ETV Bharat / bharat

দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ! একদিনে মৃত 1761, আক্রান্ত 2.59 লাখ - করোনাভাইরাস

রোজই দেশে নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস ৷ এ বার একদিনে করোনায় মৃতের সংখ্যা সর্বাধিক শিখরে পৌঁছল ৷ একদিনে মৃত্যু হল 1,761 জনের ৷

coronavirus: India reports 2,59,170 new COVID19 cases, 1,761 deaths in last 24 hours
দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ! একদিনে মৃত 1761, আক্রান্ত 2.59 লাখ
author img

By

Published : Apr 20, 2021, 9:59 AM IST

Updated : Apr 20, 2021, 3:00 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল: দেশে সামান্য কমল করোনাভাইরাসের সংক্রমণ ৷ তবে দৈনিক সংক্রমণের সংখ্যাটা আড়াই লাখের উপরেই রয়েছে ৷ তবে দেশে করোনায় একদিনে মৃত্যু সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.59 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 1,761 জনের ৷ এক লক্ষেরও বেশি বাড়ল অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2,59,170 জন ৷ এই নিয়ে টানা 6 দিন দেশে দৈনিক সংক্রমণ 2 লাখের উপরে থাকল ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,53,21,089 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,761 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,80,530 ৷

আরও পড়ুন: ফের রেকর্ড ! দেশে করোনায় আক্রান্ত আরও 2.73 লাখ, মৃত 1619

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 20,31,977 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,31,08,582 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 12,71,29,113 জনের ৷

করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ 24 ঘণ্টায় আরও 58,924 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 38.98 লাখ ৷ 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 351 জনের ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় আরও 23,686 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 240 জনের ৷ দিল্লিতে জারি হয়েছে লকডাউন ৷ আজ থেকে কেরালায় শুরু হচ্ছে 2 সপ্তাহের নাইট কার্ফু ৷ সেখানে নতুন করে 13,644 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কর্নাটকে ও উত্তরপ্রদেশে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে 15,785 ও 28,211 জন ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল: দেশে সামান্য কমল করোনাভাইরাসের সংক্রমণ ৷ তবে দৈনিক সংক্রমণের সংখ্যাটা আড়াই লাখের উপরেই রয়েছে ৷ তবে দেশে করোনায় একদিনে মৃত্যু সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.59 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 1,761 জনের ৷ এক লক্ষেরও বেশি বাড়ল অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2,59,170 জন ৷ এই নিয়ে টানা 6 দিন দেশে দৈনিক সংক্রমণ 2 লাখের উপরে থাকল ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,53,21,089 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,761 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,80,530 ৷

আরও পড়ুন: ফের রেকর্ড ! দেশে করোনায় আক্রান্ত আরও 2.73 লাখ, মৃত 1619

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 20,31,977 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,31,08,582 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 12,71,29,113 জনের ৷

করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ 24 ঘণ্টায় আরও 58,924 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 38.98 লাখ ৷ 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 351 জনের ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় আরও 23,686 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 240 জনের ৷ দিল্লিতে জারি হয়েছে লকডাউন ৷ আজ থেকে কেরালায় শুরু হচ্ছে 2 সপ্তাহের নাইট কার্ফু ৷ সেখানে নতুন করে 13,644 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কর্নাটকে ও উত্তরপ্রদেশে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে 15,785 ও 28,211 জন ৷

Last Updated : Apr 20, 2021, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.