঁকিপূর্ণ কোভিড ভ্য়াকসিন

বুধবার বুলেটিনে জানানো হয়েছে, রাজধানীতে করোনা সংক্রমণের মোট সংখ্যা ছিল 18 লক্ষ 66 হাজার 380 ৷ মৃতের সংখ্যা 26 হাজার 158 ৷ আগের দিন 12 হাজার 22 সংখ্যক কোভিড-19 পরীক্ষা করা হয়েছে ৷ রবিবার 141 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং একজন সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ে 14 জানুয়ারি করোনা সংক্রমণের হার 30.6 শতাংশে পৌঁছেছিল ৷ সেই সময় ওমিক্রন ভ্যারিয়্যান্টে হু হু করে সংক্রমণ বেড়েছিল ৷

Last Updated : Apr 14, 2022, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.