নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পেশ করেছেন মল্লিকার্জুন খাড়গে । দীর্ঘ দু'দশকেরও বেশি সময় পরে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, কংগ্রেসের সভাপতি নির্বাচন হচ্ছে ৷ এই নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, গান্ধি পরিবার এই সভাপতির দৌড়ে অংশ নিচ্ছে না ৷ কিন্তু, সভাপতির হওয়ার লড়াইয়ে যেন প্রবলভাবে রয়েছেন গান্ধিরাই (Congress Presidential Poll) ৷ কারণ, সোনিয়া গান্ধির বিশ্বস্ত ও অনুগত খাড়গে (Sonia handling Congress polls G-23 future ) ৷
রাজ্যসভার বিরোধী দলনেতাকে জি-23 গ্রুপের সদস্য লোকসভা সাংসদ শশী থারুরের বিপরীতে দাঁড় করিয়ে দলের রাশ নিজেদের হাতেই রাখতে চাইবেন সোনিয়া, রাহুলরা ৷ শুধু তাই নয়, সমীকরণ বদলে খাড়গেকেই সমর্থন জানিয়েছেন জি-23 গ্রুপের চার সদস্য ভূপিন্দর সিং হুডা, আনন্দ শর্মা, মণীশ তেওয়ারি এবং পৃথ্বীরাজ চৌহান ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা ইটিভি ভারতকে বলেন, "আমরা সোনিয়াজি'র কাছে একটি দাবি করেছিলাম ৷ সেই দাবিমতোগুলি দলে আলোচনা করা হয়েছে ৷ প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গেকেই আমরা প্রত্যেকে সমর্থন করব ৷"
আরও পড়ুন: নির্বাচনী ইস্তাহারে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র, নিঃশর্ত ক্ষমা চাইলেন শশী
প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্য়েই অনেক জলঘোলা হয়েছে ৷ আগামী 17 অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এই ভোটে শশীর প্রধান প্রতিপক্ষ হলেন দলের অন্যতম প্রবীণ এবং প্রথম সারির নেতা তথা রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ এছাড়াও, নির্বাচনের এই দৌড়ে সামিল হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠী ৷ এই ভোটের ফল ঘোষণা হবে আগামী 19 অক্টোবর ৷