ভুবনেশ্বর, 7 জানুয়ারি : ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে খুনের চক্রান্ত করা হচ্ছে । এমনই জানিয়ে আজ তাঁর "নবীন নিবাস" বাসভবনে একটি নামহীন চিঠি আসে । চিঠিতে তাঁকে সতর্ক করে বলা হয়, আপনাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে ।
চিঠিতে লেখা আছে, মুখ্যমন্ত্রীকে মারার জন্য সুপারি কিলারকে নিয়োগ করা হয়েছে । তাদের কাছে একে-47 ও সেমি অটোমেটিক পিস্তলের মতো অস্ত্র রয়েছে । পটনায়কের উপর হামলার পিছনে মূল ষড়যন্ত্রকারীরা নাগপুরের বাসিন্দা বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে । এমনকী, চিঠিতে একটি গাড়ির নম্বরের উল্লেখ রয়েছে, যা মহারাষ্ট্রের । সেইসঙ্গে আরও 17 টি গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ রয়েছে । যেগুলি ওড়িশার মুখ্যমন্ত্রীকে মারার জন্য ব্যবহার করছে সুপারি কিলাররা । তাঁকে সবসময় নজরে রাখা হচ্ছে । যেকোনও সময় তিনি খুন হয়ে যেতে পারেন বলে তাঁকে সতর্ক করা হয়েছে ।
আরও পড়ুন, মাসুদ আজ়হারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাকিস্তানে
এই হুমকির চিঠির পরে, ওড়িশার স্বরাষ্ট্রদপ্তর পরবর্তী পদক্ষেপের জন্য ডিজিপি এবং সিটি পুলিশ কমিশনারকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে বলেছে । পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ।