ETV Bharat / bharat

"আপনাকে খুনের ষড়যন্ত্র হচ্ছে", সতর্ক করে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি - Odisha CM Naveen Patnaik

আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।

naveen patnaik
ওড়িশার মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি
author img

By

Published : Jan 7, 2021, 9:12 PM IST

Updated : Jan 7, 2021, 9:50 PM IST

ভুবনেশ্বর, 7 জানুয়ারি : ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে । এমনই জানিয়ে আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।

চিঠিতে লেখা আছে, মুখ্যমন্ত্রীকে মারার জন্য সুপারি কিলারকে নিয়োগ করা হয়েছে । তাদের কাছে একে-47 ও সেমি অটোমেটিক পিস্তলের মতো অস্ত্র রয়েছে । পটনায়কের উপর হামলার পিছনে মূল ষড়যন্ত্রকারীরা নাগপুরের বাসিন্দা বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে । এমনকী, চিঠিতে একটি গাড়ির নম্বরের উল্লেখ রয়েছে, যা মহারাষ্ট্রের । সেইসঙ্গে আরও 17 টি গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ রয়েছে । যেগুলি ওড়িশার মুখ্যমন্ত্রীকে মারার জন্য ব্যবহার করছে সুপারি কিলাররা । তাঁকে সবসময় নজরে রাখা হচ্ছে । যেকোনও সময় তিনি খুন হয়ে যেতে পারেন বলে তাঁকে সতর্ক করা হয়েছে ।

Odisha
এই বেনামী চিঠিটি ওড়িশার মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে

আরও পড়ুন, মাসুদ আজ়হারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাকিস্তানে

এই হুমকির চিঠির পরে, ওড়িশার স্বরাষ্ট্রদপ্তর পরবর্তী পদক্ষেপের জন্য ডিজিপি এবং সিটি পুলিশ কমিশনারকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে বলেছে । পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

ভুবনেশ্বর, 7 জানুয়ারি : ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে । এমনই জানিয়ে আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।

চিঠিতে লেখা আছে, মুখ্যমন্ত্রীকে মারার জন্য সুপারি কিলারকে নিয়োগ করা হয়েছে । তাদের কাছে একে-47 ও সেমি অটোমেটিক পিস্তলের মতো অস্ত্র রয়েছে । পটনায়কের উপর হামলার পিছনে মূল ষড়যন্ত্রকারীরা নাগপুরের বাসিন্দা বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে । এমনকী, চিঠিতে একটি গাড়ির নম্বরের উল্লেখ রয়েছে, যা মহারাষ্ট্রের । সেইসঙ্গে আরও 17 টি গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ রয়েছে । যেগুলি ওড়িশার মুখ্যমন্ত্রীকে মারার জন্য ব্যবহার করছে সুপারি কিলাররা । তাঁকে সবসময় নজরে রাখা হচ্ছে । যেকোনও সময় তিনি খুন হয়ে যেতে পারেন বলে তাঁকে সতর্ক করা হয়েছে ।

Odisha
এই বেনামী চিঠিটি ওড়িশার মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে

আরও পড়ুন, মাসুদ আজ়হারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাকিস্তানে

এই হুমকির চিঠির পরে, ওড়িশার স্বরাষ্ট্রদপ্তর পরবর্তী পদক্ষেপের জন্য ডিজিপি এবং সিটি পুলিশ কমিশনারকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে বলেছে । পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

Last Updated : Jan 7, 2021, 9:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.